Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 19:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 তাঁর কয়েকজন বন্ধুস্থানীয় প্রাদেশিক শাসনকর্তাও তাঁকে অনুরোধ করে পাঠালেন যেন তিনি রঙ্গমঞ্চের দিকে না যান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 আর এশিয়ার কর্মকর্তাদের মধ্যে কয়েক জন তাঁর বন্ধু ছিলেন বলে তাঁর কাছে লোক পাঠিয়ে এই নিবেদন করলেন, যেন তিনি রঙ্গভূমিতে নিজের বিপদ ঘটাতে না যান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 এমনকি, পৌলের বন্ধুস্থানীয় কয়েকজন প্রাদেশিক কর্মকর্তা তাঁর কাছে বার্তা পাঠিয়ে অনুনয় করলেন, রঙ্গমঞ্চে গিয়ে তিনি যেন বিপদের ঝুঁকি না নেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 আর এশিয়ার অধ্যক্ষদের মধ্যে কয়েক জন তাঁহার বন্ধু ছিলেন বলিয়া তাঁহার কাছে লোক পাঠাইয়া এই নিবেদন করিলেন, যেন তিনি রঙ্গভূমিতে আপনার বিপদ ঘটাইতে না যান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 সেই প্রদেশের কয়েকজন নেতা যাঁরা তাঁর বন্ধু ছিলেন, তাঁরা পৌলের কাছে লোক পাঠিয়ে অনুরোধ করলেন যেন তিনি রঙ্গভূমিতে গিয়ে নিজের বিপদ ডেকে না আনেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 আর এশিয়ার প্রধানদের মধ্যে কয়েক জন তাঁর বন্ধু ছিল বলে তাঁর কাছে লোক পাঠিয়ে এই অনুরোধ করলেন, যেন তিনি রঙ্গভূমিতে নিজের বিপদ ঘটাতে না যান।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 19:31
8 ক্রস রেফারেন্স  

এইভাবে দুবছর কেটে গেল, ফলে এশিয়া প্রদেশের সমস্ত অধিবাসী, গ্রীক এবং ইহুদী নির্বিশেষে সকলেই প্রভুর বাণী শ্রবণ করল।


আমরা এবং সেখানকার সকলে এ কথা শুনে পৌলকে একান্তভাবে আনুরোধ করে বলতে লাগলাম যেন তিনি জেরুশালেমে যান।


সেখান থেকে তাঁরা ফ্রিজিয়া ও গালাতীয়া অঞ্চলে পরিভ্রমণ করতে লাগলেন, কারণ পবিত্র আত্মা তাঁদের এশিয়া প্রদেশে সুসমাচার প্রচার করতে নিষেধ করেছিলেন।


মানুষ যদি তার আচরণে প্রভুকে প্রসন্ন করে, তাহলে তিনি তার শত্রুদেরও মিত্রে পরিণত করেন।


একজন কুষ্ঠরোগী যীশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করে বলল, প্রবু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচি করতে পারেন।


সারা শহরে হৈ চৈ বেধে গেল। জনতা পৌলের সহযাত্রী দুই ম্যাসিডনবাসী গাইয়াস ও আরিস্টারকাসকে ধরে টানতে টানতে নিয়ে গেল পৌর রঙ্গমঞ্চে।


পৌল জনতার সামনে যেতে চাইলেন কিন্তু শিষ্যেরা তাঁকে যেতে দিলেন না।


ইতিমধ্যে সভার সমস্ত লোক বিভ্রান্ত হয়ে পড়েছিল। বিভিন্ন জন বিভন্ন ধরণের কথা বলে চীৎকার করছিল। তাদের অধিকাংশ লোকই জানত না যে কেই এই সমাবেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন