প্রেরিত্ 4:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)28 তুমি তোমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘটনাকে অবশ্যম্ভাবী রূপে নির্ধারণ করে রেখেছিলে, সেই ঘটনাকেই রূপায়িত করার জন্য তোমারই ইচ্ছায় ও ক্ষমতাবলে তাঁরা এখানে একত্র হয়েছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 যেন তোমার হাত ও তোমার পরামর্শ দ্বারা আগে থেকে যেসব বিষয় নির্ধারিত হয়েছিল, তা সম্পন্ন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তারা তাই করেছিল, যা তোমার পরাক্রম ও ইচ্ছা অনুসারে অবশ্যই ঘটবে বলে অনেক আগে থেকে স্থির করে রেখেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্ব্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল, তাহা সম্পন্ন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তোমার শক্তিতে ও তোমার ইচ্ছায় পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে, সেই কাজ করতেই তারা একত্র হয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যে সমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে। অধ্যায় দেখুন |