Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 23:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 পৌলের ভাগিনেয় তাদের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে দুর্গের ভতরে পৌলের কাছে গিয়ে এ কথা বলে দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কিন্তু পৌলের ভাগ্নে তাদের এই চক্রান্তের কথা শুনতে পেয়ে চলে গিয়ে দুর্গমধ্যে প্রবেশ করে পৌলকে এসব কথা জানাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 কিন্তু পৌলের ভাগ্নে যখন এই ষড়যন্ত্রের কথা শুনতে পেল, সে সেনানিবাসে গিয়ে পৌলকে সেকথা বলল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কিন্তু পৌলের ভাগিনেয় তাহাদের এই ঘাঁটি বসাইবার কথা শুনিতে পাইয়া চলিয়া গিয়া দুর্গমধ্যে প্রবেশ করিয়া পৌলকে জানাইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 কিন্তু পৌলের এক ভাগ্নে এই চক্রান্তের কথা জানতে পেরে দুর্গের মধ্যে ঢুকে পৌলকে সব কথা জানিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কিন্তু পৌলের বোনের ছেলে তাদের এই ঘাঁটি বসানোর কথা শুনতে পেয়ে দুর্গের মধ্যে চলে গিয়ে পৌলকে জানালো।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 23:16
12 ক্রস রেফারেন্স  

এইভাবে তর্ক যখন চরমে পৌঁছেছে তখন সেনানায়কের ভয় হল যে হয়তো বা তারা পৌলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। তাই তিনি পৌলকে ভীড়ের মধ্যে থেকে বার করে এনে দুর্গের মধ্যে নিয়ে যেতে আদেশ দিলেন।


কারণ এ জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা মাত্র। শাস্ত্রে যেমন আছে, “ঈশ্বর জ্ঞানীদের ধরেনতাদের নিজেদেরই চাতুরীর ফাঁদে।”


তার পরের দিন তারা পৌলকে বাকী পথ নিয়ে যাওয়অর জন্য অশ্বারোহী সৈন্যদের জিম্মায় রেখে দুর্গে ফিরে গেল।


জনতার মধ্যে থেকে এক একজন এক একরকম কথা চীৎকার করে বলতে লাগল। হট্টগোলের মধ্যে তিনি আসল ঘটনা কিছুই বুঝতে পারলেন না।


একমাত্র প্রভু পরমেশ্বরের ইচ্ছাই পালিত হয়, তাঁর নির্দেশ বিনা কিছুই পারে না ঘটতে।


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


চতুর ব্যক্তিদের তিনি তাদের চাতুরীতেই জব্দ করেন, ফন্দীবাজদের ফন্দী অচিরেই হয় ব্যর্থ।


যোনাথন ও অহিমাশ এন-রোগেল-এর ঝরণার ধারে অপেক্ষা করত। পাছে কেউ দেখে ফেলে তাই শহরে ঢুকতে সাহস করত না। একজন দাসী তাদের সব খবর দিয়ে আসত।


দুর্গের মধ্যে পৌলকে আনা হলে তিনি সেনানায়ককে বললেন, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সেনাপতি তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি গ্রীক ভাষা জান দেখছি।


পৌল তখন একজন সেনাপতিকে ডেকে বললেন, এই যুবককে সেনানায়কের কাছে নিয়ে যান। তাঁকে এর কছু কথা বলার আছে।


তারপর হাবিলদারদের আদেশ দিলেন যেন পৌলকে নজরবন্দী করে রাখা হয় এবং তাঁর বন্ধু-বান্ধবদের তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে ও সাহায্য করতে বাধা দেওয়া না হয়।


যে দুর্জন সৎ ব্যক্তির ক্ষতি করে, কিম্বা তার বসতবাড়ি দখল করার চক্রান্ত করে তুমি তার মত হয়ো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন