Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 28:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সাইরাকিউজ শহরে পৌঁছে আমরা তিন দিন থাকলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 পরে সুরাকূষে জাহাজ ভিড়িয়ে আমরা সেখানে তিন দিন থাকলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 আমরা সুরাকুষে জাহাজ লাগিয়ে সেখানে তিন দিন থাকলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 পরে সুরাকূষে লাগাইয়া আমরা সেখানে তিন দিবস থাকিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমরা প্রথমে সুরাকুষে এলাম, সেখানে তিন দিন থাকলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 পরে সুরাকুষে লাগিয়ে আমরা সেখানে তিনদিন থাকলাম।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 28:12
4 ক্রস রেফারেন্স  

তিন মাস পর আমরা ‘যমজ দেবতা'র মূর্তি আঁকা আলেকজান্দ্রিয়ার একটি জাহাজে করে রওনা হলাম। এই দ্বীপেই জাহাজটা শীতকাল কাটাচ্ছিল।


সেখান থেকে রওনা হয়এ আমরা পৌঁছালাম রেজিয়াম শহরে। পরের দিন দখিণা বাতাস বইতে শুরু হওয়ার দুই দিনেই আমরা পটেওলিতে পৌঁছালাম।


টায়ার থেকে আমরা পৌঁছালাম টোলেমিস-এ। সেখানকার শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সঙ্গে থাকলাম একদিন।


আমরা আদ্রামিত্তিয়াম বন্দর থেকে একটি জাহাজে করে রওনা হলাম। এই জাহাজটির এশিয়া প্রদেশের বিভিন্ন বন্দর হয়ে যাবার কথা ছিল। ম্যাসিডনবাসী আরিস্টারকাস থেসালনিকা থেকে আমাদের সঙ্গ নিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন