Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 23:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 এইভাবে তর্ক যখন চরমে পৌঁছেছে তখন সেনানায়কের ভয় হল যে হয়তো বা তারা পৌলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। তাই তিনি পৌলকে ভীড়ের মধ্যে থেকে বার করে এনে দুর্গের মধ্যে নিয়ে যেতে আদেশ দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 এভাবে ভীষণ বিরোধ হলে, পাছে তারা পৌলকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলে, এই ভয়ে প্রধান সেনাপতি হুকুম দিলেন, সৈন্যদল নেমে গিয়ে তাদের মধ্য থেকে পৌলকে কেড়ে দুর্গে নিয়ে যাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 বিতর্ক এমন হিংস্র আকার ধারণ করল সেনানায়ক ভয় পেলেন যে তারা হয়তো পৌলকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। তিনি সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, নিচে নেমে গিয়ে তাঁকে তাদের কাছ থেকে জোর করে নিয়ে আনতে ও সেনানিবাসে নিয়ে যেতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 এইরূপে ভারী বিরোধ হইলে, পাছে তাহারা পৌলকে খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলে, এই ভয়ে সহস্রপতি আজ্ঞা দিলেন, সৈন্যদল নামিয়া গিয়া তাহাদের মধ্য হইতে পৌলকে কাড়িয়া দুর্গে লইয়া যাউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এইভাবে গণ্ডগোল বাড়তে বাড়তে লড়াইয়ে পরিণত হল। সেনাপতি ভয় পেয়ে গেলেন, যে তারা হয়তো পৌলকে টেনে-হিঁচড়ে টুকরো টুকরো করে ফেলবে, তাই তিনি হুকুম দিলেন যেন সৈন্যরা নেমে গিয়ে ইহুদীদের মধ্য থেকে পৌলকে দূর্গে নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 এই ভাবে খুব গন্ডগোল হলে, যদি তারা পৌলকে মেরে ফেলে, এই ভয়ে সেনাপতি আদেশ দিলেন, সৈন্যদল গিয়ে তাদের মধ্যে থেকে পৌলকে দুর্গে নিয়ে যাক।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 23:10
16 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমাদের অন্তরে যদি ঈর্ষার তিক্ততা এবং স্বার্থসিদ্ধির অভিসন্ধি থাকে, তবে গর্বভরে সত্যের অপলাপ করো না।


প্রিয় বন্ধুগণ, শোন, তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক্‌ সংযত কর, অল্পে ক্রুদ্ধ হয়ো না।


রোমীয় সেনানায়ক তখন পৌলকে দুর্গের ভিতরে নিয়ে যাবার আদেশ দিয়ে বললেন যেন তাঁকে চাবুক মেরে তাঁর বিরুদ্দে ওদের বিক্ষোভের কারণ জেরা করে জেনে নেওয়া হয়।


তার পরের দিন তারা পৌলকে বাকী পথ নিয়ে যাওয়অর জন্য অশ্বারোহী সৈন্যদের জিম্মায় রেখে দুর্গে ফিরে গেল।


ইহুদীরা এই ব্যক্তিকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল এবং হত্যা করতে প্রায় উদ্যত হয়েছিল। যখন আমি জানতে পারলাম যে, এই ব্যক্তি রোমীয় নাগরিক তখন আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করলাম।


পৌলের ভাগিনেয় তাদের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে দুর্গের ভতরে পৌলের কাছে গিয়ে এ কথা বলে দিল।


তোমরা আমার প্রজাদের গ্রাস করছ, জীবন্ত অবস্থায় যেন তাদের চামড়া ছাড়িয়ে নিচ্ছ, হাত থেকে মাংস খুলে কুচি কুচি করছ তারপর হাড়গুলি টুকরো টুকরো করে গুঁড়িয়ে ফেলছ।


তোমরা যারা বিস্মৃত হয়েছ ঈশ্বরকে, শোন এই কথা, অন্যথায় আমি তোমাদের সমূলে করব বিনাশ, তোমাদের উদ্ধার করার মত থাকবে না কেউ।


তুমি উদ্ধার না করলে ওরা সিংহের মত ছিনিয়ে নিয়ে যাবে আমায়, চিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে, বাঁচাবার কেউ থাকবে না তখন।


দুর্গের মধ্যে পৌলকে আনা হলে তিনি সেনানায়ককে বললেন, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সেনাপতি তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি গ্রীক ভাষা জান দেখছি।


তারপর তার বিরুদ্ধে তাদের কি অভিযোগ তা জানবার জন্য তাকে সমাজপতি পরিষদের সামনে নিয়ে গেলাম।


বহুবার যাত্রাপথে, নদীবক্ষে, দস্যুদের হাতে, স্বজাতীয় ও বিজাতীয়দের হাতে, নগরে প্রান্তরে, সমুদ্রে বন্ধুবেশী শত্রুদের জন্য বিপদে পড়েছি।


কিন্তু আমরা ওকে গ্রেপ্তার করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন