Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 16:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 সে পৌল আর আমাদের সকলকে অনুসরণ করে চীৎকার করে বলতে লাগল, এঁরা পরাৎপর ঈশ্বরের দাস। এঁরা পরিত্রাণের উপায় তোমাদের কাছে ঘোষণা করতে এসেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 সে পৌলের এবং আমাদের পিছনে যেতে যেতে চেঁচিয়ে বলতে লাগল, এই ব্যক্তিরা সর্বশক্তিমানের গোলাম, এঁরা তোমাদেরকে নাজাতের পথ জানাচ্ছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 সেই মেয়েটি পৌল ও আমাদের সকলকে অনুসরণ করতে লাগল। সে চিৎকার করে বলতে লাগল, “এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস, তোমাদের কাছে পরিত্রাণের উপায়ের কথা বলছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, ইহাঁরা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 সে আমাদের ও পৌলের পিছু ধরল আর চিৎকার করে বলতে লাগল, “এই লোকরা পরাৎ‌পর ঈশ্বরের দাস। তাঁরা বলেন কিভাবে তোমরা উদ্ধার পেতে পারো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 সে পৌলের এবং আমাদের পিছন চলতে চলতে চেঁচাইয়া বললেন এই ব্যক্তিরা হলো সর্বশক্তিমান ঈশ্বরের দাস, এরা তোমাদের পরিত্রানের পথ বলছেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 16:17
31 ক্রস রেফারেন্স  

যীশু বললেন, আমিই পথ। আমিই সত্য এবং আমিই জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না।


তোমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতাকে তোমরা দুষ্কর্মের আড়ালরূপে ব্যবহার করো না, বরং ঈশ্বরের দাসের মতন জীবন যাপন কর।


তারপর চীৎকার করে বলল, হে পরাৎপর ঈশ্বরের পুত্র যীশু! আমার কাছে আপনার কি দরকার? ঈশ্বরের দোহাই, আমাকে যন্ত্রণা দেবেন না।


সেখানে গিয়ে ব্যাকুল হয়ে উচ্চকণ্ঠে ডাকলেন, দানিয়েল! সদা জাগ্রত ঈশ্বরের ভক্ত দাস দানিয়েল! যে ঈশ্বরকে আপনি একনিষ্ঠভাবে সেবা করেন, সিংহদের মুখ থেকে কি তিনি আপনাকে রক্ষা করতে পেরেছেন?


রাজা বলে উঠলেন, শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি আপন দূত পাঠিয়ে এই তিনজনকে উদ্ধার করেছেন। তাঁরা তাঁর উপর নির্ভর করে আমার আদেশ অমান্য করেছেন। এঁরা নিজেদের জীবন বিপন্ন করেও নিজেদের আরাধ্য দেবতা ভিন্ন আর কোন দেবতার পূজা করতে অস্বীকার করেছেন।


নেবুকাডনেজার তখন অগ্নিকুণ্ডের প্রবেশপথের কাছে গিয়ে ডাকলেন, পরমেশ্বরের সেবক শদ্রক, মৈশক ও অবেদনগো, বেরিয়ে এস। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে এলেন।


অনেকের মধ্যে থেকে অপদেবতা বেরিয়ে এসে চীৎকার করতে লাগল, ‘আপনি ঈশ্বরের পুত্র’, তিনি তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, কারণ তারা জানত যে তিনি মশীহ।


নাসরতের যীশুর আমাদের সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।


যারা বাস করছে মৃত্যুর ছায়ায়, হতাশার অন্ধকারে, তাদের মাঝে তিনি বিতরণ করবেন দিব্যজ্যোতি, চালিত করবেন আমাদের পদক্ষেপ শান্তির পথে।”


যোনা তাদের বললেন, আমি একজন ইব্রীয় আমি স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসক। তিনিই সমুদ্র ও ধরাতল সৃষ্টি করেছেন। আমি তাঁকে এড়িয়ে চলতে চাই। তাই পালাচ্ছি।


পরাৎপর ঈশ্বরকে আমি ডাকব আমার সমস্ত অভাব তিনি পূরণ করেন।


সেই সময় কয়েকজন ভ্রাম্যমান ইহুদী ওঝা ভূত ছাড়ানোর কাজে প্রবু যীশুর নাম ব্যবহার করতে আরম্ভ করল। তারা বলত, ‘পৌল যাঁর নামে প্রচার করেন, সেই যীশুর নামে তোমাকে আমি আদেশ দিচ্ছি।’


তাই তিনি ঐকান্তিক আগ্রহে যীশুর সম্বন্ধে নির্ভুল তথ্য প্রচার করতেন ও শিক্ষা দিতেন। তিনি শুধুমাত্র দীক্ষাদাতা যোহনের বাপ্তিষ্মের কথা জানতেন।


চরেরা যীশুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমরা জানি, আপনি যা বলেন ও শিক্ষা দেন, সমস্তই সত্য ও যথার্থ। কারও পক্ষপাতিত্ব না করে আপনি প্রকৃত ঈশ্বরের পথ সম্বন্ধে শিক্ষা দেন।


তুমি ঘোষণা করবে তাঁর প্রজাদের কাছে এই জ্ঞানের কথা: পাপ মোচনের পথে তারা লাভ করবে পরিত্রাণ।


তারা গিয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমরা জানি, আপনি খাঁটি লোক, কাউকে পরোয়া করেন না, কারও মুখ চেয়ে কথা বলেন না। আপনি সত্যনিষ্ঠভাবে ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা বলুন তো, সীজারকে কর দেওয়া আমাদের উচিত কি না?


সে চীৎকার করে বলতে লাগল, নাসরতের যীশু, আমাদের কাছে আপনার কি প্রয়োজন? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে? আপনি ঈশ্বরের সেই পবিত্র জন।


তারা হেরোদের দলের লোকদের সঙ্গে নিজেদের শিষ্যদের পাঠিয়ে তাঁকে বললেন, গুরুদেব, আমরা জানি, আপনার মধ্যে কোন ছল নেই, সত্যনিষ্ঠভাবে আপনি ঈশ্বরনির্দিষ্ট পথের বিষয় শিক্ষা দিয়ে থাকেন। লোকে কি ভাবল সে সম্বন্ধে আপনার ভ্রূক্ষেপ নেই, কারণ আপনি মানুষের মুখ চেয়ে কাজ করেন না।


তারা চিৎকার করে বলে উঠল, হে ঈশ্বরের পুত্র, আমাদের কাছে আপনার কি দরকার? নির্দিষ্ট সময়ের পূর্বেই কি আমাদের দন্ড দিতে এসেছেন?


কি উপচার নিয়ে আমরা উপস্থিত হব প্রভু পরমেশ্বরের সম্মুখে? ঊর্ধ্বে আসীন ঈশ্বরের সাক্ষাতে করব প্রণিপাত? আমরা কি হোমবলির জন্য এক বৎসর বয়সের গোবৎসের পাল নিয়ে তাঁর সম্মুখে উপস্থিত হব?


অগত্যা রাজা দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের খাদে ফেলে দেবার আদেশ মঞ্জুর করলেন। দানিয়েলকে এনে সিংহের খাদে ফেলে দেওয়া হল। দানিয়েলকে তিনি বললেন, আপনি যে ঈশ্বরের বিশ্বস্ত ভক্ত তিনিই আপনাকে রক্ষা করুন।


মানুষের সমাজ থেকে তাঁকে দূর করে দেওয়া হল। মানবসুলভ বোধবুদ্ধি তাঁর লোপ পেল। তিনি হয়ে উঠলেন গরু-ছাগলের মত নির্বোধ। বনের গর্দভদের সঙ্গে হল তাঁর বসবাস, বলদের মত ঘাস খেতেন তিনি। রাতে শুয়ে থাকতেন তিনি খোলা মাঠে, শিশিরে ভিজে যেত তাঁর দেহ। অবশেষে তাঁর চোখ খুলল, তিনি বুঝলেন, জগতের সব রাজ্য ও ক্ষমতার প্রকৃত অধিপতি স্বয়ং সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। তিনি যাকে ভাল মনে করেন তারই হাতে তুলে দেন এসবের কর্তৃত্ব ভার।


প্রভু পরমেশ্বর আপনার পিতা নেবুকাডনেজারকে একজন মহান রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে দিয়েছিলেন মানসম্ভ্রম, গৌরব ও মাহাত্ম্য।


পরমেশ্বর আমাকে তাঁর যে অলৌকিক ক্রিয়াকর্ম দেখিয়েছেন সেগুলি তোমাদের জানাতে চাই।


তারা স্মরণ করল, ঈশ্বরই তাদের আশ্রয়গিরি, পরাৎপর ঈশ্বরই তাদের উদ্ধারকর্তা।


যীশুকে দেখেই সে চীৎকার করে উঠে তাঁর সামনে এসে পড়ে গেল, আর চেঁচিয়ে বলতে লাগল, হে পরাৎপর ঈশ্বরের পুত্র যীশু, আমার সঙ্গে আপনার কী সম্পর্ক? মিনতি করি, আমায় যন্ত্রণা দেবেন না।


অনেকে তাদের কবলে পড়ে ভ্রষ্টাচারী হবে এবং এদেরই জন্য সত্য পথ নিন্দিত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন