Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 17:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 পৌলের সঙ্গীরা এথেন্স পর্যন্ত তাঁকে পৌঁছে দিলেন। তারপর তাঁরা সেখান থেকে পৌলের নির্দেশ নিয়ে সীল ও তিমথির কাছে ফিরে গেলেন। পৌলের নির্দেশ ছিল, সীল ও তিমথি যেন যথাশীঘ্র সম্ভব তাঁর সঙ্গে মিলিত হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর যারা পৌলকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, তারা তাঁকে এথেন্স পর্যন্ত নিয়ে গেল। পরে তারা পৌলের কাছ থেকে এই নির্দেশ নিয়ে প্রস্থান করলো যে, যেন সীল ও তীমথি খুব তাড়াতাড়ি তাঁর সঙ্গে যোগ দেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 পৌলের সঙ্গী যারা ছিল, তারা তাঁকে এথেন্সে নিয়ে এল এবং সীল ও তিমথিকে যত শীঘ্র সম্ভব পৌলের সঙ্গে মিলিত হওয়ার নির্দেশ নিয়ে ফিরে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর যাহারা পৌলকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল, তাহারা তাঁহাকে আথীনী পর্য্যন্ত লইয়া গেল; পরে, তোমরা সীলকে ও তীমথিয়কে অতি সত্বর আমার কাছে আসিতে বলিবে, এই আজ্ঞা পাইয়া প্রস্থান করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 পৌলকে সঙ্গে নিয়ে যাঁরা গিয়েছিলেন তাঁরা আথীনী পর্যন্ত গেলেন। সীল ও তীমথিয়র উদ্দেশ্যে এক বার্তা নিয়ে ভাইরা বিরয়াতে ফিরে এলেন। বার্তাতে বলা ছিল, “যত শীঘ্র সম্ভব তোমরা আমার কাছে চলে এস।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 আর যারা পৌলকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, তারা আথীনী পর্যন্ত নিয়ে গেল; আর তাঁরা যেমন পৌলকে ছেড়ে চলে গেল, তারা তাঁর কাছ থেকে সীল এবং তীমথির অতি শীঘ্র তাঁর কাছে যাতে আসতে পারে তার জন্য আদেশ পেল।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 17:15
11 ক্রস রেফারেন্স  

তাই শেষ পর্যন্ত আর ধৈর্য ধারণ করতে না পেরে স্থির করলাম, এথেন্সে আমরাই থেকে যাব।


ম্যাসিডন থেকে সীল ও তিমথি আসার পর পৌল সুসমাচার প্রচারের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করলেন এবং ইহুদীদের কাছে প্রমাণ দেখিয়ে বলতে লাগলেন যে যীশুই খ্রীষ্ট।


এথেন্স থেকে এরপর পৌল গেলেন করিন্থে নগরে।


আর্তোমাস এবং তুখিকাসকে পাঠিয়ে দিলেই তুমি তাড়াতাড়ি আমার কাছে নিকাপলিসে চলে আসতে চেষ্টা করো। কারণ শীতকালটা আমি সেখানে কাটাব স্থির করেছি।


এথেন্সের নাগরিকেরা তথা সেখানকার প্রবাসী বিদেশী লোকেরা নতুন নতুন বিষয় সম্বন্ধে কথা বলে ও শুনে সময় কাটাতে ভালবাসত।


পৌল এথেন্সে সীল আর তিমথির জন্য অপেক্ষা করছিলেন। এথেন্স নগরীতে বহু দেব-দেবীর মূর্তি দেখে তাঁর অন্তর ব্যথিত হল।


মণ্ডলীয় সভ্যেরা তাঁদের বিদায় দিলেন। ফিনিসিয়া ও শমরীয়া দেশের মধ্যে দিয়ে যাবার পথে তাঁরা সেখানকার খ্রীষ্টভক্তদের কাছে অইহুদীদের খ্রীষ্টীয় বিশ্বাসে দীক্ষিত হওয়ার কথা বললেন। একথা শুনে তারা অত্যন্ত আনন্দিত হেলন।


খ্রীষ্টীয় মণ্ডলীর সভ্যেরা তখন পৌলকে সঙ্গে সঙ্গে জলপথে পাঠিয়ে দিলেন কিন্তু সীল ও তিমথি সেখানে রয়ে গেলেন।


পৌল তখন আরিওপেগাসের দরবারে সকলের সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলেন, হে এথেন্সের নাগরিকবৃন্দ! আমি বুঝতে পেরেছি যে, ধর্মসংক্রান্ত বিষয়ে আপনারা খুবই অনুসন্ধিৎসু।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন