Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 2:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 হে ইসরায়েলী জনসাধারণ, আমার কথা শুনুন। নাসরত নিবাসী যীশুর কথা আমি বলছি। তিনি ছিলেন ঈশ্বরের মনোনীত ব্যক্তি। তাঁর অলৌকিক কীর্তির মাধ্যমেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। এই সমস্ত অলৌকিক কার্য, লক্ষণ ও নিদর্শন কার্য তাঁর মাধ্যমে ঈশ্বরই আপনাদের মধ্যে সাধন করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 হে ইসরাইল লোকেরা, এসব কথা শোন। নাসরতীয় ঈসা কুদরতি-কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্নগুলো দ্বারা তোমাদের কাছে আল্লাহ্‌-কর্তৃক প্রমাণিত মানুষ; তাঁরই দ্বারা আল্লাহ্‌ তোমাদের মধ্যে ঐ সমস্ত কাজ করেছেন, যা তোমরা নিজেরাই জান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 “হে ইস্রায়েলবাসী, একথা শুনুন, নাসরতীয় যীশু অনেক অলৌকিক কাজ, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে প্রকাশ্যে আপনাদের কাছে ঈশ্বরের দ্বারা স্বীকৃত মানুষ ছিলেন। সেইসব কাজ ঈশ্বর তাঁরই মাধ্যমে সম্পন্ন করেছেন, যেমন আপনারা নিজেরাই অবগত আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 হে ইস্রায়েলীয়েরা, এই সকল কথা শুন। নাসরতীয় যীশু পরাক্রম-কার্য্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্নসমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্ত্তৃক প্রমাণিত মনুষ্য; তাঁহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ঐ সকল কার্য্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জান;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 “হে ইহুদী ভাইরা, একথা শুনুন: নাসরতীয় যীশুর দ্বারা ঈশ্বর বহু অলৌকিক ও আশ্চর্য কাজ করে আপনাদের কাছে প্রমাণ দিয়েছেন যে তিনি সেই ব্যক্তি যাঁকে ঈশ্বর পাঠিয়েছেন; আর আপনারা এই ঘটনাগুলি জানেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 হে ইস্রায়েলের লোকেরা এই কথা শুনুন। নাসরতের যীশু অলৌকিক, পরাক্রম ও চিহ্ন কাজের মাধ্যমে আপনাদের কাছে ঈশ্বর থেকে প্রমাণিত মানুষ, তাঁর মাধ্যমে ঈশ্বর আপনাদের মধ্য এই সমস্ত কাজ করেছেন, যেমন আপনারা সবাই জানেন;

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 2:22
42 ক্রস রেফারেন্স  

তিনি একদিন রাত্রিবেলায় যীশুর কাছে এসে বললেন, গুরুদেব আমরা জানি, আপনি ঈশ্বরপ্রেরিত শিক্ষাগুরু। ঈশ্বর সহায় না থাকলে আপনার মত এরকম ঐশীশক্তির নিদর্শন কেউ দেখাতে পারে না।


তাহলে শুনুন আপনারা সকলে, জেনে রাখুক ইসরায়েল জাতির সর্বজন। নাসরতের যীশু খ্রীষ্টের নামের গুণে, যাঁকে আপনারা ক্রুশে বিদ্ধ করেছিলেন আর ঈশ্বর যাঁকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, তাঁরই নামের গুণে এই ব্যক্তি আপনাদের সামনে সুস্থ সবল দেহে দাঁড়িয়ে আছে।


কিন্তু আমি যদি ঈশ্বরের পরাক্রমে অপদেবতা দূর করে থাকি তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের রাজ্য তোমাদেরর মাঝে নেমে এসেছে।


কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার সাহায্যে অপদেবতাদের তাড়িয়ে থাকি তাহলে বুঝতে হবে ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যে সমাগত।


এই ঘটনা দেখে জনতা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল এবং ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন দেখে তাঁর জয়গান করতে লাগল।


ঈশ্বর নানাপ্রকার অলৌকিক কার্য, লক্ষণ ও ঐশী শক্তির প্রকাশের মাধ্যমে এবং তাঁর ইচ্ছানুযায়ী পবিত্র আত্মার নানাবিধ বর দান করে এই বিষয়ের প্রমাণ দিয়েছেন।


অত্যন্ত ধৈর্যের সঙ্গে তোমাদের মধ্যে আমি ঈশ্বরের শক্তিতে যেসব অলৌকিক কাজ করেছি তা থেকেই তোমরা প্রমাণ পেয়েছ যে আমি প্রকৃতই প্রেরিত শিষ্য।


মহারাজ এ বিষয়ে খুব ভাল করেই জানেন। তাঁর কাছেই আমি সব কথা খোলাখুলি বলতে পারব। এই সমস্ত বিষয় সম্বন্ধে তিনি যে ওয়াকিবহাল নন, এ কথা আমি বিশ্বাস করি না কারণ ঘরের কোণে গোপনে এ ঘটনা ঘটেনি।


আমি একসময় ভেবেছিলাম, নাসরতের যীশুর সক্রিয় বিরোধিতা করাই আমার কর্তব্য।


আমরা দেখেছি এই লোকটি খুবই বিপজ্জনক। এ নাসরতী সম্প্রদায়ের একজন সর্দার বিশেষ। সারা পৃথিবী জুড়ে এই ব্যক্তি ইহুদীদের মধ্যে অন্তর্বিরোধের ইন্ধন জোগাচ্ছে।


আমি বললাম, ‘প্রভু কে আপনি?’ তিনি আমাকে বললেন, ‘আমি নাসরতের যীশু, যাঁকে তুমি নির্যাতন করছ।’


হে ইসরায়েলী ভাইসব, এই লোকটাকে ধর। এই লোকটা সারা দুনিয়ায় আমাদের জাতি, বিধানশাস্ত্র এবং এই মন্দিরের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। উপরন্তু এখন কয়েকজন অইহুদীকে মন্দিরের ভিতরে এনে এই পবিত্র স্থান অশুচি করছে।


এণ্টিয়কে ফিরে গিয়ে তাঁরা সমবেত মণ্ডলীর কাছে ঈশ্বর তাঁদের কাজে কিভাবে সাহায্য করেছেন, কিভাবে তিনি অইহুদীদের বিশ্বাসের দ্বার খুলে দিয়েছেন —সমস্ত কথা বললেন।


পৌল তখন উঠে দাঁড়ালেন এবং হাত তুলে ইশারা করে বলতে আরম্ভ করলেন, হে ইসরায়েলী ভাইসব! তোমরা যারা ঈশ্বরের উপাসনা কর, আমার কথা শোন।


ঐ নাসরতের যীশু নাকি এই স্থান ধ্বংস করবে ও মোশি আমাদের যে বিধিব্যবস্থা দিয়ে গেছেন, সমস্ত বদলে দেবে —এই কথা আমরা ওকে বলতে শুনেছি।


তারপর তিনি সভার সদস্যদের বললেন, হে ইসরায়েলল কুলোদ্ভব ব্যক্তিবৃন্দ! এই ব্যক্তিদের সম্পর্কে কিছু করার আগে আমাদের সাবধান হওয়া উচিত।


তাই দেখে পিতর সকলকে সম্বোধন করে বললেন, হে ইসরায়েলী জনগণ, এতে কেন তোমরা এত অবাক হচ্ছ? কেনই বা তোমরা আমাদের দিকে এমন করে চেয়ে আছ, যেন আমরা নিজেদের শক্তিতে অথবা নিজস্ব পুণ্যে একে হাঁটবার শক্তি দিয়েছি?


পীলাত সেই সঙ্গে একটি অভিযোগপত্র লিখে দিয়েছিলেন। সেটি যীশুর ক্রুশের উপরে টাঙ্গিয়ে দেওয়া হল। তাতে লেখা ছিল, “নাসরতের যীশু, ইহুদীদের রাজা”।


তাদের মাঝে অনন্যপূর্ব কীর্তি যদি আমি সাধন না করতাম তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু তারা আমার কীর্তি দেখা সত্ত্বেও আমাকে ও আমার পিতাকে-উভয়কেই ঘৃণা করেচে।


মৃত্যুলোক থেকে পুনর্জীবন দিয়ে যীশু যখন লাসারকে সমাধির বাইরে ডেকে এনেছিলেন, সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল তারা যা দেখেছিল ও শুনছিল সেই কথা সকলের কাছে প্রচার করেছিল।


তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা একটি সভায় মিলিত হয়ে বললেন, এখন আমরা কি করব? এই লোকটি ঐশী শক্তিসম্পন্ন সমস্ত কাজ করছে।


পিতার অভিপ্রেত কর্ম যদি আমি না করি তাহলে আমাকে তোমরা বিশ্বাস করো না।


ঐ ব্যক্তি যদি ঈশ্বরের কাছ থেকে না আসতেন তাহলে তিনি কিছুই করতে পারতেন না।


জনতার অনেকেই তাঁকে বিশ্বাস করল। তারা বলল, মশীহ যখন আসবেন তখন তিনি কি এঁর চেয়েও বেশি ঐশীলক্ষণযুক্ত কাজ করবেন?


নশ্বর খাদ্যের জন্য নয়, বরং অনন্তজীবনদায়ী অবিনশ্বর খাদ্যের জন্য পরিশ্রম কর। মানবপুত্র তোমাদের সেই খাদ্য দান করবেন। কারণ পিতা ঈশ্বর তাঁকেই সেই অধিকার দিয়েছেন।


যীশুর এই ঐশীশক্তির নিদর্শন দেখে লোকেরা বলল, নিশ্চয়ই ইনিই সেই নবী, জগতে যাঁর আবির্ভাব হবার কথা।


কিন্তু যোহনের সাক্ষ্যের চেয়েও মহত্তর সাক্ষ্য আমার পক্ষে আছে। পিতা যে সমস্ত কাজের ভার আমার উপর অর্পণ করেছেন, যে সমস্ত কাজ আমি করছি তার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে আমি পিতারই প্রেরিত।


যীশু তাঁকে বললেন, ঐশীশক্তির নিদর্শন কিম্বা অদ্ভুত কিছু না দেখলে কি তোমরা বিশ্বাস করতে পার না? সেই রাজকর্মচারী তাঁকে অনুরোধ করে বললেন,


নথনেলের সঙ্গে ফিলিপের দেখা হলে ফিলিপ তাঁকে বললেন, বিধানশাস্ত্রে মোশি যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন, আমরা তাঁর দেখা পেয়েছি। ইনি নাসরত নিবাসী যীশু, যোষেফের পুত্র।


তাঁদের মধ্যে যাঁর নাম ক্লিওপা, তিনি বললেন, আপনিই দেখছি জেরুশালেমের একমাত্র প্রবাসী যিনি এই কয়দিনে সেখানে যা ঘটে গেছে তার কিছুই জানেন না।


নাজারেথ নামে এক জনপদে বাস করতে লাগলেন। এভাবে পূর্ণ হল নবীদের এই ভবিষ্যদ্বাণী : নাজারীয় নামে তিনি আখ্যাত হবেন।


প্রভু পরমেশ্বর বলেনঃ হে যাকোব, তুমি দুর্বল, নগণ্য হলেও ভয় করো না, আমি তোমায় সহায়। আমিই ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর তোমার পরিত্রাতা।


আমি ঊর্ধ্বে আকাশে দেখাব নানা অলৌকিক লক্ষণ,নীচে, পৃথিবীতে দেখাব বহুতর নিদর্শন,


প্রেরিত শিষ্যদের নানা আশ্চর্য ও অলৌকিক কাজ করতে দেখে সকলের মনে ভয় ও সম্ভ্রম জাগ্রত হল।


পিতর তাকে বললেন, সোনা-রূপো আমার কিছুই নেই, কিন্তু আমার যা আছে, তাই তোমাকে দিচ্ছি। নাসরত নিবাসী যীশু খ্রীষ্টের নামে তুমি হেঁটে বেড়াও।


লোকে তাকে বলল, নাসরতের যীশু আসছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন