Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 20:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তাই আজ আমি তোমাদের কাছে বলে যাচ্ছি যে তোমাদের কারো কোন অশুভ পরিণামের জন্য আমি দায়ী নই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 এই কারণ আজ তোমাদেরকে এই সাক্ষ্য দিচ্ছি যে, সকলের রক্তের দায় থেকে আমি মুক্ত;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 সেই কারণে, আমি তোমাদের কাছে আজ ঘোষণা করছি যে, সব মানুষের রক্তের দায় থেকে আমি নির্দোষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 এই কারণ অদ্য তোমাদিগকে এই সাক্ষ্য দিতেছি যে, সকলের রক্তের দায় হইতে আমি শুচি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 তাই আজ আমি তোমাদের কাছে একথা জোর দিয়ে বলছি যে এসত্ত্বেও তোমাদের মধ্যে যারা উদ্ধার পাবে না, ঈশ্বর তাদের বিষয়ে আমাকে দোষী করবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 এই জন্যে আজ তোমাদের কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে, সবার রক্তের দায় থেকে আমি শুচি;

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 20:26
14 ক্রস রেফারেন্স  

তারা যখন তাঁকে বাধা দিল এবং কটুকথা বলল, তিনি নিজের পরণের কাপড় ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের রক্তের জন তোমরাই দায়ী হবে। আমার বিবেকের কাছে আমি নির্দোষ। এখন থেকে আমি অইহুদী জাতিসমূহের কাছে যাব।


মৃত্যুলোক থেকে পুনর্জীবন দিয়ে যীশু যখন লাসারকে সমাধির বাইরে ডেকে এনেছিলেন, সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল তারা যা দেখেছিল ও শুনছিল সেই কথা সকলের কাছে প্রচার করেছিল।


আমি এই সাক্ষ্য দিচ্ছি যে তারা তাদের সাধ্যমত, এমন কি সাধ্যের অতিরিক্ত দান করেছে।


তোমাদের হৃদয়ে আমাদের স্থান দাও, আমরা কারও প্রতি অন্যায় করিনি, কারও ক্ষতি করিনি, কারও কাছ থেকে কোন সুযোগ গ্রহণ করিনি।


আমি ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করে বলছি যে তোমাদের অব্যাহতি দেওয়ার জন্যই আমি এখনও করিন্থে যাইনি।


ঈশ্বরের প্রতি তাদের নিষ্ঠা আছে এ আমি জানি। কিন্তু তাদের এই নিষ্ঠার মূলে ঈশ্বর সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই।


যিনি প্রত্যক্ষদর্শী, তিনি এই সাক্ষ্য দিচ্ছেন।


দেখ, স্বর্গে একজন রয়েছেন, যিনি আমার পক্ষে দাঁড়াবেন, সমর্থন করবেন আমার পক্ষ।


দাউদ যখন এ খবর শুনলেন তিনি বললেন, নেরের পুত্র অবনেরের হত্যার ব্যাপারে আমি ও আমার প্রজারা চিরদিন পরমেশ্বরের কাছে নির্দোষ।


তড়িঘড়ি কারও মাথায় হাত রেখ না। কারও পাপের ভাগী হয়ো না। নিজেকে শুচিশুদ্ধ রেখ।


কিন্তু এখন তোমরা তাঁর সব আদেশ অমান্য করছ, এই কথা বলার জন্য তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি তোমাদের সব কথাই বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন