Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 8:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কয়েকজন ভক্ত স্তিফানকে সমাধি দিলেন এবং তাঁর জন্য গভীর শোক প্রকাশ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর কয়েক জন ভক্ত লোক স্তিফানকে দাফন করলেন ও তাঁর জন্য অনেক মাতম করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 কয়েকজন ঈশ্বরভক্ত স্তিফানের কবর দিলেন এবং তাঁর জন্য গভীর শোকপ্রকাশ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর কয়েক জন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন, ও তাঁহার নিমিত্ত মহাবিলাপ করিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কয়েক জন ভক্ত লোক স্তিফানকে কবর দিলেন ও তাঁর জন্য গভীর শোক প্রকাশ করলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 8:2
19 ক্রস রেফারেন্স  

তিনি ও তাঁর পরিবারের সকলে সসম্ভ্রমে ঈশ্বরের উপাসনা করতেন। গরীব লোকদের তিনি উদার হস্তে দান করতেন এবং নিয়মিত ভাবে প্রার্থনায় যোগদান করতেন।


সেই সময় পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে আগত ধর্মপ্রাণ ইহুদীরা জেরুশালেমে অবস্থান করছিলেন।


জেরুশালেমে সেই সময় এক ঈশ্বরভক্ত ও ধার্মিক ব্যক্তি ছিলেন, তাঁর নাম শিমিয়োন। পবিত্র আত্মা তাঁর উপরে অধিষ্ঠিত ছিলেন। ইসরায়েলের মুক্তির অপেক্ষায় দিন গুনতেন তিনি।


তাই যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের বিষয়ে প্রভু পরমেশ্বর বলেন, কেউ তার মৃত্যুতে করবে না শোক, অথবা বলবে না ‘হায় আমার বন্ধু, হায় আমার ভ্রাতা’! কেউ কাঁদবে না তার জন্য, ফেলবে না চোখের জল,বলবে না, ‘হায় আমার প্রভু, কোথায় তোমার মহিমা?’


হে যিহুদীয়ার প্রজাবৃন্দ, কেঁদো না রাজা যোশিয়ের জন্য তার মৃত্যুতে করো না শোক। কিন্তু কাঁদো, তীব্রভাবে কাঁদো তার পুত্র যিহোয়াহসের জন্য। তারা তাকে নিয়ে চলে যাচ্ছে চিরদিনের মত। তার জন্মভূমির মুখ সে আর দেখতে পাবে না কোনদিন।


নবী যিরমিয় তাঁর জন্য একটি বিলাপগাথা রচনা করেছিলেন। এরপর থেকে যখনই ইসরায়েলীদের কেউ রাজা যোশিয়ের জন্য শোক পালন করত, সেই সময় নর-নারী নির্বিশেষে সকলকে এই বিলাপগাথা গাইতে হত এবং এটি ইসরায়েলী গায়কদের অবশ্যই পালনীয় প্রথা হয়ে উঠল। বিলাপ গাথা সঙ্কলনে এই গানটি পাওয়া যায়।


মৃত্যুর পর হিষ্কিয়র শবদেহ রাজকীয় সমাধিগুহার উপরের দিকে সমাহিত করা হল। সমগ্র যিহুদীয়া ও জেরুশালেমবাসী তাঁর মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানাল। তাঁর পুত্র মনঃশি তাঁর পরে রাজা হলেন।


তারপর দাউদ যোয়াব ও তাঁর সঙ্গীসাথীদের বললেন, তোমরা নিজেদের পরণের কাপড় ছিঁড়ে ফেল, চট পর এবং অবনেরের জন্য শোক কর। রাজা দাউদ স্বয়ং শবযাত্রায় যোগ দিয়ে শবাধারের পিছনে পিছনে চললেন।


শমুয়েল তখন গত হয়েছেন। সমগ্র ইসরায়েল জাতি তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় সমাধিস্থ করেছিল। শৌল সেই সময়ে ভূতের ওঝা ও তন্ত্রসাধকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন।


ইসরায়েলীরা মোশির জন্য মোয়ার উপত্যকায় ত্রিশ দিন শোক পালন করল।


হারোণের মৃত্যুর পর সমগ্র ইসরায়েলী জনতা তাঁর জন্য ত্রিশ দিন শোক পালন করল।


পরে কনান দেশের কিরিয়াত-অরাবায় অর্থাৎ হিব্রোণে তিনি মারা যান। অব্রাহাম সারার শিবিরে গিয়ে তার জন্য শোক প্রকাশ ও অশ্রুপাত করলেন।


যাঁরা তাঁর এই হত্যা অনুমোদন করেছিলেন, শৌল তাঁদের মধ্যে একজন। এই সময় থেকে জেরুশালেমের মণ্ডলীর উপর নিদারুণ নির্যাতন শুরু হয়ে গেল। প্রেরিত শিষ্যেরা বাদে আর সকলে যিহুদীয়া ও শমরীয়া দেশে ছড়িয়ে পড়ল।


শৌল মণ্ডলীর উপর পীড়ন চালিয়ে যেতে লাগলেন। ঘরে ঘরে হানা দিয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে টেনে নিয়ে গিয়ে তিনি কারাকারে বন্দী করতে লাগলেন।


অনেক রথ ও অশ্বরোহীসহ বিরাট এক জনতা তাঁর সঙ্গী হল।


যোহনের শিষ্যেরা এই খবর পেয়ে এসে তাঁর দেহটি নিয়ে গিয়ে কবর দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন