প্রেরিত্ 5:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)29 পিতর এবং অন্য প্রেরিত শিষ্যেরা বললেন, মানুষের আদেশ নয় কিন্তু ঈশ্বরের আদেশই আমাদের পালন করা উচিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 কিন্তু পিতর ও অন্য প্রেরিতেরা জবাবে বললেন, মানুষের চেয়ে বরং আল্লাহ্র হুকুম পালন করতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 পিতর ও অন্য প্রেরিতশিষ্যেরা উত্তর দিলেন, “মানুষের চেয়ে আমরা বরং ঈশ্বরের আদেশই পালন করব! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তখন পিতর ও অন্য প্রেরিতরা এর উত্তরে বললেন, “মানুষের হুকুম মানার চেয়ে বরং ঈশ্বরের আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 কিন্তু পিতর এবং অন্য প্রেরিতরা বলল, “আমাদের মানুষের থেকে বরং ঈশ্বরের আজ্ঞাকে মেনে চলতে হবে! অধ্যায় দেখুন |