Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 4:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 তুমি তোমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘটনাকে অবশ্যম্ভাবী রূপে নির্ধারণ করে রেখেছিলে, সেই ঘটনাকেই রূপায়িত করার জন্য তোমারই ইচ্ছায় ও ক্ষমতাবলে তাঁরা এখানে একত্র হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 যেন তোমার হাত ও তোমার পরামর্শ দ্বারা আগে থেকে যেসব বিষয় নির্ধারিত হয়েছিল, তা সম্পন্ন করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তারা তাই করেছিল, যা তোমার পরাক্রম ও ইচ্ছা অনুসারে অবশ্যই ঘটবে বলে অনেক আগে থেকে স্থির করে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্ব্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল, তাহা সম্পন্ন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 তোমার শক্তিতে ও তোমার ইচ্ছায় পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে, সেই কাজ করতেই তারা একত্র হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যে সমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 4:28
21 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের নিজস্ব ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সেই যীশু আপনাদের হাতে সমর্পিত হয়েছিলেন। আর আপনারাই বিধর্মীদের দিয়ে তাঁকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করিয়েছিলেন।


শুরুতেই আমি সব কিছু ভবিষ্যদ্বাণী করে বলে দিয়েছিলাম, আগেই বলেছিলাম আমি আগামী দিনের ঘটনার কথা। বলেছিলাম, আমার পরিকল্পনা ব্যর্থ হবে না কখনও, আমি মনস্থ করেছি যা কিছু সকলই সাধিত হবে অনিবার্যরূপে।


তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে সত্য কিন্তু ঈশ্বর তা মঙ্গলে পরিণত করেছেন। আজ তোমরা দেখছ যে এর দ্বারা ঈশ্বর বহু লোকের জীবন রক্ষা করেছেন।


শাস্ত্রে যেমন লেখা আছে মানবপুত্র সেইভাবেই বিদায় নিচ্ছেন। কিন্তু মানবপুত্রকে যে শত্রুহস্তে সমর্পণ করবে ধিক্ তাকে। সে যদি না জন্মাত তাহলে তার পক্ষে ভাল হত।


কিন্তু নবীদের মুখ দিয়ে ঈশ্বর তাঁর অভিষিক্ত পুরুষ খ্রীষ্টের দুঃখবরণের যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এইভাবেই তিনি তা সফল করেছেন।


তাঁর এ দুঃখ-যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়ন, দেখলেন প্রভু পরমেশ্বর! তিনি আরোগ্য দান করলেন তাঁর ভক্তদাসকে, দান করলেন তাঁকে দীর্ঘজীবন, এই ভক্তদাসই পূর্ণ করবেন প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।


ঈশ্বরও তেমনি তাঁর প্রতিশ্রুত আশীর্বাদের উত্তরাধিকারীদের কাছে তাঁর সঙ্কল্প যে অপরিবর্তনীয় সে কথা যখন আরও সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে ইচ্চুক গলেন তখন তিনি শপথের দ্বারা সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করলেন।


তিনি নিজ সঙ্কল্প ও পরিকল্পনা অনুযায়ী সর্ব কর্ম সাধন করেন, তাঁরই সঙ্কল্প অনুযায়ী আমরা পূর্বেই মনোনীত হয়েছি এবং খ্রীষ্টের মাধ্যমে প্রদত্ত উত্তরাধিকারের অংশীদার হয়েছি,


নির্দিষ্ট পথেই মানবপুত্র এগিয়ে যাবেন। কিন্তু হায়! দুর্ভাগ্য সে, যে তাঁকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে।


কিন্তু তাহলে কি করে পূরণ হবে শাস্ত্রের এই কথা-যে এ সমস্ত অবশ্যই ঘটবে?


কে দিতে পেরেছে নির্দেশ প্রভু পরমেশ্বরকে? কে দিয়েছে পরামর্শ তাঁকে?


সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছে থেকেই এই প্রজ্ঞা আসে। ঈশ্বরের সমস্ত পরামর্শই জ্ঞানপূর্ণ, তাঁর বিবেচনা প্রজ্ঞার আধার।


তোমরা অবজ্ঞাভরে বলে থাক, প্রভু পরমেশ্বর যা করবেন বলেছেন, অবিলম্বে করুন, আমরা একবার দেখি। ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তাঁর পরিকল্পনা কার্যকর করুন, আমরা দেখি, তাঁর মনে কি আছে!


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


ক্রোধে অভিভূত হলেও মানুষ করবে তোমার স্তুতি, অবশিষ্ট থাকবে যারা যুদ্ধ শেষে মুখরিত হবে তারা তোমার আনন্দ উৎসবে।


কিন্তু প্রজ্ঞা ও পরাক্রম উভয়েরই অধিকারী ঈশ্বর, সুবিবেচনা ও বোধশক্তি আছে তাঁর।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর শপথ করে বলেছেনঃ আমার সঙ্কল্প অবশ্যই কার্যে পরিণত হবে। যে কাজ করার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি, তা আমি করবই।


শোন নি কি তুমি, এ তো আমি, প্রভু পরমেশ্বর বহুকাল আগে করেছি নিরূপণ, করেছি তার পরিকল্পনা অতি পুরাকালে আজ আমি সেই পরিকল্পনা রূপায়িত করেছি বাস্তবে, প্রাকার বেষ্টিত নগরী তুমি ধ্বংসস্তূপে করেছ পরিণত আমারই ক্ষমতায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন