Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 16:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ত্রোয়া থেকে জলপথে আমরা তখন সোজা গেলাম সামোথ্রাসে। সেখান থেকে তার পরের দিন নিয়াপলিসে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমরা ত্রোয়া থেকে যাত্রা করে সোজা পথে সামথ্রীতে এবং তার পরদিন নিয়াপলিতে উপস্থিত হলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 ত্রোয়া থেকে আমরা সরাসরি সামোথ্রেসের উদ্দেশে সমুদ্রপথে পাড়ি দিলাম। পরের দিন সেখান থেকে গেলাম নিয়াপলিতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমরা ত্রোয়া হইতে জলযাত্রা করিয়া সোজা পথে সামথ্রাকীতে, এবং তাহার পরদিন নিয়াপলিতে উপস্থিত হইলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমরা ত্রোয়া ছেড়ে জলপথে সোজা সামথ্রাকীতের দিকে রওনা দিলাম, আর পরদিন নিয়াপলিতে পৌঁছালাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আমরা ত্রোয়া থেকে জলপথ ধরে সোজা পথে সামথ্রাকিদ্বীপ এবং পরের দিন নিয়াপলি শহরে পৌঁছলাম।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 16:11
5 ক্রস রেফারেন্স  

তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সোজা চলে গেলাম কোস দ্বীপে, পরের দিন পৌঁছালাম রোডস দ্বীপে।


তখন তাঁরা মাইশিয়া আতিক্রম করে ত্রোয়াতে গিয়ে পৌঁছালেন।


তাঁরার আগে থেকেই ত্রোয়াতে গিযে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তারণোৎসবের পরে আমরা ফিলিপি থেকে জলপথে রওনা হলাম।


খ্রীষ্টের সুসমাচার প্রচার করার জন্য আমি যখন ত্রোয়া বন্দরে গিয়েছিলাম তখন প্রভু সেখানে আমার সামনে প্রচারের একটি সুযোগ এনে দিয়েছিলাম,


ত্রোয়াতে কারপাসের বাড়িতে আমি যে গরম জামা ফেলে এসেছি, সেটা আসার সময় নিয়ে এস। সেই সঙ্গে বইগুলিও এনো, বিশেষ করে পুঁথিগুলি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন