Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 2:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 যতদিন আমি তোমার দুশমনদেরকে, তোমার পায়ের তলায় না রাখি।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ করি।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 যে পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পা রাখার জায়গায় পরিণত করি, তুমি আমার ডানদিকে বস।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পা রাখার জায়গায় পরিণত করি।”

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 2:35
18 ক্রস রেফারেন্স  

পরে আমি দেখলাম, সেনাবাহিনীসহ ঐ অশ্বারোহীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই পশু, পৃথিবীরর নৃপতিবৃন্দ এবং তাদের সেনাবাহিনী একত্র হল।


তাহলে শান্তির আধার ঈশ্বর অবিলম্বে শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। মঙ্গলময় প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের সহায় হোন।


যারা উৎপীড়ন করেছে তোমায় সন্তানেরা তাদের আসবে তোমার কাছে শ্রদ্ধায় নতশিরে। যারা একদিন ঘৃণায় তাচ্ছিল্য করেছে তোমায় তারা এসে বন্দনা করবে চরণ তোমার। ‘প্রভু পরমেশ্বরের নগরী’ নামে, ‘ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বরের নগরী সিয়োন’ এই নামে তারা পরিচয় দেবে তোমার।


তিনি তাঁর শত্রুদের কর্ম অনুযায়ী শাস্তি বিধান করবেন, এমন কি দেশের প্রান্ত সীমায় বাস করে যারা, তারাও বাদ পড়বে না।


বৈরী জাতিসমূহ নতি স্বীকার করুক তাঁর কাছে তাঁর শত্রুরা লেহন করুক ধূলি।


আর আমার ঐ শত্রুরা, যারা চায়নি যে, আমি তাদের উপর রাজত্ব করি, তাদের ধরে আন এবং আমার সামনে বধ কর।’


নৃপতিবৃন্দ হবে তোমার পালক পিতা, রাণীরা হবে ধাত্রীস্বরূপা জননী তোমার। নতশিরে তারা সম্মান জানাবে তোমায়, সসম্ভ্রমে আনত হবে তারা সম্মুখে তোমার। তখনই জানবে তুমি , আমিই প্রভু পরমেশ্বর! যারা আমার ভরসায় থাকে, কখনও হতাশ হবে না তারা।


তোমার ও নারীর মাঝে, তোমার বংশে ও নারীর বংশে আমি সৃষ্টি করব বিরোধ। সে তোমার মস্তক চূর্ণ করবে, আর তুমি দংশন করবে তার পাদমূলে।


প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে, যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস, যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।


দাউদ নিজে স্বর্গে যাননি কিন্তু তিনি বলেছেনঃ'প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস,


হে সমগ্র ইসরায়েল জাতি, নিশ্চিতভাবে জেনে রাখুন, যাঁকে আপনারা ক্রুশে বিদ্ধ করেছিলেন, ঈশ্বর সেই যীশুকেই প্রভু এবং খ্রীষ্টরূপে নিযুক্ত করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন