Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 20:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 আমি জানি, আমি চলে যাবার পর হিংস্র নেকড়েরা তোমাদের মাঝে হানা দেবে, মেষপালককে রেহাই দেবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 আমি জানি, আমি গেলে পর দুরন্ত নেকড়েরা তোমাদের মধ্যে প্রবেশ করবে, পালের প্রতি মমতা করবে না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 আমি জানি, আমার চলে যাওয়ার পর, তোমাদের মধ্যে হিংস্র নেকড়েদের আবির্ভাব হবে, তারা মেষপালকে নিষ্কৃতি দেবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 আমি জানি, আমি চলে গেলে ভয়ঙ্কর নেকড়েরা তোমাদের মধ্যে আসবে, তারা ঈশ্বরের এই পালকে ধ্বংস করতে চাইবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 আমি জানি আমি চলে যাওয়ার পর দুরন্ত নেকড়ে তোমাদের মধ্যে আসবে এবং পালের প্রতি মমতা করবে না,

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 20:29
18 ক্রস রেফারেন্স  

ভন্ড নবীদের সম্পর্কে সাবধান হবে। মেষের ছদ্মবেশে এরা তোমাদের কাছে আসে, কিন্তু আসলে এরা হচ্ছে এক একটি হিংস্র নেকড়ে।


একদিন সমাজে যেভাবে ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল, সেইভাবে তোমাদের মাঝেও ভণ্ড গুরুদের আবির্ভাব ঘটবে। তারা সন্তর্পণে সর্বনাশা ভ্রান্ত মত প্রচার করবে। যিনি তাদের উদ্ধার করেছেন, সেই প্রভুকেই তারা অস্বীকার করে নিজেদের বিনাশ দ্রুত ডেকে আনবে।


তোমরা নিজেরা সতর্ক থেকো এবং প্রভুর মণ্ডলীর পালক হিসাবে পবিত্র রাত্মা যাদের ভার তোমাদের হাতে দিয়েছেন, তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখ। কারণ এই মণ্ডলীকে প্রবু নিজেই তাঁরর রক্তমূল্যে আপন করে নিয়েছেন।


কিন্তু বেতনভুক লোক নেকড়ে আসতে দেখলেই মেষপাল ফেলে পালিয়ে যায় কারণ সে মেষপালকও নয় আর মেষগুলিও তার নিজের নয়। নেকড়ে এসে তাদের ধরে নিয়ে যায় এবং মেষপালকে ছত্রভঙ্গ করে দেয়।


তোমরা চলে যাও। নেকড়ে বাঘের মাঝখানে মেষশাবককে পাঠানো যেমন, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি।


দেখ, নেকড়ের পালের মধ্যে মেষের মতই আমি তোমাদের প্রেরণ করছি। কাজেই তোমাদের হতে হবে, সাপের মত চতুর, আর কপোতের মত নিরীহ।


ধিক্‌ সেই অপদার্থ মেষপালককে, যে তার মেষপাল পরিত্যাগ করে, যুদ্ধ বিগ্রহে তার শক্তি খর্ব হবে, তার বাহু অসাড় হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে তার ডান চোখ।


সেই রাজাদের উপর প্রভু পরমেশ্বরের বিচার হবে ভয়াবহ, যারা তাদের প্রজাদের ধ্বংস করে, ছড়িয়ে দেয় চারিদিকে।


তার আমলারা যেন বাঘের মত, তাদের কাছে ঘেঁষা যায় না। তার বিচারকেরা যেন ক্ষুধার্ত নেকড়ে সকাল পর্যন্ত তারা শিকারের কিছু বাকী রাখে না।


জেরুশালেম দেশ, তোমার শত্রুরা উত্তর দিক থেকে ছুটে আসছে! তোমার হাতে যাদের ভার দেওয়া হয়েছিল, তোমার সেই প্রজারা কোথায়, যারা ছিল তোমার গর্বের ধন?


তাদের মধ্যে সরকারি কর্মীরাও নেকড়ের মত তাদের শিকার করা জন্তুর মাংস ছিঁড়ছে। ধনী হবার জন্য তারা নরহত্যা করে।


আমি সদা জাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি ধ্রুব সত্য যে, আমার কথায় মনযোগ দেওয়াই তোমাদের পক্ষে মঙ্গলজনক। মেষপালকের অভাবে বন্য জন্তুরা আমার মেষদের আক্রমণ করেছে এবং খেয়ে ফেলেছে। আমার মেষপালকেরা মেষদের খোঁজার চেষ্টাও করে নি। তারা নিজেদের নিয়েই ব্যস্ত ছিল, মেষদের কথা ভুলেও ভাবেনি।


তাদের এই দুরবস্থায় আবার কিছু লোক দুরভিসন্ধি নিয়ে তাদের সাহায্যে এগিয়েও আসবে।


ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেয়ো না। এই রাজ্য তোমাদের দান করাতেই পিতার পরম আনন্দ।


আহারের পর যীশু শিমোন পিতরকে বললেন, যোহনের পুত্র শিমোন, তুমি কি এদের চেয়ে আমায় বেশি ভালবাস? তিনি বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন, আপনাকে আমি ভালবাসি। যীশু তাঁকে বললেন, তাহলে আমার মেষশাবকদের চরাও।


ঈশ্বরের যে মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন কর। বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, ঈশ্বর যেভাবে চান সেইভাবে। কোন স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহভরে এই কাজ কর।


তাঁরা বলতেন, অন্তিমকালে উপস্থিত হবে এমন সব লোক যারা ধমকে ব্যঙ্গ-বিদ্রূপ করবে, এমন সব মানুষ যারা কামনা বাসনার বসে অধর্মের পথে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন