Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ফিলিপীয় 1:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কারণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমার সহায় হয়েছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কারণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত ইঞ্জিলের পক্ষে তোমরা সহভাগী আছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কারণ প্রথম দিন থেকে, আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কারণ প্রথম দিবসাবধি অদ্য পর্য্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কারণ সুসমাচার প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে এ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগীতায় আছি।

অধ্যায় দেখুন কপি




ফিলিপীয় 1:5
23 ক্রস রেফারেন্স  

যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যয়ে দৃঢ়প্রতিষ্ঠ থাকতে পারি তাহলে আমরা খ্রীষ্টের শরিক।


সুতরাং যদি আমাকে সহযোগী বলে মনে কর তাহলে আমাকে তুমি যেভাবে গ্রহণ করতে সেইভাবে তাকেও গ্রহণ করো।


তোমাদের সকলের সম্পর্কে আমার এই মনোভাব স্বাভাবিক, কারণ তোমাদের আমি অত্যন্ত ভালবাসি। আমার বন্দীদশায় ও সুসমাচারের সত্যতা রক্ষা ও প্রতিষ্ঠার বিষয়ে তোমরা আমার সহযোগী এবং দিব্য অনুগ্রহের শরিক।


আমরা যা দেখেছি এবং শুনেছি, তাই তোমাদের কাছে ঘোষণা করছি যেন তোমরাও আমাদের সঙ্গে সেই মিলনের বন্ধনে মিলিত হয়ে থাক, যে বন্ধনে আমরা পরম পিতা এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়ে আছি।


অর্থাৎ সুসমাচার প্রচারের ফলে খ্রীষ্ট যীশুতে সংযুক্ত হয়ে বিজাতীয়েরাও আমাদের সঙ্গে একই উত্তরাধিকারের শরিক, একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের দেওয়া একই প্রতিশ্রুতির অংশীদার হয়েছে।


বন্ধুগণ, ম্যাসিডোনিয়ার বিভিন্ন মণ্ডলী ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছে তার কথা আমরা তোমাদের জানাতে চাই।


কারণ জেরুশালেমের খ্রীষ্টানুরাগীদের ম্যাসিডন ও আখায়ার লোকেরা কিছু অর্থ সংগ্রহ করেছে।


তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।


ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের ধার্মিকতার গুণে যারার আমাদের ধর্মবিশ্বাসের অধিকারী হয়েছ তোমাদের সকলের কাছে আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের সেবক ও প্রেরিতশিষ্য এই পত্র লিখছি।


সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।


ঈশ্বর, তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন, তিনি পরম নির্ভরযোগ্য।


ভাল একটি জলপাই গাছের কিছু ডালপালা কেটে ফেলে সেখানে বুনো জলপাইয়ের ডাল জুড়ে দেওয়া বুনো জলপাইয়ের ডালের মত। এখন তোমরা ভাল গাছের মূলের সঙ্গে যুক্ত হয়েছ এবং তা থেকে প্রাণরস আহরণ করছ।


তারা সকলে সর্বদা শিষ্যদের কাছে শিক্ষা গ্রহণ করতে লাগল এবং তংআদের যৌথ জীবনের অংশীদার হয়ে তাঁদের সহ্গে আহারাদি ও উপাসনায় অংশগ্রহণ করতে লাগল।


অভাবগ্রস্ত ভক্তদের সাহায্য কর এবং অতিথিপরায়ণ হও।


বন্ধুগণ, আমি তোমাদের জানাতে চাই, বর্তমানে আমার এই অবস্থা সত্ত্বেও সুসমাচার প্রচারের কাজ বরং আরও এগিয়ে চলেছে।


এরা ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে প্রচার করে কারণ এরা জানে যে আমি সুসমাচারের সত্যতা প্রমাণের জন্যই নিযুক্ত।


কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।


কিন্তু তিমথীকে তো তোমরা জান, আমার সন্তানের মত সেও আমার সঙ্গে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছে।


তুমি আমার অনুগত সহকর্মী। তোমাকেও অনুরোধ করছি, তুমি তাঁদের সাহায্য কর, কারণ ক্লেমেন্তু এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে তাঁরাও আমার পাশে থেকে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছিলেন। তাঁদের নাম অমৃত জীবনের তালিকায় আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন