Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 6:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সুতরাং ভাইসব, তোমাদের মধ্যে থেকে সুখ্যাতি সম্পন্ন, প্রজ্ঞা ও আত্মায় পূর্ণ সাতজনকে মনোনীত কর। আমরা তাদের হাতে এই কাজের ভার অর্পণ করব,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কিন্তু হে ভাইয়েরা, তোমরা তোমাদের মধ্য থেকে যাদের সুনাম আছে এবং রূহে ও বিজ্ঞতায় পরিপূর্ণ এমন সাত জনকে বেছে নেও; তাঁদেরকে আমরা এই কাজের ভার দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন সাতজনকে বেছে নাও, যারা পবিত্র আত্মায় ও বিজ্ঞতায় পূর্ণ বলে সুপরিচিত। আমরা এই দায়িত্বভার তাদের উপরে দেবো

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কিন্তু, হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাত জনকে দেখিয়া লও; তাঁহাদিগকে আমরা এই কার্য্যের ভার দিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তাই আমার ভাইরা, তোমরা নিজেদের মধ্য থেকে সাতজন বিজ্ঞ, পবিত্র আত্মায় পূর্ণ ও সুনাম সম্পন্ন লোককে বেছে নাও। আমরা তাদের ওপর এই কাজের ভার দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কিন্তু প্রিয় ভাইয়েরা, তোমরা নিজেদের মধ্যে থেকে সুনামধন্য এবং আত্মায় ও জ্ঞানে পরিপূর্ণ সাত জনকে বেছে নাও; তাঁদের আমরা এই কাজের দায়িত্ব দেব।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 6:3
34 ক্রস রেফারেন্স  

তোমরা নিজ নিজ গোষ্ঠী থেকে বিচক্ষণ বুদ্ধিমান ও খ্যাতিমান লোকদের মনোনীত কর, তোমাদের নেতৃত্ব দান করার জন্য আমি তাদের নিয়োগ করব।


সৎ কাজের জন্য যাদের সুনাম আছে। সন্তান প্রতিপালন, অতিথিসেবা, ঈশ্বরভক্তদের প্রতি বিনম্র ব্যবহার, দুঃস্থ বিপন্ন মানুষের সেবা এবং সর্বপ্রকার কল্যাণমূলক কাজে তাদের আত্মনিয়োগ করতে হবে।


দিমিত্রিয়াসের সুখ্যাতি সকলেই করে, সত্য তার পক্ষে। আমি নিজেও তার বিষয়ে বলছি এবং তুমি জান যে আমার কথা সত্য।


সমস্ত উত্তম দান, সমস্ত উৎকৃষ্ট বর দিব্যলোক থেকে জ্যোতিষ্কমণ্ডলীর জনক, পিতা ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি অপরিবর্তনীয়, আবর্তনের কোন ছায়াও তাঁর উপর পড়ে না।


সুরা পানে মত্ত হয়ো না, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, বরং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও।


আমি যখন যাব তোমরা যাদের উপযুক্ত মনে করবে তাদের হাতে চিঠি দিয়ে আমি তোমাদের দান জেরুশালেমে পাঠিয়ে দেব।


সেখানে অননীয় নামে এক ঈশ্বরভক্ত লোক ছিলেন। তিনি নিখুঁতভাবে শাস্ত্রবিধি পালন করতেন। সেখানকার স্থানীয় ইহুদীরা তাঁর সুখ্যাতি করত।


তারা বলল, আমরা সেনানায়ক কর্ণেলিয়াসের কাছ থেকে এসেছি। তিনি ন্যায়নিষ্ঠ ও শ্বরভক্ত লোক বলে সমগ্র ইহুদী সমাজে সমাদৃত। তিনি ঈশ্বরের একজন দূতের কাছ থেকে প্রত্যাদেশ পেয়েছেন, যেন তিনি লোক পাঠিয়ে আপনাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে যান এবং আপনার উপদেশ শোনেন।


এঁদের তাঁরা প্রেরিত শিষ্যদের কাছে নিয়ে এলেন। প্রেরিতেরা প্রার্থনা নিবেদন করে তাঁদের উপরে হস্তার্পণ করলেন।


তাঁরা সকলে পবিত্র আত্মায় আবিষ্ট হলেন এবং পবিত্র আত্মার দেওয়া বাক্‌শক্তি অনুসারে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।


সুতরাং যোহনের কাছে বাপ্তিষ্ম গ্রহণের পর থেকে স্বর্গে নীত হওয়া পর্যন্ত যতদিন আমরা প্রভু যীশুর সান্নিধ্যে ছিলাম, ততদিন আর যারা আমাদের নিত্যসঙ্গী ছিল,


তোমরা নিজেদের ‘রব্বি’ বলে অভিহিত হতে দিয়ো না, কারণ তোমাদের একজন মাত্র গুরু আছেন এবং তোমরা সকলে পরস্পর ভাই।


সে জানে কিভাবে কাজ করতে হয় কারণ ঈশ্বর তাকে এভাবেই কাজ করতে শিখিয়েছেন।


যাঁরা বিচারকের দায়িত্ব পালন করবেন, তিনি তাঁদের ন্যায়-অন্যায়ের বোধ দান করবেন এবং যাঁরা বহিঃশত্রুর আক্রমণ থেকে নগরতোরণ রক্ষায় নিয়োজিত থাকবেন, তাদের দান করবেন অমিত শক্তি ও সাহস।


পবিত্র আত্মার বরে কেউ জ্ঞানগর্ভ ভাষণ দেয়, সেই একই আত্মার বরে কেউ বা প্রকাশ করে প্রজ্ঞার নিগূঢ়তত্ত্ব।


লিস্ত্রা ও ইকনিয়ামের খ্রীষ্টানেরা তিমথির সুখ্যাতি করতেন।


‘এণ্টিয়ক, সিরিয়া ও সাইলেসিয়ার অইহুদী খ্রীষ্টীয় ভাইদের আমরা; প্রেরিত শিষ্য ও প্রবীণ ভাইয়েরা অভিনন্দন জানাচ্ছি।


শিষ্য মণ্ডলীর ভাইরা এ কথা জানতে পেরে তাঁকে সীজারিয়া পর্যন্ত সঙ্গে করে পৌঁছে দিলেন এবং সেখান থেকে তাঁকে পাঠিয়ে দিলেন তার্ষ নগরে।


কিন্তু তুমি এই লোকদের মধ্য থেকে কর্মকুশল, ঈশ্বরভক্ত, বিশ্বস্ত ও দুর্নীতি ঘৃণা করে এমন কিছু লোককে বেছে নিয়ে পর্যায়ক্রমে তাদের এক হাজার একশো এবং পঞ্চাশ জনের নায়ক পদে নিযুক্ত কর।


সেই থেকে শিষ্যমহলে রটে গেল যে সেই শিষ্যের মৃত্যু হবে না। কিন্তু যীশু তো তাঁকে বলেন নি যে তাঁর মৃত্যু হবে না। তিনি বলেছিলেন, ‘আমি যদি চাই যে আমার পুনরাগমন না হওয়া পর্যন্ত এ বেঁচে থাকুক তাতে তোমার কি এসে যায়?’


এই ঘটনার কয়েকদিন পরে প্রায় একশো কুড়িজন খ্রীষ্টবিশ্বাসী এক সভায় মিলিত হলেন। পিতর তখন উঠে দাঁড়িয়ে বললেন,


দ্বাদশ প্রেরিত তখন শিষ্যমণ্ডলীকে ডেকে বললেন, দেখ, ভরণপোষণের আয়োজন করতে গিয়ে ঈশ্বরের বাণী প্রচারের কাজ পরিত্যাগ করা আমাদের পক্ষে সমীচীন নয়।


প্রেরিত শিষ্যদের এই প্রস্তাব সকলের মনঃপূত হল। তাঁরা তখন বিশ্বাস ও পবিত্র আত্মায় পূর্ণ স্তিফান নামে এক ব্যক্তিকে এবং ফিলিপ, প্রকোরাস, নিকানর, তিমোন, পার্মিনাস এবং এণ্টিয়ক নিবাসী নিকোলাসকে মনোনীত করলেন। নিকোলাস ছিলেন ইহুদী ধর্মে ধর্মান্তরিত অইহুদী ব্যক্তি।


সেখানে কযেকজন খ্রীষ্টান ভাই-এর সঙ্গে দেখা হল। তাঁরা আমাদের তাঁদের সঙ্গে সাত দিন থাকতে আমন্ত্রণ জানালেন। এইভাবে আমরা গিয়ে পৌঁছালাম রোমে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন