Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 6:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ঈশ্বরের বাণী ক্রমশঃ ছড়িয়ে পড়তে লাগল। জেরুশালেমে শিষ্যদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল বহুগুণ এবং পুরোহিতদের বিরাট একটি দল খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর আল্লাহ্‌র কালাম ছড়িয়ে পড়তে লাগল এবং জেরুশালেমে উম্মতের সংখ্যা অতিশয় বৃদ্ধি পেতে লাগল; আর ইমামদের মধ্যে অনেক লোক ঈমানের বশবর্তী হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ল। জেরুশালেমে শিষ্যদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেল এবং বহুসংখ্যক যাজক বিশ্বাসের প্রতি বাধ্য হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং যিরূশালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্ত্তী হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ঈশ্বরের বাক্যের বহুল প্রচার হল, ফলে জেরুশালেমে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল, এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল য়াাখ্রীষ্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর ঈশ্বরের বাক্য ছড়িয়ে গেল এবং যিরুশালেমে শিষ্যদের সংখ্যা বাড়তে লাগল; আর যাজকদের মধ্যে অনেক লোক বিশ্বাস করল।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 6:7
25 ক্রস রেফারেন্স  

এইভাবে প্রভুর বাণীর পরাক্রম প্রকাশিত হল এবং তা আরও ব্যাপক ও সক্রিয়ভাবে প্রসার লাভ করতে লাগল।


কিন্তু ঈশ্বরের বাণী উত্তরোত্তর প্রসারলাভ করতে লাগল।


তোমাদের কাছে প্রচারিত হয়েছিল। যেদিন তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাঁর স্বরূপ ও অন্তর্নিহিত সত্য উপলব্ধি করেছিলে, তখন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে তেমনই সারা জগতে ফলপ্রসূ হচ্ছে এবং বৃদ্ধিলাভ করে চলেছে।


এ বিষয়ে পূর্ণ সিদ্ধি লাভ করে তিনি তাঁর সকল অনুগতজনের অনন্ত পরিত্রাণের মূলাধার হয়েছেন।


তাঁর দ্বারা আমরা ঐশী অনুগ্রহ পেয়েছি, তাঁর নামে প্রেরিত হয়েছি সর্বমানবেরর কাছে যেন তারার সকলেই বিশ্বাস করে তাঁর অনুগামী হয়।


সেই সমস্ত জায়গার নবদীক্ষিত খ্রীষ্টবিশ্বাসীদের মনে তাঁরা সাহস সঞ্চার করলেন এবং একনিষ্ঠভাবে তাদের বিশ্বাসে অটল থাকতে উৎসাহ দিলেন। তাদের বললেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের বহু দুঃখ, যন্ত্রণা, নির্যাতন পার হয়ে যেতে হবে।


উত্তরাধিকারের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য ঈশ্বর যখন অব্রাহামকে আহ্বান করলেন তখন অব্রাহাম বিশ্বাসে ঈশ্বরের আদেশ পালন করলেন। কোথায় যাচ্ছেন না তা না জেনেও তিনি বেরিয়ে পড়লেন।


সুসমাচারের এই কথা প্রচারের জন্যই আজ আমার এই দুঃখবরণ। এরই জন্য আমি দুষ্কৃতকারীর মত কারাগারে শৃঙ্খলিত। কিন্তু ঈশ্বরের বাণী কারারুদ্ধ হয় না।


যারা ঈশ্বরকে স্বীকার করে না ও যারা আমাদের প্রভু যীশুর সুসমাচার মানে না, তাদের দণ্ড দেবেন।


সব শুনে তাঁরা ঈশ্বরের মহিমা কীর্তন করলেন। তাঁরা পৌলকে বললেন, আচ্ছা ভাই, আপনি জানেন যে, ইহুদীদের মধ্যে কত সহস্র লোক প্রভুতে বিশ্বাস স্থাপন করেছে।


কিন্তু সেই যাদুকর এলিমা (এই ছিল তার গ্রীক নাম) তাঁদের বাধা দিতে লাগল যাতে রাজ্যপাল খ্রীষ্টে বিশ্বাস না করেন।


তা সত্ত্বেও ইহুদী নেতৃবৃন্দের অনেকে তাঁর উপরে বিশ্বাস স্থাপন করেছিল কিন্তু ফরিশীদের ভয়ে তাঁকে স্বীকৃতি দিতে পারছিল না। তাহলে তাদের সমাজচ্যুত করা হত।


শিমিয়োন তারপর তাঁদের আশীর্বাদ করে জননী মরিয়মকে বললেন, দেখ, এই শিশু হবে ইসরায়েল জাতির অনেকেরই উত্থান এবং পতনের কারণ। এ সেই ঈশ্বরদত্ত নিদর্শন যার বিরুদ্ধে সকলে মুখর হয়ে উঠবে,


যারা প্রথমে রয়েছে তাদের অনেকেরই স্থান হবে শেষে, আর শেষে যারা আছে তাদের স্থান হবে প্রথমে।


পরিত্রাণের বসনে তার পুরোহিত বৃন্দকে করব শোভিত, তার ভক্তবৃন্দ হবে জয়োল্লাসে মুখর।


তোমার পুরোহিতকুল বিভূষিত হোক ধার্মিকতায়, তোমার ভক্তবৃন্দ করুক পরম উল্লাস।


রাজা হিষ্কিয় প্রজাদের ভোজের জন্য এক হাজার বৃষ ও সাত হাজার মেষ দিলেন এবং পারিষদেরা দিলেন আরও এক হাজার বৃষ ও দশ হাজার মেষ। এবার বিরাট সংখ্যক পুরোহিত আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি করল।


এত পশু বলি দেবার মত যথেষ্ট পুরোহিত না থাকায় লেবীয়রা কাজের শেষ পর্যন্ত তাঁদের সাহায্য করেছিলেন। তখন থেকে আরও অনেক পুরোহিত নিজেদের আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করেছিলেন। (পুরোহিতদের চেয়ে লেবীয়রা নিজেদের আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ রাখায় বিশেষ সর্তক ছিলেন।)


ঈশ্বরের স্তবস্তুতিতেই সময় অতিবাহিত হত তাঁদের। সকলের প্রীতিভাজন হতে পেরেছিলেন তাঁরা। প্রতিদিন ঈশ্বর কর্তৃক উদ্ধারপ্রাপ্ত লোকেরা তাঁদের সঙ্গে যোগ দিতে থাকায় দিনদিন তাঁদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল।


কিছুদিনের মধ্যে শিষ্যদের সংখ্যা বেড়ে যেতে লাগল। তখন স্থানীয় হিব্রুভাষী ইহুদীদের বিরুদ্ধে গ্রীকভাষী ইহুদীদের অসন্তোষ প্রকাশ পেতে লাগল। তাদের ক্ষোভ ছিল, ভাণ্ডার থেকে প্রাত্যহিক প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের সময় তাঁদের বিধবারা অবহেলিত হচ্ছিলেন।


তারা শুধু শুনেছিল, যে লোকটি আগে আমাদের নির্যাতন করত, আমাদের ধর্মবিশ্বাসকে উৎখাত করার চেষ্টা করত, সে আজ সেই ধর্মবিশ্বাস প্রচার করছে।


সুযোগ যতক্ষণ আছে, এস, সকলেরই মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের, যারা একই বিশ্বাসের সূত্রে আমাদের আপনজন।


প্রিয় বন্ধুগণ, যে পরিত্রাণের শরিক আমরা সকলেই তার বিষয তোমাদের কাছে লেখবার কুব ইচ্ছা হল। মনে হল, তোমাদের উৎসাহ দেবার জন্য অবস্যই কিছু লেখা দরকার যাতে যে প্রত্যয় ঈশ্বরের আপনজনদের একবারই চিরকালের জন্য দেওয়া হয়েছে তা রক্ষার জন্য তোমরা সংগ্রাম করতে পার।


কিন্তু প্রিয় বন্ধুগণ, তোমরা পরম পবিত্র বিশ্বাসের ভিত্তির উপর নিজেদের জীবন গড়ে তোল, ঈশ্বর প্রেমে অবিচল থেকো, পবিত্র আত্মার শক্তিতে অনুপ্রাণিত হয়ে প্রার্থনা কর,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন