Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 7:55 - পবিএ বাইবেল CL Bible (BSI)

55 স্তিফান পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে একদৃষ্টে চেয়ে রইলেন স্বর্গের দিকে। দেখলেন সেখানে ঈশ্বরের মহিমা। ঈশ্বরের দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন যীশু।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

55 কিন্তু তিনি পাক-রূহে পরিপূর্ণ হয়ে বেহেশতের প্রতি এক দৃষ্টে চেয়ে দেখলেন যে, আল্লাহ্‌র মহিমা রয়েছে এবং ঈসা আল্লাহ্‌র ডান পাশে দাঁড়িয়ে আছেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

55 কিন্তু স্তিফান, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের প্রতি একদৃষ্টে চেয়ে রইলেন। তিনি ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। আরও দেখলেন যে যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

55 কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি একদৃষ্টে চাহিয়া দেখিলেন যে, ঈশ্বরের প্রতাপ রহিয়াছে, এবং যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

55 স্তিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকালেন আর দেখলেন ঈশ্বরের মহিমা, দেখলেন যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

55 কিন্তু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে এক নজরে চেয়ে ঈশ্বরের মহিমা দেখলেন এবং যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন,

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 7:55
27 ক্রস রেফারেন্স  

শিষ্যদের সঙ্গে যীশুর কথা বলা হয়ে গেলে যীশুকে স্বর্গে নেওয়া হল, তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে উপবিষ্ট হলেন।


তিনিই ঈশ্বরের মহিমার কিরণ। ঈশ্বরের স্বরূপও তাঁর মাঝে অবিকলভাবে মুদ্রিত। সমগ্র সৃষ্টি তিনি ধারণ করে আছেন তাঁর তেজোময় বাক্যের মহাপরাক্রমে। পাপস্খালনের ব্যবস্থা করার পর তিনি দ্যুলোকে মহামহিম ঈশ্বরের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


পবিত্র আত্মার প্রজ্ঞার আলোকে স্তিফান যে কথাগুলি বলেছিলেন তারা সেগুলি খণ্ডন করতে পারল না।


স্তিফান ঈশ্বরের করুণা ও মহাশক্তিতে পূর্ণ হয়ে জনসমক্ষে অনেক অলৌকিক ও আশ্চর্য কাজ করতে লাগলেন।


প্রেরিত শিষ্যদের এই প্রস্তাব সকলের মনঃপূত হল। তাঁরা তখন বিশ্বাস ও পবিত্র আত্মায় পূর্ণ স্তিফান নামে এক ব্যক্তিকে এবং ফিলিপ, প্রকোরাস, নিকানর, তিমোন, পার্মিনাস এবং এণ্টিয়ক নিবাসী নিকোলাসকে মনোনীত করলেন। নিকোলাস ছিলেন ইহুদী ধর্মে ধর্মান্তরিত অইহুদী ব্যক্তি।


আমরা যা বলছি তার সারমর্ম হচ্ছে এই: আমাদের এমন একজন প্রধান পুরোহিত আছেন যিনি স্বর্গে মহামহিম ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


তাঁরা সকলে পবিত্র আত্মায় আবিষ্ট হলেন এবং পবিত্র আত্মার দেওয়া বাক্‌শক্তি অনুসারে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।


যিশাইয় তাঁর মহিমাদর্শন করেছিলেন বলেই তাঁর সম্বন্ধে এ কথা বলে গেছেন।


তিনি দীনহীনের পক্ষে দাঁড়ান, মৃত্যুদণ্ডের হাত থেকে তিনিই তাকে করেন উদ্ধার।


সুতরাং ভাইসব, তোমাদের মধ্যে থেকে সুখ্যাতি সম্পন্ন, প্রজ্ঞা ও আত্মায় পূর্ণ সাতজনকে মনোনীত কর। আমরা তাদের হাতে এই কাজের ভার অর্পণ করব,


ইসরায়েলকুলের কাছে তাদের পাপের কথা ঘোষণা করার জন্য আমি লাভ করেছি প্রভু পরমেশ্বরের আত্মার শক্তি, পেয়েছি ন্যায়-অন্যায় বোধ এবং সত্যপ্রকাশের নির্ভীকতা।


তাঁর সেই আলোকবিভা নগরী পরিত্যাগ করে পূর্বদিকে পর্বতে চলে গেল।


তখন প্রাণীদের উপর দিয়ে ঈশ্বরের আলোকোজ্জ্বল মহিমা বেরিয়ে এসে মন্দিরের প্রবেশ দ্বারের দিকে প্রস্থান করল। মন্দির তখন ভরে গেল মেঘে, আলোয় উদ্ভাসিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ।


ঈশ্বরের গৌরবে সে প্রদীপ্ত। তার জ্যোতি দুষ্প্রাপ্য সূর্যকান্ত মণির মত, স্ফটিকের মত স্বচ্ছ।


তিনি যখন পিতা ঈশ্বর কর্তৃক সম্মানিত ও গৌরবান্বিত হয়েছিলেন তখন মহাপ্রতাপ ও মহিমাদৃপ্ত কণ্ঠে এই দৈববাণী উচ্চারিত হয়েছিল, ‘উনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতিভাজন’।


পিতর তখন পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে উত্তর দিলেন, হে জননায়ক ও প্রবীণবৃন্দ।


তোমাদের জন্য স্থান নির্দিষ্ট করতে আমি যখন যাচ্ছি তখন আমার কাছে তোমাদের নিয়ে যেতে নিশ্চয়ই আবার ফিরে আসব যাতে আমি যেখানে থাকব সেখানে তোমরাও থাকতে পার।


প্রভু পরমেশ্বরের উদ্ভাসিত মহিমা মন্দিরের প্রবেশদ্বার থেকে চলে গেল ঐ প্রাণীদের উপরে।


আমি প্রান্তরে গেলাম। সেখানে দেখলাম পরমেশ্বরের অলৌকিক মহিমা। এ মহিমা আমি আগেও একবার দেখেছি কিবার নদীতীরে।


তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। যীশু আকাশের দিকে চেয়ে নিবেদন করলেন, পিতা, তুমি আমার আবেদন গ্রাহ্য করেছ, তাই তোমায় কৃতজ্ঞতা জানাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন