Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 17:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেখানে গিয়ে পৌল তাঁর রীতি অনুযায়ী তাদের সভায় যোগদান করলেন। পরবর্তী তিনটি সাব্বাথ দিনে তিনি শাস্ত্র আলোচনা ও তর্কের মাধ্যমে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর পৌল তাঁর রীতি অনুসারে তাদের কাছে গেলেন এবং তিনটি বিশ্রামবারে পাক-কিতাবের কথা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করলেন, অর্থ বুঝিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 পৌল তাঁর প্রথা অনুসারে সমাজভবনে গেলেন এবং তিনটি বিশ্রামদিনে যুক্তিসহ তাদের কাছে শাস্ত্রব্যাখ্যা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সেই স্থানে যিহূদীদের এক সমাজ-গৃহ ছিল; আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন, এবং তিন বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 পৌল তাঁর রীতি অনুযায়ী ইহুদীদের দেখার জন্য একটি সমাজ-গৃহে গেলেন। তিনটি বিশ্রামবারে তিনি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর পৌল তাঁর নিয়ম অনুসারে তাদের কাছে গেলেন এবং তিনটি বিশ্রামবারে তাদের সঙ্গে শাস্ত্রের কথা নিয়ে আলোচনা করলেন, দেখালেন যে,

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 17:2
18 ক্রস রেফারেন্স  

এবং অনতিবিলম্বে তাঁকে প্রকাশ্যে বিভিন্ন সমাজভবনে যীশুর নাম প্রচার করতে দেখা গেল। তিনি প্রচার করতে লাগলেন, ইনি ঈশ্বরের পুত্র।


প্রতি সাব্বাথ দিনে পৌল ইহুদী সমাজভবনে যেতেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে ইহুদী ও গ্রীকদের স্বমতে আনতে চেষ্টা করতেন।


তাই তিনি ইহুদীদের সমাজভবনে ইহুদী ও অন্যান্য উপাসকদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করলেন। প্রতিদিন বাজারে গিয়ে যারই সঙ্গে দেখা হত, তার সঙ্গেই এই বিষয় নিয়ে আলোচনা করতেন।


মণ্ডলীর সভ্যেরা সেদিন রাত্রেই পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে পৌঁছে তাঁরা সেখানকার ইহুদীদের সমাজভবনে গেলেন।


ইকনিয়ামে গিয়ে পৌল ও বারনাবাস এক সঙ্গে গেলেন ইহুদীদের সমাজভবনে। সেখানে তাঁদের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বহু ইহুদী ও গ্রীক খ্রীষ্টে বিশ্বাস করল।


সেলামিসে পৌঁছে তাঁরা ইহুদীদের সমাজ ভবনগুলিতে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। কাজে সাহায্য করার জন্য তাঁদের সঙ্গে ছিলেন মার্ক ওরফে যোহন।


পৌলের সঙ্গে একটা দিন স্থির করে তাঁরা অনেকে মিলে পৌলের বাড়ীতে গেলেন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পৌল তাঁদের কাছে সব ব্যাখ্যা করে বললেন এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করলেন। মোশির বিধানশাস্ত্র এবং নবীদের গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে যীশুর সম্বন্ধে তাঁদের মনে দৃঢ় প্রত্যয় জন্মাতে চেষ্টা করলেন।


ফিলিপ তখন শাস্ত্রের এই অংশ থেকে আরম্ভ করে যীশুর জীবন কাহিনীর সুসমাচার পর্যন্ত সব বলতে লাগলেন তাঁকে।


যীশু বললেন, আমি সারা জগতের সামনে প্রকাশ্যে শিক্ষা দিয়েছি, মন্দিরে এবং সমাজভবনে যেখানে ইহুদীরা সমবেত হয় সেইখানেই আমি শিক্ষা দিয়েছি। গোপনে কিছুই বলিনি।


তারপর তিনি এলেন নাসরতে, এখানেই তিনি লালিত-পালিত হয়েছিলেন। তাঁর নিজস্ব রীতি অনুযায়ী সাব্বাথ দিনে তিনি সমাজভবনে গেলেন এবং শাস্ত্রপাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন।


প্রভু পরমেশ্বর বলেন, এবার এস, আমরা ব্যাপারটি আলোচনা করে মীমাংসা করি। পাপের লোহিত কলঙ্কে তোমরা রঞ্জিত কিন্তু আমি তোমাদের ধৌত করে তুষার শুভ্র করে তুলব। তোমাদের কলঙ্ক ঘোর রক্তবর্ণ হলেও তুমি হয়ে উঠবে পশমের মত সাদা।


আলোচনা প্রসঙ্গে যখন নীতিবোধ, আত্মসংযম এবং আগামী বিচারের দিনের কথা উঠল তখন ফেলিক্স সন্ত্রস্ত হয়ে বললেন, আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। সময় সুযোগ মত আমি আবার তোমায় ডেকে পাঠাব।


এরপর পৌল তিন মাস ইহুদী সমাজভবন সমূহে মুক্ত কণ্ঠে যুক্তি প্রমাণসহ ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করতে লাগলেন।


আর তাঁরা পর্গা থেকে চলে গেলেন পিসিদিয়ার এণ্টিয়কে। সাব্বাথ দিনে তাঁরা গেলেন ইহুদীদের সমাজভবনে। সেখানে তাঁরা আসন গ্রহণ করার পর বিধান শাস্ত্র ও নবীদের গ্রন্থ পাঠ করা হল।


এখন তাহলে স্থির হয়ে শোন, প্রভু পরমেশ্বর তোমাদের এবং তোমাদের পিতৃপুরুষদের উদ্ধারের জন্য যে সব কাজ করেছেন সে সম্পর্কে প্রভুর সাক্ষাতে আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনব।


শাস্ত্রে যেমন লেখা আছে মানবপুত্র সেইভাবেই বিদায় নিচ্ছেন। কিন্তু মানবপুত্রকে যে শত্রুহস্তে সমর্পণ করবে ধিক্ তাকে। সে যদি না জন্মাত তাহলে তার পক্ষে ভাল হত।


সর্বপ্রধান যে বিষয়ে আমি শিখেছি এবং তোমাদেরও শিখিয়েছি তা হচ্ছে এই, যে শাস্ত্র অনুযায়ী খ্রীষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন ও সমাহিত হয়েছেন


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন