Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ফিলিপীয় 2:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 তিনি সত্যিই অসুখে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর প্রতি সদয় হয়েছেন। শুধু তাঁর প্রতিই নয় আমার প্রতিও তিনি সদয়। দুঃখের উপর আরও দুঃখ আমাকে পেতে হয়নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 আর বাস্তবিক তিনি অসুস্থতায় মরণাপন্ন অবস্থায় পরেছিলেন; কিন্তু আল্লাহ্‌ তাঁর প্রতি করুণা করেছেন, আর কেবল তাঁর প্রতি নয়, আমার প্রতিও রহম করেছেন যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর করুণা করেছেন; শুধু তাঁর উপর নয়, আমার উপরেও করুণা করেছেন, যেন দুঃখের উপর আমার আর দুঃখ না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আর বাস্তবিক তিনি পীড়ায় মৃতকল্প হইয়াছিলেন; কিন্তু ঈশ্বর তাঁহার প্রতি দয়া করিয়াছেন, আর কেবল তাঁহার প্রতি নয়, আমার প্রতিও দয়া করিয়াছেন, যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 সত্যিই তিনি খুবই অসুস্থ হয়েছিলেন। মরণাপন্ন অবস্থা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাঁর প্রতি করুণা করেছেন। কেবল তাঁর প্রতি নয় কিন্তু আমার ওপরও দয়া করেছেন যেন দুঃখের উপর আরো দুঃখ আমার না হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 আর সত্যিই তিনি অসুস্থতায় মারা যাওয়ার মত হয়েছিলেন; কিন্তু ঈশ্বর তাঁর ওপর দয়া করেছেন, আর কেবল তাঁর ওপর না, আমার ওপরও দয়া করেছেন, যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়।

অধ্যায় দেখুন কপি




ফিলিপীয় 2:27
23 ক্রস রেফারেন্স  

ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ কিন্তু প্রভু তাকে করেন নিস্তার সকল সঙ্কট থেকে।


কারণ খ্রীষ্টের কাজ করতে গিয়ে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমাকে সাহায্য করার জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেছিলেন যা তোমরা করতে পারনি।


তোমাদের এখন উচিত তাকে ক্ষমা করা ও উৎসাহিত করা যেন সে আরও বেশি দুঃখে ভারাক্রান্ত হয়ে না পড়ে।


সাধারণ মানুষ যে ধরণের সঙ্কটের সম্মুখীন হয় তার অতিরিক্ত কিছুর সম্মুখীন তোমাদের হতে হয়নি। ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন, তিনি তোমাদের সাধ্যের অতীত কোন প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা-সঙ্কটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন এবং তার মধ্যে স্থির থাকার শক্তিও তোমাদের জোগাবেন।


এই সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং মারা গেলন। সেখানকার লোকজন তাঁর মৃতদেহ স্নান করিয়ে ওপর তলার একটি ঘরে রেখে দিল।


তিনিই বার বার তোমাকে উদ্ধার করেন বিপদ থেকে, কোন অমঙ্গল তোমাকে স্পর্শ করতে, পারে না,


তুমি যখন গভীর জলরাশির মধ্য দিয়ে যাবে আমি তোমার সঙ্গে থাকব, যখন অতিক্রম করবে নদনদী, তখন কোন বিপদে পড়বে না মগ্ন হবে না তুমি আগুনের মধ্য দিয়ে যখন যাবে দগ্ধ হবে না তুমি। দুঃসহ অগ্নিপরীক্ষার তীব্র দহন স্পর্শ করবে না তোমায়।


হে প্রভু পরমেশ্বর, আমি শুনেছি তোমার কীর্তির কথা, তাই আমি ভীত তটস্থ। আজকের দিনেও তোমার সেই মহান কীর্তির পুনরাবৃত্তি কর, আবার প্রকাশ কর তোমার স্বরূপ। কিন্তু হে প্রভু, তুমি ক্রুদ্ধ হলেও তোমার কৃপাদৃষ্টি রেখো আমাদের প্রতি।


তোমার প্রজাদের সংশোধন কর হে প্রভু পরমেশ্বর, কিন্তু হয়ো না বজ্র কঠোর আমাদের পরে, নিদারুণ ক্রোধে দিও না দণ্ড, নিঃশেষ হয়ে যাব আমরা তাহলে।


আমার দুঃখ কখনও ঘুচবে না হৃদয় আমার বেদনায় আর্ত।


হৃদয়ের তিক্ততা আমার হবে এবার শান্তিতে পরিণত, রক্ষা করেছ সকল বিপদ হতে জীবন আমার, করেছ ক্ষমা তুমি সকল পাপ আমার।


প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দিয়েছেন নির্বাসনে পাঠিয়ে। তিনি তাদের প্রচণ্ড পূবালী ঝড়ের সঙ্গে উড়িয়ে নিয়ে গেছেন।


এই সময়ে রাজা হিষ্কিয় অসুখে মরণাপন্ন হয়ে পড়লেন, আমোসের পুত্র নবী যিশাইয় তাঁকে দেখতে এসে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেনঃ তোমার সমস্ত দায়দায়িত্বের ব্যাপারে সুব্যবস্থা করে ফেল। কারণ তোমার এ অসুখ সারবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও।


তুমি বলেছ, ‘ধিক্‌ আমাকে! প্রভু পরমেশ্বর আমার বিপদ ও সমস্যার সঙ্গে আরও দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছেন। আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছি, কোথাও শান্তি পাচ্ছি না।’


কারণ তিনি তোমাদের সকলকে দেখার জন্য কাতর, তাঁর অসুখের কথা তোমরা শুনেছ বলে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন।


সেই জন্য আমি আরও আগ্রহের সঙ্গে তাঁকে পাঠাচ্ছি যেন তাঁকে আবার দেখে তোমরা আনন্দ পাও এবং আমারও দুঃখের লাঘব হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন