Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 9:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 কিন্তু শৌলের প্রচার ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে লাগল এবং যীশুই যে খ্রীষ্ট, সে কথা অকাট্য যুক্তি সহযোগে প্রমাণ করে তিনি দামাস্কাসবাসী ইহুদীদের নিরুত্তর করে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 কিন্তু শৌল উত্তরোত্তর শক্তিমান হয়ে উঠলেন এবং ঈসা-ই যে মসীহ্‌ তা প্রমাণ করে দামেস্ক-নিবাসী ইহুদীদেরকে নিরুত্তর করতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 কিন্তু শৌল শক্তিতে উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলেন এবং যীশুই যে মশীহ, দামাস্কাসবাসী ইহুদিদের কাছে তা প্রমাণ করে তাদের হতবুদ্ধি করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 কিন্তু শৌল উত্তর উত্তর শক্তিমান্‌ হইয়া উঠিলেন, এবং দম্মেশক-নিবাসী যিহূদীদিগকে নিরুত্তর করিতে লাগিলেন, প্রমাণ দিতে লাগিলেন যে, ইনিই সেই খ্রীষ্ট।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 কিন্তু শৌল ক্রমাগত শক্তিশালী হয়ে উঠলেন, আর দম্মেশকে যে সব ইহুদী বাস করত, শৌল তর্কে তাদের নীরব করে দিলেন, তিনি প্রমাণ দিতে থাকলেন যে যীশুই খ্রীষ্ট।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 কিন্তু শৌল দিন দিন শক্তি পেলেন এবং দম্মেশকে বসবাসকারী ইহুদীদের উত্তর দেবার পথ দিলেন না এবং প্রমাণ দিতে লাগলেন যে ইনিই সেই খ্রীষ্ট।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 9:22
21 ক্রস রেফারেন্স  

ম্যাসিডন থেকে সীল ও তিমথি আসার পর পৌল সুসমাচার প্রচারের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করলেন এবং ইহুদীদের কাছে প্রমাণ দেখিয়ে বলতে লাগলেন যে যীশুই খ্রীষ্ট।


আমি তোমাদের মুখে কথা জোগাব ও জ্ঞানদান করব, যা তোমাদের বিপক্ষ দল প্রতিরোধ বা খণ্ডন করতে পারবে না।


সজীব করেন তিনি শ্রান্তজনকে দুর্বলকে করেন শক্তিদান।


কিন্তু ঈশ্বরের জ্ঞানবানদের লজ্জা দেওয়ার জন্য মূর্খদের এবং শক্তিমানদের অপদস্থ করার জন্য দুর্বলদেরই মনোনীত করেছেন।


পৌলের সঙ্গে একটা দিন স্থির করে তাঁরা অনেকে মিলে পৌলের বাড়ীতে গেলেন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পৌল তাঁদের কাছে সব ব্যাখ্যা করে বললেন এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করলেন। মোশির বিধানশাস্ত্র এবং নবীদের গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে যীশুর সম্বন্ধে তাঁদের মনে দৃঢ় প্রত্যয় জন্মাতে চেষ্টা করলেন।


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


ব্যাখ্যা ও প্রমাণ দিয়ে তাদের বুঝাতে লাগলেন যে খ্রীষ্টের এই নিপীড়ণ বরা করার এবং মৃত্যুলোক থেকে তাঁর পুনরুত্থানের প্রয়োজন ছিল। তিনি তাদের বললেন, এই যীশু, যাঁর কথা তোমাদের কাছে আমি প্রচার করছি, তিনিই খ্রীষ্ট।


উত্তরোত্তর তাদের হয় বলবৃদ্ধি, সিয়োনে তারা পায় পরমেশ্বরের দর্শন।


যারা নিজেদের ধার্মিক বলে মনে করে, দিন দিন তাদের এই ধারণাই দৃঢ় হয় যে, তারাই ঠিক।


কিন্তু তার ধনুক রইল অটুট বাহুতে হল শক্তির সঞ্চার, যাকোবের আরাধ্য বীরেশ্বর ইসরায়েলের যিনি পালক ও আশ্রয়গিরি, তাঁরই পরাক্রমে


তাহলে আমি অধর্মাচারীদের দেখাতে পারব তোমার পথ পাপীরা তখন আসবে ফিরে তোমার কাছে।


এবং অনতিবিলম্বে তাঁকে প্রকাশ্যে বিভিন্ন সমাজভবনে যীশুর নাম প্রচার করতে দেখা গেল। তিনি প্রচার করতে লাগলেন, ইনি ঈশ্বরের পুত্র।


তাঁর কথা শুনে সকলেই স্তম্ভিত হয়ে গেল, বলল, এই না সেই ব্যক্তি, জেরুশালেমে যারা যীশুর নামে উপাসনা করত, তাদের উপরে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিল? আর এখানেও তো সে এসেছে যীশুর উপাসকদের পুরোহিত নেতৃবর্গের কাছে গ্রেপ্তার করে নিয়ে যেতে।


এভাবে বেশ অনেকদিন কেটে যাওয়ার পর ইহুদীরা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করল।


কিন্তু বারনাবাস তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে প্রেরিত শিষ্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং কিভাবে পথের মাঝখানে শৌল প্রভুর দর্শন পেয়েছিলেন ও প্রভু তাঁর সঙ্গে কথা বলেছিলেন, কিভাবে শৌল অসমসাহসে দামাস্কাসে যীশুর নামে প্রচার করেছিলেন —সমস্ত কথা তাঁদের কাছে বললেন।


তিন বছর পরে পিতরের সঙ্গে আলোচনা করার জন্য আমি জেরুশালেমে গেলাম, পনেরো দিন তাঁর ওখানে রইলাম,


প্রভু যীশুকে ধন্যবাদ, কারণ এই কাজ করার শক্তি তিনি আমাকে দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে তাঁর কাজ করার জন্য নিয়োগ করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন