Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 5:38 - পবিএ বাইবেল CL Bible (BSI)

38 তাই এই ব্যাপারেও আমি তোমাদের বলছি, এদের সম্পর্কে তোমরা কিছু করো না, ছেড়ে দাও। এদের এই কাজ যদি মানুষের পরিকল্পিত হয় তাহলে আন্দোলন থেকে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 এখন আমি তোমাদেরকে বলছি, তোমরা এই লোকদের থেকে ক্ষান্ত হও, তাদেরকে থাকতে দাও; কেননা এই পরামর্শ কিংবা এই ব্যাপার যদি মানুষ থেকে হয়ে থাকে, তবে লোপ পাবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 সেই কারণে, বর্তমান বিষয়টি সম্পর্কে আমি তোমাদের পরামর্শ দিই, এই লোকেরা যেমন আছে, থাকতে দাও! ওদের চলে যেতে দাও! কারণ ওদের অভিপ্রায় বা কাজকর্ম যদি মানুষ থেকে হয়, তবে তা ব্যর্থ হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 এক্ষণে আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা এই লোকদের হইতে ক্ষান্ত হও, তাহাদিগকে থাকিতে দেও; কেননা এই মন্ত্রণা কিম্বা এই ব্যাপার যদি মনুষ্য হইতে হইয়া থাকে, তবে লোপ পাইবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 তাই বর্তমানে এই অবস্থা দেখে আমি তোমাদের বলছি: এই লোকেদের থেকে দূরে থাক, তাদের ছেড়ে দাও, কারণ তাদের এই পরিকল্পনা অথবা এই কাজ যদি মানুষের থেকে হয় তবে তা ব্যর্থ হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 এখন আমি তোমাদের বলছি, তোমরা ওই লোকদের থেকে দূরে থাক এবং তাদের ছেড়ে দাও, যদি এই মন্ত্রণা বা কাজ মানুষের থেকে হয়ে থাকে, তবে তা ব্যর্থ হবে।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 5:38
14 ক্রস রেফারেন্স  

তিনি বললেন, যে গাছ আমার স্বর্গস্থ পিতা লাগান নি তা উপড়ে ফেলা হবে।


একমাত্র প্রভু পরমেশ্বরের ইচ্ছাই পালিত হয়, তাঁর নির্দেশ বিনা কিছুই পারে না ঘটতে।


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


কারণ এ জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা মাত্র। শাস্ত্রে যেমন আছে, “ঈশ্বর জ্ঞানীদের ধরেনতাদের নিজেদেরই চাতুরীর ফাঁদে।”


ওকে যদি এভাবে ছেড়ে দেওয়া যায় তাহলে সমস্ত লোক ওকে বিশ্বাস করবে। তখন রোমীয়েরা এসে আমাদের পবিত্র মন্দির ও আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে।


আমার ইসরায়েল ভূমিতে বসবাসকারী আসিরীয়দের আমি ধ্বংস করব, আমার পর্বতমালার উপরে ওদের পিষ্ট, পদদলিত করব। আমার প্রজাদের মুক্ত করব আমি আসিরীয় যোঁয়ালির ভার থেকে, মুক্ত করব তাদের ভার বহনের কঠোর শ্রম ও পীড়ন থেকে।


যখন আমাদের শত্রুরা শুনতে পেল যে আমরা তাদের চক্রান্তের কথা জানতে পেরেছি তখন উপলব্ধি করল যে ঈশ্বর তা ব্যর্থ করেছেন। আমরা তখন প্রত্যেকে আমাদের নিজের নিজের কাজে প্রাচীরের কাছে ফিরে গেলাম।


তারপর তিনি সভার সদস্যদের বললেন, হে ইসরায়েলল কুলোদ্ভব ব্যক্তিবৃন্দ! এই ব্যক্তিদের সম্পর্কে কিছু করার আগে আমাদের সাবধান হওয়া উচিত।


বাপ্তিষ্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে? উত্তর দাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন