Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 19:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এ ঘটনার কথা গ্রীক-ইহুদী নির্বিশেষে ইফিসাসের সকলের কাছে ছড়িয়ে পড়ল। সকলে তখন সন্ত্রস্ত হয়ে উঠল এবং প্রভুর যীশুর নাম মহিমান্বিত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আর এই কথা ইফিষ-নিবাসী ইহুদী ও গ্রীক সকলেই জানতে পেল, তাতে সকলে খুব ভয় পেল এবং প্রভু ঈসার নাম প্রশংসিত হতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 ইফিষে বসবাসকারী ইহুদি ও গ্রিকেরা একথা জানতে পেরে সবাই ভয়ে আড়ষ্ট হয়ে পড়ল এবং প্রভু যীশুর নাম মহিমান্বিত হয়ে উঠল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আর ইহা ইফিষ-নিবাসী যিহূদী ও গ্রীক সকলেই জানিতে পাইল, তাহাতে সকলে ভয়গ্রস্ত হইল, এবং প্রভু যীশুর নাম মহিমান্বিত হইতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 ইহুদী ও গ্রীক যারা ইফিষে থাকত, তারা সবাই এই ঘটনার কথা জানতে পারল। এর ফলে তাদের সকলের মধ্যে ত্রাসের সঞ্চার হল আর প্রভুর নাম সমাদৃত হল। লোকেরা যীশুর নামকে আরও উচ্চ সম্মান দিতে লাগল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 আর তা ইফিষের সমস্ত যিহূদী ও গ্রীক লোকেরা জানতে পারল, তাতে সকলে ভয় পেয়ে গেল এবং প্রভু যীশুর নামের গৌরব করতে লাগল।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 19:17
22 ক্রস রেফারেন্স  

আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মাঝে মহিমান্বিত হোক এবং তোমরাও তাঁকে আশ্রয় করে গৌরবান্বিত হও।


শেষ কথা এই, বন্ধুগণ, তোমরা আমাদের জন্য প্রার্থনা করো যেন প্রভুর বাণী অবাধে প্রচারিত ও সসম্মানে গৃহীত হয়, যেমন তোমাদের মাঝে হয়েছে।


আমার একান্ত ইচ্ছা ও আশা এই যে আমি কখনও লজ্জায় পড়ব না। বরং আমি সাহসভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সবসময় যেমন করে এসেছি আজও তেমনি আমি বাঁচি কিম্বা মরি, আমার সমগ্র সত্ত্বা দিয়ে খ্রীষ্টই হবেন মহিমান্বিত।


রাজ্যপাল এই ঘটনা দেখে খ্রীষ্টে বিশ্বাস করলেন এবং প্রভুর সম্বন্ধে জ্ঞানলাভ করে গভীরভাবে প্রভাবিত হলেন।


সমস্ত মণ্ডলীর লোক এবং আর যারা শুনল এই ঘটনার কথা, সবাই খুব শঙ্কিত হয়ে পড়ল।


এ কথা শোনামাত্র অননীয় মাটিতে পড়ে গিয়ে মারা গেল। আর যারা এ কথা শুনল, সকলেই ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল।


ইফিসাসে গিয়ে তিনি তাদের কাছে বিদায় নিয়ে একা গেলেন ইহুদীদের সমাজভবনে এবং তাদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন।


বাইরের অন্য কেউ তাঁদের সঙ্গে যোগ দিতে সাহস করত না। তবে সাধারণ লোকের মনে তাঁদের প্রতি অসামান্য শ্রদ্ধা ছিল।


প্রেরিত শিষ্যদের নানা আশ্চর্য ও অলৌকিক কাজ করতে দেখে সকলের মনে ভয় ও সম্ভ্রম জাগ্রত হল।


এই দেখে সকল সসম্ভ্রমে ঈশ্বরের স্তুতি করতে লাগল আর বলল, আমাদের মধ্যে এক মহান নবীর আবির্ভাব হয়েছে। কেউ বা বলতে লাগল, ঈশ্বর তাঁর প্রজাদের উপর কৃপাদৃষ্টি করেছেন।


তাঁর প্রতিবেশরীরা এই ব্যাপারে বেশ ভয় পেয়ে গেল এবং এই ঘটনার কথা যিহুদীয়ার পাহাড়ী অঞ্চলের সর্বত্র, লোকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াল।


তখন সন্ত্রস্ত হয়ে উঠবে মানুষ ভয়ে ভক্তিতে, উপলব্ধি করবে ঈশ্বরের মহান কীর্তি, আলোচনা করবে তাঁর আশ্চর্য কর্মপন্থা।


তারপর দাউদের মনে পরম ঈশ্বর প্রভুর সম্পর্কে ভয় জাগল। তিনি ভাবতে লাগলেন এখন কি করে প্রভুর এই চুক্তিসিন্দুক আমি এনে রাখব।


বেৎ-শেমেশের অধিবাসীরা বলল এই পবিত্র ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুকে কে দাঁড়াতে পারে? তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন? তখন তারা কিরিয়াত-জিয়ারিমের অধিবাসীদের কাছে দূত পাঠিয়ে বলল, ফিলিস্তিনীরা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক ফিরিয়ে দিয়েছে, তোমরা এসে সেটি তোমাদের নগরে নিয়ে যাও।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


তাদের কাছে বিদায় নিয়ে তিনি বললেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে তোমাদের কাছে আবার ফিরে আসব। ইফিসাস থেকে জলপথে তিনি রওনা হয়এ গেলেন।


আপোল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল স্থলপথে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বেড়াচ্ছিলেন। পরের তিনি ইফিসাসে গিয়ে পৌঁছালেন। সেখানে কয়েকজন নবদীক্ষিত শিষ্যের সঙ্গে তাঁর দেখা হল।


অপদেবতাগ্রস্ত লোকটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড মারদোর করে বিপর্যস্ত করে তুলল। ক্ষতবিক্ষত হয়ে নগ্ন অবস্থায় তারা তার বাড়ি থেকে দৌড়ে পালাল।


তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছিল তারা তখন এসে প্রকাশ্যে স্বীকার করে বলল যে তারা তন্ত্রমন্ত্রের সাহায্যে নানা কাজ করছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন