Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 7:47 - পবিএ বাইবেল CL Bible (BSI)

47 কিন্তু ঈশ্বরের জন্য এই মন্দির নির্মাণ করলেন শলোমন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

47 কিন্তু সোলায়মান তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

47 কিন্তু প্রকৃতপক্ষে শলোমন তাঁর জন্য সেই আবাসগৃহ নির্মাণ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

47 কিন্তু শলোমন তাঁহার জন্য এক গৃহ নির্ম্মাণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

47 কিন্তু দায়ূদের ছেলে শলোমন তাঁর জন্য মন্দির নির্মাণ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

47 কিন্তু শলোমন তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 7:47
10 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের তাঁর সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। আমি আমার পিতার উত্তরাধিকারীরূপে ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছি এবং ইসরায়েলের ঈশ্বর প্রভুর আরাধনার জন্য মন্দির নির্মাণ করেছি।


সে-ই আমার উদ্দেশে একটি মন্দির নির্মাণ করবে এবং আমি তার রাজসিংহাসন চিরস্থায়ী করব।


শলোমনের পিতা রাজা দাউদ আগেই মন্দিরে জন্য স্থান নির্বাচন করে রেখেছিলেন।স্থানটি ছিল মোরিয় পর্বতের উপরে অবস্থিত জেরুশালম। এখানেই প্রভু পরমেশ্বর দাউদের সামনে আবির্ভূত হয়েছিলেন এবং এখানেই যিবুষী অরৌণার খামার ছিল। শলোমন তাঁর রাতজ্বকালের


রাজা দাউদ যখন স্থায়ীভাবে প্রাসাদেই বাস করতে শুরু করলেন, তখন একদিন দাউদ নবী নাথনকে ডেকে বললেন, আমি এখানে সীডার কাঠের তৈরী প্রাসাদে বাস করছি আর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক কি না রাখা হয়েছে তাম্বুর মধ্যে।


টায়ারের রাজা হীরাম ছিলেন দাউদের চিরদিনের বন্ধু। তিনি যখন শুনলেন শলোমন তাঁর পিতার সিংহাসনে অভিষিক্ত হয়েছেন তখন তিনি তাঁর কাছে রাজদূত পাঠালেন।


ইসরায়েলীরা মিশর দেশ ছেড়ে চলে আসার চারশো আশি বছর পরে এবং ইসরায়েলীদের উপর শলোমনের রাজত্বের চতুর্থ বছরে সিব মাসে অর্থাৎ বছরের দ্বিতীয় মাসে শলোমন প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজ শুরু করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন