Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 23:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 ‘মহামহিম রাজ্যপাল ফেলিক্সের সমীপে ক্লডিয়াস লিসিয়াসের অভিবাদন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 মহামহিম শাসনকর্তা ফীলিক্সের সমীপে ক্লৌদিয় লুষিয়ের মঙ্গলবাদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 ক্লডিয়াস লিসিয়াসের তরফে, মহামান্য প্রদেশপাল ফীলিক্স সমীপেষু, শুভেচ্ছা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 মহামহিম দেশাধ্যক্ষ ফীলিক্সের সমীপে ক্লৌদিয় লুষিয়ের মঙ্গলবাদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 মহামহিম রাজ্যপাল ফীলিক্স সমীপেষু, ক্লৌদিয় লুদিয়ের অভিবাদন গ্রহণ করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 মহামহিম রাজ্যপাল ফীলিক্স সমীপেষু, ক্লোদিয় লুষিয়ের অভিবাদন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 23:26
9 ক্রস রেফারেন্স  

‘এণ্টিয়ক, সিরিয়া ও সাইলেসিয়ার অইহুদী খ্রীষ্টীয় ভাইদের আমরা; প্রেরিত শিষ্য ও প্রবীণ ভাইয়েরা অভিনন্দন জানাচ্ছি।


পৌল বললেন, মহামান্য ফেস্টাস, আমি উন্মাদ নই। নিগূঢ় সত্যই আমি ব্যক্ত করছি।


সর্বস্থানে সর্বতোভাবে কৃতজ্ঞচিত্তে আমরা তা গ্রহণ করেছি।


আদ্যোপান্ত সমস্ত ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করে এ সম্পর্কে একটি আনুপূর্বিক বিবরণ আপনার জন্য রচনা করা আমি সঙ্গত মনে করলাম,


আশা করি শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে, তখন আমরা সব কথা সাক্ষাতে বলব।


ইসরায়েলীদের দ্বাদশ গোষ্ঠীর প্রবাসীজন সমীপে —ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টেরর দাস যাকোবেরর প্রীতি সম্ভাষণ।


সেই সঙ্গে পৌলের জন্য আরো কয়েকটা অশ্ব মজুত রেখো। তাকে নিরাপদে সোজা নিয়ে যাও রাজ্যপাল ফেলিক্সের কাছে।


তারপর সেনাপতি এই মর্মে একটা চিঠি লিখলেন,


সীজারিয়াতে পৌঁছে তারা সেই চিঠিটা রাজ্যপালকে দিল এবং পৌলকে তাঁর সামনে উপস্থিত করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন