Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 4:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 সব অর্থ প্রেরিত শিষ্যদের চরণে এনে অর্পণ করতেন। এখান থেকেই প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী চাহিদা মিটান হত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 পরে যার যেমন প্রয়োজন তাকে তেমনি দেওয়া হত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 প্রেরিতশিষ্যদের চরণে রাখত। পরে যার যেমন প্রয়োজন হত, তাকে সেই অনুযায়ী ভাগ করে দেওয়া হত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 পরে যাহার যেমন প্রয়োজন, তাহাকে তেমনি দেওয়া হইত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 পরে যাঁর যেমন প্রয়োজন, প্রেরিতরা তাঁকে তেমনি দিতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 এবং তারা প্রেরিতদের পায়ের কাছে রাখতো, পরে যার যেমন দরকার তাকে তেমন দেওয়া হত।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 4:35
6 ক্রস রেফারেন্স  

তার থেকে কিছু অংশ স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিজেদের জন্য রেখে দিল। বাকী অর্থ সে নিয়ে গিযে প্রেরিত শিষ্যদের কাছে নিবেদন করল।


নিজেদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রী করে বিক্রযলব্ধ অর্থ থেকে যার যা প্রয়োজন, সব মিটাতেন।


পিতর তাকে বললেন, সোনা-রূপো আমার কিছুই নেই, কিন্তু আমার যা আছে, তাই তোমাকে দিচ্ছি। নাসরত নিবাসী যীশু খ্রীষ্টের নামে তুমি হেঁটে বেড়াও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন