Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 28:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 রোমে পৌল নিজে একটি বাড়ি ভাড়া করে দুবছর থাকলেন। যাঁরা তাঁর কাছে যেতেন, সকলকে তিনি অভ্যর্থনা জানাতেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 এবং ঈসা মসীহের বিষয়ে উপদেশ দিতেন, কেউ তাঁকে বাধা দিত না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 সম্পূর্ণ দু-বছর পৌল সেখানে তাঁর নিজস্ব ভাড়াবাড়িতে রইলেন। যারা তাঁর সঙ্গে দেখা করতে আসত, তাদের সকলকে তিনি স্বাগত জানাতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 এবং প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে উপদেশ দিতেন, কেহ তাঁহাকে বাধা দিত না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 পৌল তাঁর নিজের ভাড়া বাড়িতে পুরো দুই বছর থাকলেন। যতলোক তাঁর সঙ্গে দেখা করতে আসত, তিনি তাদের সকলকে সাদরে গ্রহণ করতেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 28:30
14 ক্রস রেফারেন্স  

এবার তারা আমাকে টেনে তুলল। তারপর আমাকে প্রাসাদ প্রাঙ্গণেই রাখা হল।


[পৌলের একথা শুনে ইহুদীরা নিজেদের মধ্যে ভীষণ তর্ক করতে করতে সেখান থেকে চলে গেল।*]


তিনি প্রকাশ্যে সকলের কাছে ঈশ্বরের বার্তা প্রচার করতেন এবং প্রভু যীশু খ্রীষ্টের জীবন ও কর্ম সম্বন্ধে শিক্ষা দিতেন, কেউ তাঁকে বাধা দিত না।


এমন কি সমগ্র রক্ষীবাহিনী এবং অন্যন্য সকলের কাছে এ কথা সুস্পষ্ট হয়েছে যে খ্রীষ্টর সেবক হওয়ার জন্যই আমি কারারুদ্ধ হয়েছি।


তখন রাজা সিদিকিয় আমাকে রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণের কারাকক্ষে বন্দী করে রাখতে আদেশ দিলেন। সেখানেই আমি থাকতে লাগলাম। নগরীতে রুটি-কারখানার রুটির জোগান শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন আমাকে একটি করে রুটি দেওয়া হত।


তিনি বললেন, এস, দেখত পাবে। তাঁরা তাঁর সঙ্গে গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন এবং সেইদিন তাঁর সঙ্গেই কাটালেন। তখন প্রায় বেলা চারটে।


এই সমস্ত ঘটনার পর পৌল ম্যাসিডন ও আখায়া পরিদর্শন করে জেরুশালেমে যাওয়া স্থির করলেন। তিনি বললেন, সেখান থেকে আমি রোমেও যাব।


দুবছর এভাবে কেটে গেল। এর মধ্যে পোর্সিয়াস ফেস্টাস ফেলিক্সের পদে অধিষ্ঠিত হলেন। ফেলিক্স ইহুদীদের খুশী করার জন্য পৌলকে কারারুদ্ধ রেখেই চলে গেলেন।


আমরা রোমে গিয়ে পৌঁছালে পৌল সৈন্যদের প্রহরায় থাকার অনুমতি পেলেন।


যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে আমি আনন্দের সঙ্গে তোমাদের কাছে যাব এবং কিছুদিন তোমাদের সঙ্গে অবকাশ উপভোগ করব।


প্রহার, কারাবাস, গণবিক্ষোভ, কঠোর পরিশ্রম, অনিদ্রা, অনাহার সহ্য করছি।


তারা যদি খ্রীষ্টের সেবক হয়, আমার কথা পাগলের মত শোনালেও, আমি বলব, আমি মহত্তর সেবক। তাদের চেয়ে আমি বেশি পরিশ্রম করেছি, বেশি বার কারারুদ্ধ হয়েছি, প্রহারিত হয়েছি, বহুবার প্রাণ বিপন্ন করেছি।


তিনি যখন রোমে ছিলেন, আন্তরিক আগ্রহে অনুসন্ধান করে আমার সঙ্গে দেখা করেছিলেন।


তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন