Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 26:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তারই পূর্ণতার প্রত্যাশায় রযেছি বলে আজ আমাকে বিচারের জন্য এখানে দাঁড়াতে হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর আমাদের পূর্বপুরুষদের কাছে আল্লাহ্‌ কর্তৃক যা অঙ্গীকার করা হয়েছে, তার উপর প্রত্যাশা রাখার দরুন এখন আমার বিচার করা হচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আর এখন, ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দান করেছিলেন, তারই উপর আমার প্রত্যাশার জন্য, আজ আমি বিচারের সম্মুখীন হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর আমাদের পিতৃপুরুষদের নিকটে ঈশ্বর কর্ত্তৃক যাহা অঙ্গীকৃত হইয়াছে, তাহার প্রত্যাশা প্রযুক্ত আমি এখন বিচারিত হইবার জন্য দাঁড়াইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন সে সব পূর্ণ হবার প্রত্যাশায় আছি বলেই আজ আমার বিচার হচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 ঈশ্বর আমার পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তাতে আমি আশা রাখি বলে এখন আমার বিচার করা হচ্ছে।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 26:6
59 ক্রস রেফারেন্স  

ওদেরই মত আমি ঈশ্বরে নির্ভর করি ও এই প্রত্যাশা পোষণ করি যে ধার্মিক অথবা অধার্মিক সকলেই পুনরুত্থিত হবে।


এবং সেই শুভ দিনের আশায় আছি যেদিন আমাদের পরম আরাধ্য এবং পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশিত হবে।


ইসরায়েল জাতি যে প্রত্যাশায় প্রতীক্ষমান, আমি তারই জন্য এভাবে শৃঙ্খলাবদ্ধ —একথা বলার জন্য ও আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি আপনাদের ডেকেছিলাম।


কারণ আমি বলি, পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সত্য রক্ষার জন্য খ্রীষ্ট ইহুদী জাতির সেবা করেছিলেন। সেই সঙ্গে অন্যান্য জাতিও যেন ঈশ্বরের করুণার জন্য তাঁর প্রশস্তি করতে পারে সেই কাজও করেছিলেন। শাস্ত্রে লেখা আছে, “এ জন্যই আমি সর্বজাতির মাঝে তোমার স্তবগান করব, করব তোমার নাম কীর্তন।”


সমবেত জনতার মধ্যে ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ভুক্ত লোকজন দেখে পৌল সভাকে উদ্দেশ্য করে বললেন, ভাইসব, আমি একজন ফরিসী। জন্মসূত্রে এবং শিক্ষাদীক্ষাতেও ফরিসী। মৃতদের পুনরুত্থানে আমি বিশ্বাস করি বলেই আজ আমার বিচার করা হচ্ছে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ অসি, তুমি সক্রিয় হও আমার মেষপালক ও আমার সহকারীর বিরুদ্ধে, আঘাত কর মেষপালককে, তাহলে মেষপাল বিক্ষিপ্ত হবে চারিদিকে, এমনকি শাবকদেরও আমি আঘাত করব।


প্রভু পরমেশ্বর বলেনঃ তুমি, হে বেথলেহেম-এফ্রাথা, যিহুদাকুলে যদিও তুমি অতি ক্ষুদ্র, তবু তোমার মধ্যে থেকেই আমি আবির্ভাব ঘটাব ইসরায়েলের এক ভাবী অধিপতির, সুদূর অতীতে উদ্ভব হয়েছিল যার বংশধারা।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের স্বজাতীয় ভ্রাতৃবৃন্দের মধ্য থেকে আমার মতই একজন নবীর উদ্ভব ঘটাবেন, তোমরা তাঁরই কথা শুনবে।


পূর্ণ করব সেই শপথ। আকাশের নক্ষত্ররাজির মত আমি তোমার বংশবৃদ্ধি করব, তোমার বংশধরদের এই সমস্ত দেশ দেব এবং তোমার বংশের মাধ্যমেই পৃথিবীর সকল জাতি আশীর্বাদ লাভ করবে।


তোমার বংশের মত আশীর্বাদ লাভের জন্য পৃথিবীর সকল জাতি বিনতি জানাবে। কারণ তুমি আমার আদেশ পালন করেছ।


আশীর্বাণী রূপে ব্যবহৃত হবে তোমার নাম। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাকে করব শাপগ্রস্ত। আমি তোমাকে যেভাবে আশীর্বাদ করেছি, অনুরূপ আশীর্বাদ লাভের জন্য পৃথিবীর সকল জাতি বিনতি জানাবে।


কিন্তু ঈশ্বর আপন পুত্রকে পাঠালেন, যিনি জন্ম নিলেন এবং জীবন যাপন করলেন বিধানের অধীন


ঈশ্বরর মৃতকে পুনরুত্থিত করতে পারেন, আপনাদের কাছে কেন এ কথা অবিশ্বাস্য বলে মনে হয়?


কেবলমাত্র সভার মাঝখানে দাঁড়িয়ে সেদিন খোলাখুলিভাবে ঘোষণা করেছিলাম যে, আমি মৃতদের পুনরুত্থানে বিশ্বাস করি। তাই আজ আমি আপনাদের বিচারাধীন।


শমুয়েল থেকে আরম্ভ করে তাঁর পরবর্তী নবীরা সকলেই একবাক্যে আজকের দিনের কথাই ভবিষ্যদ্বাণী করে গেছেন।


ভক্তেরা, তোমাদের উপর উদিত হবে আমার পরাক্রম সূর্য। তারই রশ্মিতে তোমরা লাভ করবে নবশক্তি, মুক্তির আনন্দে হবে মাতোয়ারা।


দেখ, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন, আমি আমার অগ্রদূতকে পথ প্রস্তুত করার জন্য পাঠিয়েছি। তোমরা যাঁর প্রত্যাশায় আছ, সেই প্রভু সহসা তাঁর মন্দিরে উপস্থিত হবেন। প্রভুর সঙ্গে তোমাদের সন্ধির কথা ঘোষণা করতে আসবেন সেই অগ্রদূত, তোমরা যাঁর প্রতীক্ষায় আছ।


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


প্রধান পুরোহিত যিহোশূয়কে বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, এই দেখ সেই ব্যক্তি, যার নাম ‘পল্লব’। সে তার পদে প্রতিষ্ঠালাভ করবে এবং প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণ করবে।


অতীতে আমাদের পূর্বপুরুষ অব্রাহাম ও যাকোবের কাছে তুমি করেছিলে যে অঙ্গীকার, তারই অনুসরণে তুমি আমাদের প্রতি প্রদর্শন করবে তোমার অবিচল অনন্ত প্রেম ও তোমার বিশ্বস্ততা।


জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।


সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সে-ই রক্ষা পাবে। প্রভু পরমেশ্বর বলেছেনঃ সিয়োন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রয়স্থল প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে।


তারপর তারা আবার তাদের প্রভু পরমেশ্বরের ও রাজা দাউদের মত রাজার অন্বেষণ করবে। উত্তরকালে সসম্ভ্রমে তারা প্রভু পরমেশ্বরেরই শরণাপন্ন হবে। তাঁর সদাশয়তাই হবে তাদের অবলম্বন।


আমার দাস দাউদের মত একজন রাজা হবে তাদের রাজা। একজন রাজার অধীনে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং একনিষ্ঠভাবে আমার অনুশাসন মেনে চলবে।


ধ্বংস, ধ্বংস—ধ্বংস করে দেব সব। হ্যাঁ, এ নগরীকে আমি ধ্বংসস্তূপে পরিণত করব, কিন্তু এ নগরীর দণ্ড বিধানের জন্য আমি যাকে মনোনীত করেছি, সে না আসা পর্যন্ত এসব কিছুই ঘটবে না। সে এলে আমি তার হাতেই সব তুলে দেব।


তাহলে, স্বয়ং প্রভু পরমেশ্বরই তোমাদের একটি চিহ্ন দেবেন। এক তরুণী সন্তান সম্ভবা হয়েছে, শীঘ্র সে একটি পুত্র সন্তানের জন্মদান করবে। তার নাম রাখা হবে ‘ইন্মানুয়েল'।


সেই দিন প্রভু পরমেশ্বরের রোপিত বৃক্ষশাখা নব পল্লবে সুসজ্জিত হয়ে উঠবে। ইসরায়েলের অবশিষ্ট লোকেরা দেশে উৎপন্ন শস্যসম্ভারে সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধি এনে দেবে তাদের গর্ব ও গৌরব।


সেখানে আমি প্রতিষ্ঠিত করব দাউদকুলের মহিমা, আমার অভিষিক্তের জন্য সেই কুলে আমি জ্বেলে দেব এক দীপ।


প্রভু পরমেশ্বর শপথ করেছিলেন দাউদের কাছে, যার অন্যথা করবেন না। তিনি বলেছিলেনঃ তোমার আত্মজ এক সন্তানকে আমি প্রতিষ্ঠিত করব তোমার সিংহাসনে।


প্রভু পরমেশ্বর তাঁর সাধিত বিজয়বার্তা ঘোষণা করেছেন, জাতিগণের সমক্ষে ব্যক্ত করেছেন তাঁর উদ্ধারক্ষমতা।


যিহুদার হাত থেকে রাজদণ্ড, তার ক্রোড় থেকে শাসনদণ্ড কখনও হবে না বিচ্যুত যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।


তোমার ও নারীর মাঝে, তোমার বংশে ও নারীর বংশে আমি সৃষ্টি করব বিরোধ। সে তোমার মস্তক চূর্ণ করবে, আর তুমি দংশন করবে তার পাদমূলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন