Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 7:39 - পবিএ বাইবেল CL Bible (BSI)

39 আমাদের পিতৃপুরুষেরা কিন্তু তাঁর নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করে তাঁকে অগ্রাহ্য করেছিল। তারা মিশরে ফিরে যেতে চাইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 আমাদের পূর্বপুরুষেরা তাঁর বাধ্য হতে চাইলেন না, বরং তাঁকে অগ্রাহ্য করলেন। আর তারা মনে মনে পুনরায় মিসরের দিকে ফিরে হারুনকে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 “কিন্তু আমাদের পিতৃপুরুষেরা মোশির আদেশ পালন করতে চাইলেন না। পরিবর্তে, তাঁরা তাঁকে অগ্রাহ্য করলেন ও মনে মনে মিশরের প্রতি ফিরে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 আমাদের পিতৃপুরুষেরা তাঁহার আজ্ঞাবহ হইতে চাহিলেন না, বরং তাঁহাকে ঠেলিয়া ফেলিলেন, আর মনে মনে পুনরায় মিসরের দিকে ফিরিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 “কিন্তু আমাদের পিতৃপুরুষরা তাঁর কথা পালন করতে চান নি, তার পরিবর্তে তাঁরা তাঁকে অগ্রাহ্য করে মিশরে ফিরে যেতে চেয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 আমাদের পূর্বপুরুষেরা তাঁর কথা মানতে চাইল না, বরং তাঁকে ঠেলে ফেলে দিলেন, আর মনে মনে আবার মিশরের দিকে ফিরলেন,

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 7:39
15 ক্রস রেফারেন্স  

মিশরে আমরা বিনামূল্যে মাছ খেতে পেতাম। শসা, তরমুজ, কন্দ, পেঁয়াজ ও রসুন পেতাম। সে সব কথা এখন মনে পড়ছে।


তারা তাঁদের বলল, মিশরে থাকতেই প্রভু পরমেশ্বর যদি আমাদের মেরে ফেলতেন তাহলেই ভাল হত। সেখানে আমরা হাঁড়িভর্তি মাংস এবং ইচ্ছামত রুটি খেতে পেতাম। কিন্তু তোমরা আমাদের সকলকে অনাহারে মারার জন্য এই প্রান্তরে নিয়ে এসেছ।


এই কথা বলে শলোমন অবিয়াথারকে প্রভু পরমেশ্বরের পুরোহিতের পদ থেকে অপসারিত করলেন। শীলোতে প্রভু পরমেশ্বর এলি ও তাঁর বংশধরদের সম্মুখে যে কথা বলেছিলেন, এইভাবে তা সফল হল।


গিলিয়দের স্ত্রীর গর্ভেও কয়েকটি পুত্র জন্মেছিল। গিলিয়দের স্ত্রীর গর্ভজাত পুত্রেরা বড় হয়ে যিপ্তাহ্‌কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা তাঁকে বলেছিল, আমাদের পৈতৃক সম্পত্তিতে তোমার কোন অধিকার নেই কারণ তুমি পরিচয়হীনা নারীর সন্তান।


তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।


তৃষ্ণার্ত জনতা তবুও মোশির বিরুদ্ধে ক্ষোভ জানাতে লাগল। তারা বলতে লাগল,আমাদের ছেলেমেয়ে ও পশুপালসমেত পিপাসায় মেরে ফেলার জন্যই তুমি মিশর থেকে আমাদের নিয়ে এসেছ।


যে লোকটি তার প্রতিবেশীর উপর আগে অন্যায় করেছিল, সে এসে ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দিল। বলল, কে তোমাকে আমাদের বিচারক ও শাসনকর্তা নিযুক্ত করেছে?


মরুপ্রান্তরে তারা ঈর্ষান্বিত হয়েছিল মোশির বিরুদ্ধে, প্রভুর পুরোহিত হারোণের বিরুদ্ধে।


ভাবোচ্ছ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা নবীদের থাকে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন