Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 2:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত করে পুনর্জীবিত করলেন। কারণ তাঁকে কবলিত করার সাধ্য মৃত্যুর ছিল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 কিন্তু আল্লাহ্‌ মৃত্যু-যন্ত্রণা থেকে মুক্ত করে তাঁকে উঠিয়েছেন; কেননা তাঁকে ধরে রাখবার সাধ্য মৃত্যুর ছিল না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুযন্ত্রণা থেকে মুক্ত করে মৃত্যুর কবল থেকে উত্থাপিত করেছেন, কারণ মৃত্যুর পক্ষে তাঁকে ধরে রাখা অসম্ভব ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 ঈশ্বর মৃত্যু-যন্ত্রণা মুক্ত করিয়া তাঁহাকে উঠাইয়াছেন; কেননা তাঁহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 যীশু মৃত্যু যন্ত্রণা ভোগ করলেন, কিন্তু ঈশ্বর সেই বিভীষিকা থেকে তাঁকে উদ্ধার করলেন। ঈশ্বর যীশুকে মৃতদের মধ্য থেকে তুলে আনলেন। মৃত্যু যীশুকে তার কবলে রাখতে সক্ষম হল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 ঈশ্বর মৃত্যু যন্ত্রণা শিথিল করে তাঁকে মৃত্যু থেকে তুলেছেন; কারণ তাঁকে ধরে রাখা মৃত্যুর সাধ্য ছিল না।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 2:24
45 ক্রস রেফারেন্স  

ঈশ্বর প্রভুকে পুনরুত্থিত করেছেন এবং আপন ক্ষমতাবলে আমাদেরও পুনরুত্থিত করবেন।


তাঁর জন্যই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ, ঈশ্বর মৃত্যুলোক থেকে তাঁকে পুনরুজ্জীবিত করে মহিমান্বিত করেছেন যেন তোমরা তোমাদের বিশ্বাস ও আস্থা ঈশ্বরেই স্থাপন করতে পার।


বাপ্তিষ্মের মাধ্যমে তোমরা তাঁর সঙ্গে সমাধিলাভ করেছ এবং যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন সেই ঈশ্বরের সক্রিয় শক্তিতে বিশ্বাস করে তোমরাও তাঁর সঙ্গে পুনরুত্থিত হয়েছ।


এই যীশুকেই ঈশ্বর পুনরুত্থিত করলেন। আমরা সকলে তার সাক্ষী।


খ্রীষ্টের মধ্যেই তাঁর এই শক্তি বিকশিত হয়েছে যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থিত করে স্বর্গলোকে নিজের দক্ষিণ পার্শ্বে আসন দান করেছেন।


কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি স্বেচ্ছায় এ জীবন বিসর্জন দিচ্ছি। জীবনদান করার অধিকার আমার আছে এবং আবার ফিরে পাবার অধিকারও আমার রয়েছে। পিতার কাছ থেকেই এই অধিকার আমি পেয়েছি।


আমরা জানি, ঈশ্বর প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, তিনিই যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং আমাদের সঙ্গে তোমাদেরও নিজের সান্নিধ্যে নিয়ে আসবেন।


মৃতলোক থেকে যীশুকে যিনি পুনর্জীবিত করেছেন, তাঁর আত্মা যদি তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন, তবে তোমাদের অন্তরস্থ সেই আত্মার শক্তিতেই তিনি তোমাদের নশ্বর দেহে জীবন সঞ্চার করবেন।


বাপ্তিষ্মের মাধ্যমে আমরা তাঁর সঙ্গে মৃত্যুবরণ করেছি, সমাহিত হয়েছি। তাই পিতা ঈশ্বরের মহিমায় খ্রীষ্ট যেমন মৃত্যুলোক থেকে পুনর্জীবিত হয়েছেন, তেমনি আমরাও নবায়িত জীবনে উত্তীর্ণ হব।


মেষপালের মহান পালক আমাদের প্রভু যীশুকে ঈশ্বর মৃতলোক থেকে ফিরিয়ে এনেছেন। তাঁর সিঞ্চিত রক্তের গুণে চিরস্থায়ী সন্ধি স্থাপিত হয়েছে। শান্তিদাতা ঈশ্বর তাঁর ইচ্ছা সাধনের উদ্দেশ্যে সর্বপ্রকার সদ্‌গুণে তোমাদের বিভূষিত করুন। যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের তিনি তাঁর মনোমত করে গড়ে নিন। যুগে যুগে তাঁরই মহিমা হোক। আমেন।


এবং স্বর্গ থেকে তাঁর পুত্র যীশুর আগমনের প্রতীক্ষায় রয়েছ, যাঁকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, এবং যিনি আসন্ন ক্রোধের দণ্ড থেকে আমাদের রক্ষা করবেন।


কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস কর যে ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে পুনর্জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ লাভ করবে।


যিনি আমাদের প্রভু যীশুকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, আমরা তাঁর উপরে আমাদের বিশ্বাস ন্যস্ত করেছি। তা-ই আমাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য হবে।


কারণ তিনি একটা দিন স্থির করেছেন। সেইদিন তিনি তাঁরর নিযুক্ত এক ব্যক্তিকে দিয়ে সমগ্র জগতের বিচার করবেন। এ কথা যে নিশ্চিত তার প্রমাণস্বরূপ তিনি তাঁকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন।


কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে তুলে আনলেন।


আর হত্যা করলে এমন ব্যক্তিকে, যিনি উন্মুক্ত করেছেন জীবনের পথ। কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, আমরা তার সাক্ষী।


গালাতীয়ার সমস্ত মণ্ডলীর কাছে আমি প্রেরিত শিষ্য পৌল এবং আমার সঙ্গীরা এই পত্র লিখছি। কোন মানুষের সুপারিশে বা কোন মানুষের দ্বারা প্রেরিতশিষ্য পদে আমি নিযুক্ত হইনি। স্বয়ং যীশু খ্রীষ্ট এবং যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই পিতা ঈশ্বরই আমাকে নিযুক্ত করেছেন।


অধর্মের পথ থেকে তোমাদের প্রত্যেককে ফিরিয়ে এনে আশীর্বাদ করার জন্য ঈশ্বর তাঁর সেবককে মনোনীত করে সর্বাগ্রে তোমাদের কাছেই পাঠিয়েছিলেন।


তাছাড়া এও প্রমাণিত হবে যে ঈশ্বর সম্পর্কে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছি কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে এই সাক্ষ্য দিয়েছি যে তিনি খ্রীষ্টকে পুনরুত্থিত করেছেন। কিন্তু মৃতদের পুনরুত্থান যদি না হয় তাহলে তিনি তাঁকে পুনরুত্থিত করেননি।


কিন্তু ঈশ্বর যাঁকে পুনরুত্থিত করেচেন, তিনি অবক্ষয়ের অধীন হননি!


তাহলে শুনুন আপনারা সকলে, জেনে রাখুক ইসরায়েল জাতির সর্বজন। নাসরতের যীশু খ্রীষ্টের নামের গুণে, যাঁকে আপনারা ক্রুশে বিদ্ধ করেছিলেন আর ঈশ্বর যাঁকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, তাঁরই নামের গুণে এই ব্যক্তি আপনাদের সামনে সুস্থ সবল দেহে দাঁড়িয়ে আছে।


কারণ মৃত্যুলোক থেকে যীশু পুনরুত্থিত হবেন, শাস্ত্রের এই বাণীর প্রকৃত মর্ম তখনও পর্যন্ত তাঁরা বুঝতে পারেন নি।


হে প্রভু পরমেশ্বর আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র আমি, সেবক তোমার, সকল বন্ধন থেকে আমায় তুমিই করেছ মুক্ত।


ভয় করো না, আমিই আদি এবং অন্ত। আমি জীবন্ময়, আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু দেখ এখন আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত। মৃত্যু ও পাতালের চাবি রয়েছে আমার হাতে।


একথা যদি প্রচার করা হয় যে খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে উজ্জীবিত হয়েছেন, তাহলে তোমাদের কিছু লোক কি করে বলে যে মৃতদের পুনরুত্থান হবে না?


খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন এবং পুনর্জীবিত হয়েছেন, জীবিত ও মৃত সকলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য।


সুতরাং কে আমাদের দোষী করতে পারে? খ্রীষ্ট যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছন, শুধু তা-ই নয়, মৃত্যুলোক থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে আছেন, আর আমাদের পক্ষ সমর্থন করছেন।


তারা বিশ্বাস করতে পারল না-কারণ এ সম্বন্ধে নবী যিশাইয় আরও বললেনঃ


আমাদের স্বজাতির মৃতজনেরা আবার বেঁচে উঠবে, তাদের শবদেহে আবার হবে প্রাণের সঞ্চার।! নিদ্রাগত যারা সমাধিগুহায়, জাগ্রত হবে তারা, মুখরিত হবে আনন্দ সঙ্গীতে! উজ্জ্বল শিশিরকণা যেমন সঞ্জীবিত করে ধরণীকে, সেইভাবে প্রভু পরমেশ্বর মৃতজনকে করবেন সঞ্জীবিত।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মৃত্যুকে ধ্বংস করবেন চিরতরে।! তিনি মুছে দেবেন সকলের চোখের জল পৃথিবীর বুক থেকে মুছে দেবেন আপন প্রজাদের দুর্নাম। প্রভু পরমেশ্বর স্বয়ং এ কথা বলেছেন।


সন্তানেরা একই রক্তমাংস সম্ভূত, সুতরাং তিনি নিজেও সেই রক্তমাংসের স্বভাব পরিগ্রহ করলেন যেন মৃত্যুবরণের মধ্যে দিয়ে তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করেন এবং


হে মহামান্য, আমাদের মনে পড়ছে, সেই প্রতারক তার জীবিতকালে বলেছিল, তিনদিন পরে আমি পুনরুত্থিত হব।


তাঁর এ দুঃখ-যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়ন, দেখলেন প্রভু পরমেশ্বর! তিনি আরোগ্য দান করলেন তাঁর ভক্তদাসকে, দান করলেন তাঁকে দীর্ঘজীবন, এই ভক্তদাসই পূর্ণ করবেন প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।


ঈশ্বরের বাণী যাদের কাছে প্রকাশিত হয়েছে, তাদেরই বলা হয়েছে ‘দেবতা'-শাস্ত্রবাক্যের কখনও অন্যথা হতে পারে না।


হে মৃতলোক, গ্রাস কর ওদের, মৃত্যুর করাল কবল থেকে ওদের রক্ষা করব না আমি। হে মৃত্যু, আন তোমার মহামারীর মারণাস্ত্র! হে মৃতলোক, সংহার কর ওদের, কারণ ওদের প্রতি আমার বিন্দুমাত্র করুণা নেই।


ভাইসব! যে যিহুদা যীশুকে বন্দী করার জন্য শত্রুপক্ষকে পথ দেখিয়ে এনেছিল, তার সম্পর্কে পবিত্র আত্মা দাউদের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, শাস্ত্রে উদ্ধৃত সেই বাণী পূর্ণ হয়েছে।


কিন্তু আসিরীয় সম্রাটের মনে অন্য এ ভয়ঙ্কর পরিকল্পনা আছে। সে বহু জাতিকে ধ্বংস করার সঙ্কল্প নিয়েছে।


যাঁকে তোমরা ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছ, সেই যীশুকে আমাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর পুনরুত্থিত করেছেন।


এবং শাস্ত্রের বচন অনুসারেই তিনি তৃতীয় দিবসে পুনরুজ্জীবিত হয়েছে।


প্রকৃত সত্য এই যে, খ্রীষ্ট মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন। তাই একথা সুনিশ্চিত যে যারা নিদ্রাগত হবে, তারাও পুনরুত্থিত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন