Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 5:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 তাঁরা যখন প্রেরিত শিষ্যদের এনে সভার সামনে উপস্থিত করলেন, তখন প্রধান পুরোহিত তাঁদের কাছে কৈফিয়ৎ চেয়ে বললেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 পরে তাঁরা তাঁদেরকে এনে মহাসভার মধ্যে দাঁড় করালেন, আর মহা-ইমাম তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 প্রেরিতশিষ্যদের নিয়ে এসে, তাঁরা তাঁদের মহাসভার সামনে উপস্থিত করলেন, যেন মহাযাজক তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 পরে তাঁহারা তাঁহাদিগকে আনিয়া মহাসভার মধ্যে দাঁড় করাইলেন, আর মহাযাজক তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, বলিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তারা প্রেরিতদের নিয়ে এসে ইহুদী নেতাদের সামনে দাঁড় করালে মহাযাজক প্রেরিতদের জিজ্ঞাসাবাদ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 পরে তারা প্রেরিতদের মহাসভায় এনে দাঁড় করালেন, মহাযাজক প্রেরিতদের জিজ্ঞাসাবাদ করলেন,

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 5:27
8 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি এখন তোমাদের বলছি, যে তার ভাইদের উপর রাগ করে তারও দন্ড হবে। আর ভাইকে হেয় করে যে কথা বলবে তাকে বিচার সভায় হাজির করা হবে। যে তার ভাইকে মূর্খ বলে গাল দেবে, নরকের জ্বলন্ত আগুনেই তার স্থান হবে।


পরের দিন পৌলের বিরুদ্ধে ইহুদীদের প্রকৃত অভিযোগ কি, সেনানায়ক তা নির্ধারণ করতে চাইলেন। তাই তিনি পৌলকে শৃঙ্খলমুক্ত করলেন এবং মুখ্যপুরোহিতদের ও সমাজপতি পরিষদের সমস্ত সদস্যদের তাঁর সঙ্গে দেখা করতে আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে নিয়ে তাঁদের সামনে দাঁড় করিয়ে দিলেন।


এরা তখন জনসাধারণকে, জাতির প্রবীণদের ও শাস্ত্রী মহাশয়দের ভীষণ উত্তেজিত করে তুলল। তারা স্তিফানকে জোর করে ধরে নিয়ে গিয়ে হাজির করল সভার সদস্যদের সামনে।


প্রেরিত শিষ্যদের তখন সেই সভার মাঝখান এনে দাঁড় করিয়ে দেওযা হলে তাঁদের বিচার শুরু হল। প্রেরিতদের তাঁরা জিজ্ঞাসা করলেন, কোন শক্তিতে অথবা কোন নামের গুণে তোমাদের মত লোক এসব কাজ করছ?


তারপর সকাল হলে জাতির প্রবীণেরা পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাস্ত্রবিদদের সঙ্গে একত্র হলেন এবং সেখানে যীশুকে আনিয়ে বললেন,


তাঁর নির্দেশ মত তাঁরা সকাল বেলাতেই মন্দিরে চলে গেলেন এবং জনতার কাছে প্রচার করতে লাগলেন। ওদিকে প্রধান পুরোহিত ও তাঁর সহকর্মীরা ইসরায়েল জাতির প্রবীণ নেতাদের এক সভা আহ্বান করলেন এবং বন্দীদের আনবার জন্য কারাগারে লোক পাঠালেন।


কিন্তু সেই সভায় গমলীয়েল নামে একজন ফরিশী ছিলেন। তিনি ছিলেন বিধানশাস্ত্রের অধ্যাপক। সকলেই তাঁকে শ্রদ্ধা করত। তিনি উঠে দাঁড়িয়ে প্রস্তাব করলেন যেন বন্দী শিষ্যদের কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন