Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 22:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 সেনানায়ক তাঁকে বললেন, প্রচুর অর্থ ব্যয় করে আমাকে এই নাগরিকত্ব অর্জন করতে হয়এছে। পৌল বললেন, আমি কিন্তু জন্মসূত্রেই রোমীয় নাগরিক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 প্রধান সেনাপতি জবাবে বললেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়ে ক্রয় করেছি। পৌল বললেন, কিন্তু আমি জন্মের দ্বারাই রোমীয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তখন সেনানায়ক তাঁকে বললেন, “আমার নাগরিকত্ব লাভের জন্য আমাকে অনেক টাকা খরচ করতে হয়েছে।” পৌল উত্তর দিলেন, “কিন্তু আমি জন্মসূত্রেই নাগরিক।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 সহস্রপতি উত্তর করিলেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়া ক্রয় করিয়াছি। পৌল কহিলেন, কিন্তু আমি জন্মের দ্বারাই রোমীয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 তখন সেই সেনাপতি বলল, “এই নাগরিকত্ব লাভ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে।” পৌল বললেন, “কিন্তু আমি জন্মসূত্রেই রোমীয়।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 প্রধান সেনাপতি বললেন, এই নাগরিকত্ব আমি অনেক টাকা দিয়ে কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি জন্ম থেকেই রোমীয়।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 22:28
4 ক্রস রেফারেন্স  

সেনানায়ক তখন পৌলের কাছে এসে জিজ্ঞাসা করলেন সত্যি করে বল তুমি কি রোমের নাগরিক? তিনি বললেন, হ্যাঁ।


তখন যারা জেরা করতে যাচ্ছিল তারা সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে দিল। রোমীয় নাগরিক পৌলকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন বলে সেনানায়ক নিজেও খুব ভীত হয়ে পড়লেন।


সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।


অতএব তোমরা একন আর বিদেশী আপরিচিত নও, তোমরা এখন ঈশ্ব-ভক্তদের মহনাগরিক, ঈশ্বরের পরিবারভুক্ত লোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন