Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 9:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তাঁর কথা শুনে সকলেই স্তম্ভিত হয়ে গেল, বলল, এই না সেই ব্যক্তি, জেরুশালেমে যারা যীশুর নামে উপাসনা করত, তাদের উপরে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিল? আর এখানেও তো সে এসেছে যীশুর উপাসকদের পুরোহিত নেতৃবর্গের কাছে গ্রেপ্তার করে নিয়ে যেতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর যারা তাঁর কথা শুনতে পেল, তারা সকলে চমৎকৃত হয়ে বলতে লাগল, জেরুশালেমে যারা এই নামে ডাকে তাদেরকে যে ব্যক্তি উৎপাটন করতো, এ কি সেই ব্যক্তি নয়? এখানে যারা সেই পথে চলে তাদেরকে বন্দী করে প্রধান ইমামদের কাছে নিয়ে যাবার জন্যই কি সে এখানে আসে নি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 যারা তাঁর কথা শুনল, তারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, “এ কি সেই ব্যক্তি নয় যে জেরুশালেমে তাদের সর্বনাশ করেছিল যারা যীশুর নামে ডাকে, এবং তাদের বন্দি করে প্রধান যাজকদের কাছে নিয়ে যাওয়ার জন্যই কি সে এখানে আসেনি?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর যাহারা তাঁহার কথা শুনিল, তাহারা সকলে চমৎকৃত হইল, বলিতে লাগিল, এ কি সেই ব্যক্তি নয়, যে, এই নামে যাহারা ডাকে, তাহাদিগকে যিরূশালেমে উৎপাটন করিত, এবং এখানে এই জন্যই আসিয়াছিল, যেন তাহাদিগকে বন্ধন করিয়া প্রধান যাজকদের নিকটে লইয়া যায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 তার কথা শুনে সকলে আশ্চর্য হয়ে গেল। তারা বলল, “একি, সেই লোক নয় যে জেরুশালেমে যাঁরা যীশুর নামে বিশ্বাস করত তাদের ধ্বংস করত? আর এখানে সে যীশুর অনুগামীদের গ্রেপ্তার করে প্রধান যাজকের কাছে নিয়ে যাবার জন্য কি আসে নি?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 আর যারা তাঁর কথা শুনল, তারা সবাই আশ্চর্য্য হলো, বলতে লাগল, একি সেই লোকটি নয়, যে, যারা যিরুশালেমে যীশুর নামে ডাকত তাদের উচ্ছেদ করে দিতো? এবং সে এখানে এসেছেন যেন তাদের বেঁধে প্রধান যাজকদের কাছে নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 9:21
20 ক্রস রেফারেন্স  

শৌল মণ্ডলীর উপর পীড়ন চালিয়ে যেতে লাগলেন। ঘরে ঘরে হানা দিয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে টেনে নিয়ে গিয়ে তিনি কারাকারে বন্দী করতে লাগলেন।


এ ঘটনা ঘটবে শেষের সেই দিনে, যে দিন তাঁর ভক্তদের মাঝে গৌরবান্বিত হওয়ার জন্য আবির্ভূত হবেন তিনি। বিশ্বাসীরা সকলেই তখন চমৎকৃত হবে, কারণ তোমাদের কাছে আমাদের প্রচারিত সুসমাচার তারা বিশ্বাস করেছে।


দেখ, পিতা আমাদের কত বালবাসেন। তিনি আমাদের তাঁর সন্তান নামে আখ্যা দিয়েছেন এবং প্রকৃতপক্ষে আমরা তাঁরই সন্তান। জগৎসংসার তাঁর পরিচয় পায়নি বলেই আমাদের বুঝতে পারে না।


পিতর ও যোহনেরর মত অশিক্ষিত ও নিতান্ত সাধারণ মানুষের এরকম দুঃসাহস দেখে তাঁরা অবাক হয়ে গেলেন। পরে তাঁরা জানতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গী ছিলেন।


তাকে দেখে সবাই চিনল যে, সে-ই ‘সুন্দর তোরণের’ পাসে বসে তাকা খঞ্জ ভিক্ষুক। এই ঘটনায় সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেল।


সকেলই বিস্মিত ও বিভ্রান্ত হয়ে পরস্পর বলতে লাগল, কি এর অর্থ?


শিষ্যদের মিলিত কণ্ঠের ধ্বনি শুনে সেখানে জনতার বিরাট এক সমাবেশ হল এবং সকলেই তাঁদের নিজের নিজের ভাষায় কথা বলতে সুনে হতবুদ্ধি হয়ে পড়ল।


প্রধান পুরোহিত যিহোশূয়, শোন, আমি তোমাকে এবং তোমার সহকর্মীদের বলছি: (কারণ তারা সুলক্ষণযুক্ত), দেখ, আমি আমার দাস ‘পল্লবকে’ আনব।


প্রভু পরমেশ্বরের দেওয়া সন্তানদের নিয়ে আমি এখানে উপস্থিত। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, সিয়োন পর্বতের উপরে যাঁর সিংহাসন, তিনিই জীবন্ত বার্তারূপে আমাদের ইসরায়েল জাতির কাছে পাঠিয়েছেন।


বহুজনের কাছে আমি আজ এক নির্দশনস্বরূপ, কারণ তুমি হয়েছ আমার সুদৃঢ় আশ্রয়।


যাকোবের বিপক্ষে কার্যকারী নয় কোন তন্ত্রমন্ত্র, ইসরায়েলের প্রতিকূলে নিষ্ফল সকল মায়াবীমন্ত্র। এখন থেকে যাকোব ও ইসরায়েল সম্পর্কে উল্লেখ করে লোকে বলবে, ঈশ্বরের কি অপূর্ব কীর্তি।


তাহলে আমি অধর্মাচারীদের দেখাতে পারব তোমার পথ পাপীরা তখন আসবে ফিরে তোমার কাছে।


স্তিফানকে তারা যখন পাথর মারছিল তখন তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ কর।


কিন্তু শৌলের প্রচার ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে লাগল এবং যীশুই যে খ্রীষ্ট, সে কথা অকাট্য যুক্তি সহযোগে প্রমাণ করে তিনি দামাস্কাসবাসী ইহুদীদের নিরুত্তর করে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন