Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 20:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 এবার আমি পবিত্র আত্মার নির্দেশে জেরুশালেমে যাচ্ছি। জানি না, সেখানে আমার ভাগ্যে কি ঘটবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর এখন দেখ, আমি পাক-রূহের বন্দী হয়ে জেরুশালেমে গমন করছি; সেই স্থানে আমার প্রতি কি কি ঘটবে তা জানি না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 “আর এখন পবিত্র আত্মার দ্বারা বাধ্য হয়ে আমি জেরুশালেমে যাচ্ছি, জানি না, সেখানে আমার প্রতি কী ঘটবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর এখন দেখ, আমি আত্মাতে বদ্ধ হইয়া যিরূশালেমে গমন করিতেছি; সে স্থানে আমার প্রতি কি কি ঘটিবে, তাহা জানি না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 “কিন্তু এখন আমাকে পবিত্র আত্মার নির্দেশ মানতে হবে, তাই আমি জেরুশালেমে যাচ্ছি। সেখানে আমার কি হবে তা আমি জানি না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আর এখন দেখ, আমি আত্মাতে বদ্ধ হয়ে যিরূশালেমে যাচ্ছি; সেখানে আমার প্রতি কি কি ঘটবে, তা জানি না।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 20:22
12 ক্রস রেফারেন্স  

কিন্তু আগামীকাল তোমাদের জীবনে কি ঘটবে তা তোমরা জান না। তোমরা কুয়াশার মতই ক্ষণস্থায়ী, ক্ষণকাল পরেই যা মিলিয়ে যায়।


খ্রীষ্টের প্রেমে আমরা বাঁধা পড়েছি, আমাদের সিদ্ধান্ত এই যে একজন সকলের হয়ে মৃত্যুবরণ করেছেন তখন সকলেরই মৃত্যু হয়েছে।


আমাদের প্রভু যীশু খ্রীষ্ট এ কথা আমার কাছে প্রকাশ করেছেন বলে আমি জানি যে শীঘ্রই আমাকে এ শিবির ছেড়ে যেতে হবে।


ইফিসাসের পাশ কাটিয়এ চলে যাওয়অই পৌলল স্থির করেছিলেন যাতে এশিয়া প্রদেশে তাঁর সময় নষ্ট না হয়। কারণ জেরুশালেএ ফেরার জন্য তিনি ব্যগ্র হয়এ উঠেছিলেন, যাতে পঞ্চাশত্তমীর দিনে সেখানে থাকতে পারেন।


এই সমস্ত ঘটনার পর পৌল ম্যাসিডন ও আখায়া পরিদর্শন করে জেরুশালেমে যাওয়া স্থির করলেন। তিনি বললেন, সেখান থেকে আমি রোমেও যাব।


পৌল এথেন্সে সীল আর তিমথির জন্য অপেক্ষা করছিলেন। এথেন্স নগরীতে বহু দেব-দেবীর মূর্তি দেখে তাঁর অন্তর ব্যথিত হল।


আসন্ন ঘটনার কথা জেনেই যীশু তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজছ তোমরা?


এ হল তারণোৎসবের আগের ঘটনা। যীশু জানতেন, এই পৃথিবী ত্যাগ করে তাঁর পিতার কাচে প্রত্যাবর্তনের লগ্ন সমাগত। এ জগতে যাঁরা তাঁর প্রিয়জন ছিলেন, যাঁদের তিনি খুবই ভালবাসতেন, তাঁদের প্রতি তাঁর ভালবাসার চূড়ান্তরূপ প্রকাশ করলেন।


আমাকে একটি বাপ্তিষ্ম গ্রহণ করতে হবে, সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি উদগ্রীব হয়ে আছি।


যীশুর স্বর্গে নীত হওয়ারর সময় যত এগিয়ে আসতে লাগল, তিনি জেরুশালেমে যাবার জন্য তত বেশী ব্যগ্র হয়ে পড়লেন


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন