প্রেরিত্ 22:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর ইচ্ছা জানবার জন্য, তাঁরই প্রেরিত ধর্মময় পুরুষের দর্শনলাভের জন্য ও তাঁর মুখনিঃসৃত বাণী শ্রবণের জন্য তোমাকে মনোনীত করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে তিনি বললেন, আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ তোমাকে নিযুক্ত করেছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার এবং সেই ধর্মময়কে দেখতে ও তাঁর মুখের বাণী শুনতে পাও; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 “তখন তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পারো ও সেই ধর্মময় ব্যক্তির দর্শন লাভ করো এবং তাঁর মুখের বাণী শুনতে পাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে তিনি কহিলেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে নিযুক্ত করিয়াছেন, যেন তুমি তাঁহার ইচ্ছা জ্ঞাত হও, এবং সেই ধর্ম্মময়কে দেখিতে ও তাঁহার মুখের বাণী শুনিতে পাও; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 “তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহুপূর্বেই মনোনীত করেছেন, যাতে তুমি তাঁর পরিকল্পনা জানতে পার এবং সেই ধার্মিকজনকে দেখতে পাও ও তাঁর রব শুনতে পাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এবং তিনি আমাকে বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার এবং সেই ধার্ম্মিককে দেখতে ও তাঁর মুখের কথা শুনতে পাও; অধ্যায় দেখুন |
প্রিয় বৎস তিমথি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সংযুক্ত থাকলে যে প্রতিশ্রুতিময় জীবন লাভ করা যায়, আমি পৌল ঈশ্বরের ইচ্ছায় সেই জীবনেরর কথা ঘোষণা করার জন্য প্রেরিত শিষ্য নিযুক্ত হয়েছি। আমি তোমাকে এই পত্র লিখছি। ঈশ্বর পিতা এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তোমাকে দান করুন অনুগ্রহ, করুণা ও শান্তি। খ্রীষ্টের প্রতি কর্তব্য