Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 26:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 যাদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি সেই সমস্ত ইহুদী ও অইহুদীদের হাত থেকে অমি তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে যাদের কাছে পাঠাচ্ছি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আমি যাদের কাছে তোমাকে প্রেরণ করছি, সেই লোকদের ও অ-ইহুদীদের থেকে তোমাকে উদ্ধার করবো,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 আমি তোমার স্বজাতি ও অইহুদিদের হাত থেকে তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আমি যাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি, সেই প্রজালোকদের ও পরজাতীয় লোকদের হইতে তোমাকে উদ্ধার করিব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তোমার আপন লোক ইহুদীদের হাত থেকে তোমায় আমি রক্ষা করব। আর আমি তোমাকে অইহুদীদের কাছে পাঠাচ্ছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তোমার নিজের লোকেদের ও অযিহুদিদের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করব।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 26:17
36 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভু তাঁকে বললেন, তুমি যাও, কারণ সে আমার মনোনীত পাত্র। সে অইহুদীদের কাছে, রাজন্যবর্গের কাছে ও ইসরায়েল জাতির কাছে আমার নাম প্রচার করবে।


ঠিক এই কথাটা ঘোষণা করার জন্যই আমাকে প্রেরিত শিষ্যরূপে নিয়োগ করা হয়েছে। একথা মিথ্যা নয়, সর্বাংশে সত্য। আমি নিযুক্ত হয়এছি যাতে অন্যান্য জাতির মানুষকে প্রকৃত সত্যের স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিতে পারি এবং তাদের মনে বিশ্বাস জন্মাতে পারি।


তোমরা যারা ইহুদী নও, আমি তোমাদেরই বলছি, আমি তোমাদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরিত। এই সেবাব্রতের জন্য আমি গর্ব অনুভব করি।


এ্যাণ্টিয়কে, ইকনিয়ামে ও লুস্ত্রায় আমার উপর যে নির্যাতন হয়েছিল, তা তুমি দেখেছ। কিন্তু প্রভু আমাকে এসব থেকে বাঁচিয়েছেন।


এই সুসমাচারের জন্যই আমি প্রচারক, প্রেরিতশিষ্য এবং শিক্ষকরূপে নিযুক্ত হয়েছি


ঈশ্বরই যে আমাকে বরদান করেছেন, একথা উপলব্ধি করে যাকোব , যোহন ও পিতর, যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে স্বীকৃত —তাঁরা আমাকে ও বার্নাবাসকে করমর্দন করে সহকর্মী বলে গ্রহণ করলেন। স্থির হল, আমরা যাব অইহুদীদের মধ্যে, আর তাঁরা যাবেন ইহুদীদের কাছে।


আপনারা তাহলে এ কথা জেনে যান যে, এখন থেকে ঈশ্বরের এই পরিত্রাণের বার্তা এমন সব জাতির কাছেই পাঠানো হবে যারা ইহুদী নয়। আর তারা তাতে কর্ণপাত করবে।


তুমি ভয় করবে না, আমি সর্বদা তোমার কাছে থাকব, এবং রক্ষা করব তামায় আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


ঈশ্বরদত্ত এই অধিকারবলে যীশুখ্রীষ্টের সেবকরূপে আমি সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করার জন্য নিযুক্ত হয়েছি যাতে তারাও পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয়ে ঈশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গিত হতে পারে।


যেন পৌলকে জেরুশালেমে আনানো হয় কারণ তাঁরা পৌলকে পথেই হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন।


আমি তোমাদের সঙ্গে আছি। কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না। কারণ এই শহরের অনেক লোকই আমার ভক্ত।


খ্রীষ্টীয় মণ্ডলীর সভ্যেরা তখন পৌলকে সঙ্গে সঙ্গে জলপথে পাঠিয়ে দিলেন কিন্তু সীল ও তিমথি সেখানে রয়ে গেলেন।


মণ্ডলীর সভ্যেরা সেদিন রাত্রেই পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে পৌঁছে তাঁরা সেখানকার ইহুদীদের সমাজভবনে গেলেন।


তাঁরা পৌল ও সীলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন ও তাঁদের মুক্ত করে বাইরে নিয়ে এলেন এবং সেই নগর ছেড়ে চলে যেতে অনুরোধ করলেন।


ইহুদীরা তখন শহরের সম্ভ্রান্ত ধর্মপ্রাণা মহিলাদের ও নেতৃস্থানীয় ব্যক্তিদের উত্তেজিত করে তুললেন। শুরু হল পৌল ও বারনাবাসের উপর নির্যাতন। সেই অঞ্চল থেকে তাঁরা বিতাড়িত হলেন।


ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ কিন্তু প্রভু তাকে করেন নিস্তার সকল সঙ্কট থেকে।


আরও বলো, হে আমাদের পরিত্রাতা ঈশ্বর উদ্ধার কর আমাদের জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের উদ্ধার করে একত্রিত কর যেন আমরা তোমায় কৃতজ্ঞতা নিবেদন করতে পারি, যেন তোমার পবিত্র নামের মহিমা ও স্তুতিগান করে ধন্য হতে পারি।


আমি তোমায় এমন কোন জাতির মানুষের কাছে পাঠাচ্ছি না যারা দুর্বোধ্য বিদেশী ভাষায় কথা বলে। তোমায় আমি পাঠাচ্ছি ইসরায়েলীদেরই কাছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন