Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 26:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তাই, হে রাজন আগ্রিপ্প। আমি সেই দিব্যদর্শন অমান্য করিনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 এজন্য, হে বাদশাহ্‌ আগ্রিপ্প, আমি সেই বেহেশতী দর্শনের অবাধ্য হলাম না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 “সেই কারণে, মহারাজ আগ্রিপ্প, আমি স্বর্গীয় এই দর্শনের অবাধ্য হইনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 এ জন্য, হে রাজন্‌ আগ্রিপ্প, আমি সেই স্বর্গীয় দর্শনের অবাধ্য হইলাম না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 পৌল বলতে থাকলেন, “হে মহারাজ আগ্রিপ্প, আমি সেই স্বর্গীয় দর্শনের অবাধ্য হই নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 “রাজা আগ্রিপ্প, এই জন্য স্বর্গ থেকে এই দর্শনের মধ্য দিয়ে আমাকে যা বলা হয়েছে তার অবাধ্য আমি হইনি।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 26:19
13 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর খুলে দিয়েছেন আমার উপলব্ধির দ্বার, বিরোধিতা করি নি আমি মুখ ফিরিয়ে যাই নি চলে।


তিনি স্থির করলেন তাঁর পুত্রকে আমার মধ্য দিয়ে প্রকাশ করবেন আমি যেন অইহুদীদের কাছে তাঁর কথা ঘোষণা করি। তখন আমি কোন রক্তমাংসের মানুষের সঙ্গে পরামর্শ করলাম না বা


কিন্তু যখন আমি বলি, ‘আমি ভুলে যাব প্রভু পরমেশ্বরকে কোনদিন তাঁর নাম আর মুখে আনব না,’ তখনই তোমার বার্তা আগুনের মত অন্তর্জ্বালায় দগ্ধ করে আমাকে। আমি ক্লান্ত হই সেই বাণীকে রোধের চেষ্টায়, কিন্তু কিছুতেই রুদ্ধ রাখতে পারি না তাকে।


কিন্তু যোনা চাইলেন প্রভু পরমেশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে। তাই তিনি উল্টোদিকে তার্শীশের অভিমুখে রওনা হলেন। যাফো বন্দরে পৌঁছে তার্শীশগামী একটি জাহাজ পেলেন। প্রভু পরমেশ্বরের হাত এড়িয়ে তার্শীশে পালাবার জন্য জাহাজের ভাড়া চুকিয়ে যাত্রীদের সাথে জাহাজে গিয়ে উঠলেন।


প্রভু পরমেশ্বরের মহাশক্তি আমাকে স্থানান্তরে নিয়ে যাওয়ায় আমি অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হলাম।


রাজন আগ্রিপ্প! আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এইজন্য যে ইহুদীদের আনীত সমস্ত অভিযোগের বিরুদ্ধে আমি আজ আপনার সামনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছি।


তখন আমি প্রভু পরমেশ্বরকে বলতে শুনলাম, কাকে আমি পাঠাব? কে আমাদের বার্তাবহ হবে? আমি বললাম, আমি যাব! আমাকে পাঠান।


তুমি তাদের মর্মচক্ষু খুলে দেবে যেন তারা অন্ধকার থেকে আলোয় আসে, শয়তানের অধীনতাপাশ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে পাপের ক্ষমা লাভ করতে পারে ও ঈশ্বরের নিজস্ব প্রজামণ্ডলীর অন্তর্ভুক্ত হতে পারে।’


সর্বপ্রথমে আমি দামাস্কাসে, তারপরে জেরুশালেমে এবং তারপর সমগ্র যিহুদীয়ার অধিবাসীদের কাছে ঘোষণা করলাম সেই কথা। সেখানকার অইহুদীদের কাছেও ঘোষণা করেছিলাম যেন তারা মনের গতিপথ পরিবর্তন করে ঈশ্বরের পথে ফেরে এবং নিজেদের কাজ দিয়ে সেই পরবর্তনের প্রমাণ দেয়।


প্রভু পরমেশ্বর আমাকে যা করতে বললেন, আমি তাই করলাম। আমি সেদিন উদ্বাস্তুদের মত আমার জিনিসপত্র বেঁধে সন্ধ্যার অন্ধকার গাঢ় হবার সঙ্গে সঙ্গে দেওয়ালে গর্ত করে তার ভিতর দিয়ে বেরিয়ে এলাম। সকলের চোখের সামনে দিয়ে পোঁটলাটা কাঁধে ফেলে সেখান থেকে চলে গেলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন