Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 9:43 - পবিএ বাইবেল CL Bible (BSI)

43 এরপর যোপ্পাতে শিমোন নামে একজন চর্মকারের বাড়িতে পিতর বেশ কিছুদিন থাকলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 আর পিতর অনেক দিন যাফোতে, শিমোন নামক এক জন চর্মকারের বাড়িতে অবস্থিতি করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 পিতর কিছুকাল জোপ্পায় শিমোন নামে এক চর্মকারের বাড়িতে থাকলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 আর পিতর অনেক দিন যাফোতে, শিমোন নামক এক জন চর্ম্মকারের বাটীতে অবস্থিতি করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 পিতর যাফোতে শিমোন নামে এক চামড়া ব্যবসায়ীর ঘরে অনেক দিন রইলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 আর পিতর অনেকদিন যাবৎ যাফোতে শিমন নামে একজন চর্ম শিল্পীর বাড়িতে ছিলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 9:43
12 ক্রস রেফারেন্স  

তিনি সমুদ্রের তীরে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে আছেন।


তুমি যোপ্পা থেকে পিতর ওরফে শিমোনকে আমন্ত্রণ করে আনাও। সেখানে সমুদ্রের ধারে শিমোন নামে একজন চর্মকারের বাড়িতে তিনি রয়েছেন।’


আপনার প্রয়োজন মত লেবানন পর্বতমালার সমস্ত সীডার বৃক্ষ আমরা কেটে ফেলব এবং সেগুলিকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে জোপ্পা পর্যন্ত পৌঁছে দেব। সেখান থেকে কাঠগুলি তুলে আপনি জেরুশালেমের নিয়ে য়েতে পারবেন।


পারস্য সম্রাট সাইরাসের অনুমতি নিয়ে রাজমিস্ত্রি ও সূত্রধরের মজুরীর জন্য অর্থ সংগ্রহ করা হল এবং সমুদ্রপথে লেবানন থেকে যাফোতে সীডার কাঠ আনার জন্য বিনিময়রূপে সোর ও সীদোনের লোকদের খাদ্য, পানীয় ও জলপাই তেল দেওয়া হল।


কিন্তু যোনা চাইলেন প্রভু পরমেশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে। তাই তিনি উল্টোদিকে তার্শীশের অভিমুখে রওনা হলেন। যাফো বন্দরে পৌঁছে তার্শীশগামী একটি জাহাজ পেলেন। প্রভু পরমেশ্বরের হাত এড়িয়ে তার্শীশে পালাবার জন্য জাহাজের ভাড়া চুকিয়ে যাত্রীদের সাথে জাহাজে গিয়ে উঠলেন।


লিদ্দার কাছেই যোপ্পা নগর অবস্থিত। পিতর লিদ্দায় আছেন জেনে শিষ্যেরা দুজন লোককে তাঁর কাছে পাঠিয়ে দিলেন জরুরীভাবেই এই অনুরোধ জানিয়ে: দয়া করে তাড়াতাড়ি আমাদের কাছে আসুন।


সমগ্র যোপ্পাতে এই সংবাদ ছড়িয়ে পড়ল এবং অনেকে প্রভুতে বিস্বাস স্থাপন করল।


তুমি যোপ্পাতে লোক পাঠিয়ে শিমোন ওরফে পিতরকে ডাকিয়ে আন।


তিনি এদের সমস্ত ঘটনার কথা বললেন এবং পাঠিয়ে দিলেন যোপ্পাতে।


তিনি কিভাবে তাঁর ঘরের মধ্যে এক স্বর্গদূতের দর্শন পেয়েছিলেন, সে কথা আমাদের বললেন। সেই স্বর্গদূত তাঁকে বলেছিলেন, ‘শিমোন ওরফে পিতরকে আনবার জন্য যোপ্রপাতে লোক পাঠাও।


তাদের কাছে আমার প্রচার আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের উপরে অধিষ্টিত হলেন, ঠিক সেই প্রথমদিনে যেমনটি হয়েছিল তেমনিভাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন