Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 2:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 তুমি দেখাবে আমায় জীবনের পথ, তোমার সান্নিধ্যে আছে পূর্ণ আনন্দ তোমাতেই আছে শাশ্বত সুখ।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 তুমি আমাকে জীবনের পথ জানিয়েছ, তোমার উপস্থিতি দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করবে।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তুমি আমার কাছে জীবনের পথ অবগত করেছ, তোমার সামনে আমায় আনন্দে পূর্ণ করবে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 তোমার সান্নিধ্যে আমার জীবন তুমি আনন্দে ভরিয়ে দেবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 তুমি আমাকে জীবনের পথ দেখিয়েছ, তোমার শ্রীমুখ দিয়ে আমাকে আনন্দে পূর্ণ করবে।”

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 2:28
14 ক্রস রেফারেন্স  

তুমি দেখাবে আমায় জীবনের পথ, আছে পূর্ণ আনন্দ তোমারই সান্নিধ্যে, তোমাতেই আছে শাশ্বত সুখ।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর, কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


হে প্রভু পরমেশ্বর, আমাকে জানাও তোমার পথ, চলতে শিখাও আমাকে তোমারই পথে।


তুমি ধন্য করেছ তাঁকে অনন্ত আশিসে তোমার সঙ্গসুখে করেছ আনন্দিত।


আমাদের বিশ্বাসের অগ্রনায়ক ও সিদ্ধিদাতা যীশুর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি। তিনি বাবী আনন্দ লাভের জন্য ক্রুশে মৃত্যুর চরম অপমান উপেক্ষা করেছেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


কিন্তু আমি ন্যায়ের পথে থেকে দর্শন করব তোমার শ্রীমুখ, ধন্য হব তোমার রূপের মাধুরীতে নিদ্রাভঙ্গে আমি যখন হব জাগ্রত।


তার কাছে যারা যায় তারা কেউ ফেরে না খুঁজে পায় না বাঁচার পথ।


আমি ধর্মপথে চলি, ন্যায়ের পথই আমার পথ।


তিনি জীবন ভিক্ষা করেছিলেন তোমার কাছে, তুমি জীবন দিয়েছ তাঁকে দিয়েছ তাঁকে দীর্ঘ পরমায়ু।


যীশু বললেন, আমিই পথ। আমিই সত্য এবং আমিই জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না।


জানি তুমি আমায় মৃত্যুলোকে দেবে না বিসর্জন, যেখানে তিমি নেই সেখানে ভক্তকে তোমার দেবে না যেতে কোনদিন।


ভাইসব, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, সেই পিতৃপুরুষ দাউদেরর মৃত্যু হয়েছিল এবং তিনি সমাধিলাভ করেছিলেন। আজও তাঁর সমাধি বিদ্যমান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন