Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 25:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 কিন্তু আমি দেখলাম মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ এ করেনি। সে নিজে যখন সম্রাটের কাছে আপীল করেছে, আমি একে তাঁর কাছে পাঠানোই স্থির করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 কিন্তু আমি দেখতে পেলাম, এ প্রাণদণ্ডের যোগ্য কোন কাজ করে নি, তবুও এই ব্যক্তি নিজে সম্রাটের কাছ আপীল করাতে একে পাঠাতে স্থির করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 আমি দেখেছি, এ মৃত্যুদণ্ড পেতে পারে এমন কোনো অপরাধ করেনি, কিন্তু যেহেতু সে সম্রাটের কাছে তার আপিল করেছে, আমি তাকে রোমে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 কিন্তু আমি দেখিতে পাইলাম, এ প্রাণদণ্ডের যোগ্য কোন কর্ম্ম করে নাই, তথাপি এ ব্যক্তি আপনি সম্রাটের নিকট আপীল করাতে ইহাকে পাঠাইতে স্থির করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 কিন্তু এর মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধই আমি পাই নি। এ যখন নিজে সম্রাটের কাছে আপীল করেছে, তখন আমি সেখানে একে পাঠাব বলে স্থির করেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 কিন্তু আমি দেখতে পেলাম যে ঐ ব্যক্তি প্রাণ দন্ডের মতো কোনোও কর্ম করে নি। তবে সে নিজেই যখন সম্রাটের কাছে আপীল করেছে তখন আমি তাঁকে সম্রাটের কাছে পাঠানোই ঠিক করলাম।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 25:25
11 ক্রস রেফারেন্স  

সেখানে আমি জানলাম যে তার বিরুদ্ধে ওদের অভিযোগ ওদের বিধানশাস্ত্রের বিতর্কিত বিষয়ে। কিন্তু সেই অভিযোগ তার মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে না।


ফলে প্রচণ্ড বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল। তখন ফরিশীদের মধ্যে থেকে কয়েকজন শাস্ত্র বিশারদ উঠে দাঁড়িয়ে দৃঢ় প্রতিবাদ জানিয়ে বললেন, এই লোকটার কোন অপরাধ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কোন আত্মা বা কোন স্বর্গদূত বাস্তবিকই এর সঙ্গে কথা বলেছিলেন!


তখন পীলাত পুরোহিতদেরর নেতৃবৃন্দ ও জনতাকে বললেন, আমি এই ব্যক্তির কোন অপরাধ খুঁজে পাচ্ছি না।


সভাস্থল ত্যাগ করার পর তাঁরা আলোচনা করে বললেন, এই লোকটি মৃত্যু বা কারাদণ্ডের যোগ্য কোন কাজ করেনি।


পীলাত তাঁকে জিজ্ঞাসা করলেন, সত্য কি? এ কথা বলেই পীলাত আবার বাইরে ইহুদীদের কাছে চলে গেলেন। তাদের বললেন, আমি এর কোন দোষ দেখছি না।


প্রজাদের বিভ্রান্ত করছে —এই অভিযোগে এই লোকটিকে তোমরা আমার কাছে এনেছ। তোমাদের সামনেই আমি একে জেরা করলাম। কিন্তু দেখ, এর সম্বন্ধে তোমরা যে সব অভিযোগ করছ, তার একটিতেও আমি একে দোষী সাব্যস্ত করতে পারলাম না।


তখন নেতৃবৃন্দ এবং জনসাধারণ পুরোহিত ও নবীদের বলল, এই ব্যক্তি আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম নিয়ে আমাদের কাছে এই সব কথা বলেছে, সুতরাং এর মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়।


কিন্তু মাননীয় সম্রাটের কাছে এর সম্বন্ধে নিশ্চিতভাবে আমার লিখে জানাবার কিছুই নেই। তাই আপনাদের সামনে একে এনেছি। রাজা আগ্রিপ্প, বিশেষ করে আপনার কাছে এনেছি, যাতে ওকে জিজ্ঞাসাবাদ করে লেখার মত কিছু পেতে পারি।


যখন আমাদের জলপথে ইটালিতে যাওয়া স্থির হল তখন পৌল ও আর কয়েকজন বন্দীকে জুলিয়াসের হাতে অর্পণ করা হল। জুলিয়াস ছিলেন সম্রাট আগষ্টাসের রাজকীয় সেনাবাহিনীর নায়ক।


তারার আমাকে জেরা করে যখন দেখল যে মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধই আমি করিনি তখন তারা আমাকে মুক্তি দিতে চেয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন