Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 7:60 - পবিএ বাইবেল CL Bible (BSI)

60 তারপর হাঁটু পেতে চীৎকার করে নিবেদন করলেন, প্রভু, এদের এইপাপ তুমি গণ্য করো না। এই কথা বলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

60 পরে তিনি হাঁটু পেতে উচ্চৈঃস্বরে বললেন, প্রভু, এদের বিপক্ষে এই গুনাহ্‌ ধরো না। এই কথা বলে তিনি ইন্তেকাল করলেন। আর শৌল তাঁর হত্যার অনুমোদন করছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

60 তারপর তিনি নতজানু হয়ে চিৎকার করে বললেন, “প্রভু, এদের বিরুদ্ধে তুমি এই পাপ গণ্য করো না।” একথা বলার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

60 পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চৈঃস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন। আর শৌল তাঁহার হত্যার অনুমোদন করিতে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

60 এরপর তিনি হাঁটু গেড়ে বসে চিৎকার করে বললেন, “প্রভু, এদের বিরুদ্ধে এই পাপ গন্য করো না!” এই বলে তিনি মৃত্যুতে ঢলে পড়লেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

60 পরে তিনি হাঁটু পেতে জোরে জোরে বললেন, প্রভু, এদের বিরুদ্ধে এই পাপ ধর না। এই বলে তিনি মারা গেলেন। আর শৌল তার হত্যার আদেশ দিচ্ছিলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 7:60
23 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি তোমাদের বলছি, শত্রুদেরও ভালবাসো, আর যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো।


তখন যীশু বললেন, পিতা ক্ষমা কর এদের, কারণ এরা কি করছে, তা জানে না। তারা তাঁর পোষাক ভাগ করে নেওয়ার জন্য পাশার দান ফেলল।


প্রকৃত সত্য এই যে, খ্রীষ্ট মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন। তাই একথা সুনিশ্চিত যে যারা নিদ্রাগত হবে, তারাও পুনরুত্থিত হবে।


এই সব কথা বলে পৌল সকলের সঙ্গে নতজানু হয়ে প্রার্থনা নিবেদন করলেন।


পিতর তাদের সকলকে বাইরে পাঠিয়ে দিয়ে নতজানু হয়ে প্রার্থনা করলেন। তারপর মতার দিকে ফিরে বললেন, টাবিথা ওঠ। সঙ্গে সঙ্গে টাবিথা চোখ খুললেন এবং পিতরকে দেখেই উঠে বসলেন।


যারা তোমাদের অভিশাপ দেয়, আশীর্বাদ কর তাদের। যারা তোমাদের অপমান করে, তাদের জন্য প্রার্থনা কর।


এবং খ্রীষ্টাশ্রিত যারা লোকান্তরিত হয়েছে তারাও বিনাশপ্রাপ্ত হয়েছে।


কিন্তু আমাদের জাহাজ ছাড়ার সময় হয়ে যাওয়ায় আবার আমরা যাত্রা শুরু করলাম। তাঁরা সকলে স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে আমাদের সঙ্গে শহরের শেষ পর্যন্ত এলেন এবং সেখানকার সমুদ্রতীরে নতজানু হয়ে আমরা প্রার্থনা করে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম।


দাউদ নিজের জীবনকালে ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়েছিল। তিনি তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হয়েছিলেন। অবক্ষয়ের হাত তিনি এড়াতে পারেননি।


তারপর সেখান থেকে কিছু দূরে গিয়ে নতজানু হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেনঃ


তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তাই সেই সময়ে জীবিত থাকি বা মৃত হই, আমরা তাঁর আশ্রয়ে জীবনলাভ করব।


তার পরে তিনি একসঙ্গে পাঁচশোরও বেশি বিশ্বাসী ভাইদের কাছে আবির্ভূত হয়েছেন। তাদের অধিকাংশ লোক এখনও বর্তমান, তবে কয়েক জনের মৃত্যু হয়েছে।


সমাধিগুলি খুলে গেল, বহু মৃত পুণ্যাত্মার দেহ পুনরুজ্জীবিত হয়ে উঠল,


হুকুমনামা স্বাক্ষরিত হওয়ার কথা দানিয়েলের কানে গেল। তিনি বাড়ি ফিরে গেলেন। কক্ষের যেদিকে জেরুশালেম—বাড়ির উপরতলায় একটি ঘরের সেই দিকে ছিল কয়েকটি জানলা। তাঁর চিরাচরিত রীতি অনুসারে তিনি সেই খোলা জানলার সামনে নতজানু হয়ে দিনে তিনবার নিয়মিত প্রার্থনা করে যেতে লাগলেন।


এই কারণেই তোমাদের মধ্যে অনেকে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছ এবং অনেকের মৃত্যুও হয়েছে।


সান্ধ্যকালীন বলিদানের সময় হলে যেখানে আমি গভীর দুঃখে মগ্ন হয়ে বসেছিলাম সেখান থেকে উঠলাম। তখনও পরণে ছিল ছেঁড়া কাপড়। আমি নতজানু হয়ে আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে অঞ্জলি বিস্তার করে প্রার্থনা নিবেদন করলাম।


আমি একটি নিগূঢ়তত্ত্ব তোমাদের জানাচ্ছি, আমাদের সকলেরই মৃত্যু হবে না কিন্তু সকলেই হব রূপান্তরিত।


যারা মারা গেছে তাদের অনেকে বেঁচে উঠবে। কেউ অনন্তজীবন লাভ করবে আবার কেউ চির অধঃপতনে যাবে।


এ কথার পর তিনি বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে তাকে জাগাব।


প্রথমবার যখন আমার বিচার হয় তখন কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। সকলেই আমায় পরিত্যাগ করেছিল। ঈশ্বর যেন তাদের অপরাধ না নেন।


তারা বলবে, ‘তাঁর আগমনের প্রতিশ্রুতির কি হল?’ আমাদের পিতৃপুরুষেরা তো গত হয়েছেন, কিন্তু সৃষ্টির আদি থেকে যেমন ছিল এখনও সব কিছুই তেমনি চলছে।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন