Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 5:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 প্রধান পুরোহিত ও তাঁর সহকর্মীরা এবং স্থানীয় সদ্দূকী সম্প্রদায়ের সবাই প্রেরিত শিষ্যদের প্রতি খুব ঈর্ষান্বিত হয়ে উঠলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 পরে মহা-ইমাম এবং তাঁর সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্দূকী-সমপ্রদায় উঠলেন, তারা ঈর্ষাতে পূর্ণ হলেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 এরপর মহাযাজক ও তাঁর সমস্ত সহযোগী, যারা সদ্দূকী সম্প্রদায়ের সদস্য ছিলেন, তাঁরা ঈর্ষায় পূর্ণ হয়ে উঠলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 পরে মহাযাজক এবং তাঁহার সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্দূকি-সম্প্রদায় উঠিলেন, তাঁহারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 এরপর মহাযাজক এবং তাঁর সঙ্গীরা অর্থাৎ সদ্দূকী দলের লোকরা ঈর্ষায় জ্বলে উঠল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 পরে মহাযাজক ও তার সঙ্গীরা অর্থাৎ সদ্দূকী সম্প্রদায়ের লোকেরা প্রেরিতদের প্রতি ঈর্ষায় পরিপূর্ণ হলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 5:17
24 ক্রস রেফারেন্স  

ইহুদীরা এই জনতাকে দেখে ঈর্ষান্বিত হয়ে পৌলের বক্তব্যের প্রতিবাদ করে কটূক্তি করতে লাগল।


ইহুদীরা এতে ঈর্ষান্বিত হয়ে কতকগুলি অপদার্থ বদমাইস লোক জড়ো করে শহরে গোলমাল শুরু করে দিল। পৌল ও সীলকে জনতার সামনে ধরে আনার জন্য তারা যাসোনের বাড়ি আক্রমণ করল।


এই কুলপতিরা ঈর্ষাবশতঃ যোষেফকে বিক্রী করে পাঠিয়ে দিলেন মিশর দেশে। কিন্তু ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন,


তোমরা সর্বপ্রকার হিংসা, ছলনা, কপটতা, ঈর্ষা ও পরনিন্দা পরিহার কর।


পুরোহিতদের নেতৃবৃন্দ তখন লাসারকেও হত্যা করার ষড়যন্ত্র করল।


কারণ তিনি ভালভাবেই জানতেন যে ঈর্ষাবশতই তারা তাঁকে ধরিয়ে দিয়েছিল।


মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে, তা-ও জেনেছি আমি। এর কারণ প্রতিবেশীর সাথে মানুষের প্রতিদ্বন্দিতা। কিন্তু এ-ও তো অসার আলেয়ার পিছনে ছুটে চলা।


ক্রোধ নির্দয় ও ধ্বংসাত্মক, কিন্তু ঈর্ষার তুলনায় তা কিছুই নয়।


মনের শান্তি দেহের পক্ষে স্বাস্থ্যকর, কিন্তু ঈর্ষাপরায়ণতা দুষ্টক্ষতের মত।


উদ্বেগ ও ঈর্ষার জ্বালায় মৃত্যুকে ডেকে আনা মূর্খতা।


কিম্বা তোমরা কি মনে কর শাস্ত্রের এই বাণী মিথ্যা? ঈশ্বর যে আত্মা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করেছেন তার জন্য তিনি আগ্রহে আকুল।


হিংসা, মত্ততা এবং এ ধরণের অন্যান্য পাপ, যেগুলি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এসব যারা করে তারা ঐশরাজ্যের কোন অধিকার পাবে না।


কিন্তু ফরিশী সম্প্রদায় থেকে আসা কযেকজন খ্রীষ্টবিশ্বাসী তখন উঠে দাঁড়িয়ে বললেন, তাদের অবশ্যই সুন্নত সংস্কার গ্রহণ করতে হবে এবং মোশির দেওয়া বিধানও পালন করার নির্দেশ তাদের দেওয়া উচিত।


প্রভু ও তাঁর অভিষিক্তের বিরুদ্ধে পৃথিবীর রাজারা হয়েছে সঙ্ঘবদ্ধ, শাসককুল মন্ত্রণা করছে এক যোগে।


পুরোহিত হানন, কায়াফা, যোনাথন, আলেকজাণ্ডার ও প্রধান পুরোহিতের পরিবারের সকলের সঙ্গে একটি সভায় মিলিত হলেন।


ফরিশীরা তখন নিজেদের মধ্যে বলতে লাগল, দেখ তো, কিছুই করতে পারছ না তোমরা। সারা জগত সংসার ছুটে চলেছে ওর পিছনে।


ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?


জেরুশালেমের আশেপাশের শহরাঞ্চল থেকে বহু লোক এসে জড়ো হত সেখানে। তারা অসুস্থ ও ভূতে পাওয়া লোকদের নিয়ে আসত এবং সকলেই সুস্থ হত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন