Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 18:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেখানে আকুইলা নামে একজন ইহুদীর সঙ্গে তাঁর দেখা হল। আকুইলার জন্ম হয়ছিল পন্ত নগরে। রোমের সম্রাট ক্লডিয়াস সমস্ত ইহুদীদের রোম থেকে বিতাড়িত করায় আকুইলা তখন ইটালী থেকে তার স্ত্রী প্রিসিল্লাকে নিয়ে সবেমাত্র সেখানে গিয়ে পৌঁছেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর তিনি আক্কিলা নামে এক ইহুদীর দেখা পেলেন; ইনি পন্ত প্রদেশের লোক ছিলেন। অল্প দিন আগে তিনি তাঁর স্ত্রী প্রিষ্কিল্লার সঙ্গে ইটালী থেকে এসেছিলেন, কেননা সম্রাট ক্লৌদিয় সমস্ত ইহুদীকে রোম থেকে চলে যেতে হুকুম করেছিলেন। পৌল তাঁদের কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সেখানে আক্বিলা নামে এক ইহুদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। তিনি পন্তের অধিবাসী। ক্লডিয়াস সব ইহুদিকে রোম পরিত্যাগ করার আদেশ জারি করায়, তিনি তাঁর স্ত্রী প্রিষ্কিল্লাকে নিয়ে সম্প্রতি ইতালি থেকে এসেছিলেন। পৌল তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর তিনি আক্বিলা নামে এক যিহূদীর দেখা পাইলেন; ইনি জাতিতে পন্তীয়, অল্প দিন পূর্ব্বে আপন স্ত্রী প্রিষ্কিল্লার সহিত ইতালিয়া হইতে আসিয়াছিলেন, কেননা ক্লৌদিয় সমুদয় যিহূদীকে রোম হইতে চলিয়া যাইতে আজ্ঞা করিয়াছিলেন। পৌল তাঁহাদের কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সেখানে আক্কিলা নামে এক ইহুদীর সঙ্গে তাঁর পরিচয় হয়, তিনি ছিলেন পন্ত দেশের লোক। সম্প্রতি তিনি তাঁর স্ত্রী প্রিষ্কিল্লাকে নিয়ে ইতালী থেকে এসেছিলেন, কারণ ক্লৌদিয় সমস্ত ইহুদীদের রোম ছেড়ে যাবার নির্দেশ দিয়েছিলেন। পৌল তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর তিনি আক্কিলা নামে একজন ইহুদীর দেখা পেলেন; তিনি জাতিতে পন্তীয়, কিছুদিন আগে নিজের স্ত্রী প্রিস্কিল্লার সাথে ইতালীয়া থেকে আসলেন, কারণ ক্লৌদিয় সমস্ত ইহুদীদের রোম থেকে চলে যাওয়ার আদেশ করেছিলেন। পৌল তাঁদের কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 18:2
11 ক্রস রেফারেন্স  

প্রিসিল্লা ও আকিলা এবং ওনিসিফোরাসের বাড়ির সকলকে আমার শুভেচ্ছা জানিও।


এশিয়া প্রদেশের মণ্ডলীগুলি তোমাদের অভিনন্দন জানাচ্ছে। আকিলা, প্রিস্কা এবং তাদের গৃহে যারা মিলিত হয় তারা সকলে প্রভুর নামে তোমাদের বিশেষ অভনন্দন জানাচ্ছেন।


তাই তিনি ঐকান্তিক আগ্রহে যীশুর সম্বন্ধে নির্ভুল তথ্য প্রচার করতেন ও শিক্ষা দিতেন। তিনি শুধুমাত্র দীক্ষাদাতা যোহনের বাপ্তিষ্মের কথা জানতেন।


তাঁদের মধ্যে আগাবাস নামে একজন পবিত্র আত্মার প্রভাবে উঠে দাঁড়িয়এ ভবিষ্যদ্বাণী করে বললেন যে সারা পৃথিবীতে দারুণ দুর্ভিক্ষ হবে। (ক্লডিয়াসের রাজত্বকালে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল।)


এই ঘটনার পরেও পৌল সেখানে কিছুদিন ছিলেন। তারপর সেখানকার ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে জলপথে সিরিয়া অভিমুখে রওনা হলেন। সঙ্গে নিলেন প্রিসিল্লা ও আকুইলাকে। কেনক্রেয়া শহরে গিয়ে তিনি মস্তক মুণ্ডন* করলেন কারণ তাঁর একটি মানত ছিল।


পার্থিয়া, মিডিয়া, এলাম, মেসোপটেমিয়া, যিহুদীয়া কাপ্পাদকিয়া, পন্ত ও আশিয়া,


পত্রলেখক যীশু খ্রীষ্টের প্রেরিত শিষ্য পিতর, ঈশ্বরের মনোনীত জন, যারা পন্ত, গালাতীয়া, কাপ্পাদকিয়া, এশিয়া ও বিথুনিয প্রদেশের বিভিন্ন অঞ্চলে প্রবাসে আছ, তাদের সমীপে।


যখন আমাদের জলপথে ইটালিতে যাওয়া স্থির হল তখন পৌল ও আর কয়েকজন বন্দীকে জুলিয়াসের হাতে অর্পণ করা হল। জুলিয়াস ছিলেন সম্রাট আগষ্টাসের রাজকীয় সেনাবাহিনীর নায়ক।


সেখানে সেনাপতি আলেকজান্দ্রিয়ার একটি ইটালিগামী জাহাজ পেয়ে সেই জাহাজে আমাদের নিয়ে গেলেন।


তোমাদের নেতৃবৃন্দ ও খ্রীষ্টান বাইদের আমার অভিনন্দন জানিও। আমাদের ইতালীয় বন্ধুরা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন