Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 15:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 বহু তর্ক বিতর্কের পর পিতর উঠে দাঁড়িয়ে তাঁদের সম্বোধন করে বললেন, হে বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে ঈশ্বর বহুদিন আগেই আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছেন যাতে আমার মুখ থেকে অইহুদীরা সুসমাচারের বাণী শুনে বিশ্বাস করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর অনেক বাদানুবাদ হলে পিতর উঠে তাঁদেরকে বললেন— ‘হে ভাইয়েরা, তোমরা জান, এর অনেক দিন আগে আল্লাহ্‌ তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছিলেন, যেন আমার মুখে অ-ইহুদীরা সুসমাচারের কালাম শুনে ঈমান আনে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 বহু আলোচনার পর, পিতর উঠে দাঁড়িয়ে, তাঁদের উদ্দেশে বললেন, “ভাইরা, তোমরা জানো যে, কিছুদিন আগে ঈশ্বর তোমাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, যেন অইহুদিরা আমার মুখ থেকে সুসমাচারের বার্তা শুনে বিশ্বাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর অনেক বাদানুবাদ হইলে পিতর উঠিয়া তাঁহাদিগকে বলিলেন—‘হে ভ্রাতৃগণ, তোমরা জান, ইহার অনেক দিন পূর্ব্বে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করিয়াছিলেন, যেন আমার মুখে পরজাতীয়েরা সুসমাচারের বাক্য শুনিয়া বিশ্বাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, “ভাইরা আপনারা জানেন, পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, যেন অইহুদীদের কাছে আমি সুসমাচার প্রচার করি। তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 অনেক তর্কযুদ্ধ হওয়ার পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন হে ভাইগণ, তোমরা জানো যে, অনেকদিন আগে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছেন, যেন আমার মুখ থেকে অযিহূদীরা সুসমাচারের বাক্য অবশ্যই শুনে এবং বিশ্বাস করে।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 15:7
25 ক্রস রেফারেন্স  

এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে পৌল ও বারনাবাসের প্রচণ্ড বিতর্ক ও মতভেদ দেখা দিল। পরে ঠিক হল যে এণ্টিয়ক থেকে পৌল ও বারনাবাস এবং আরও কয়েকজন জেরুশালেমে প্রেরিত শিষ্য ও প্রবীণদের কাছে এই প্রশ্নের সমাধানের জন্য যাবেন।


আমার নিজের বিচারে আমার জীবন নগণ্য। প্রভু যীশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি ও সেবাব্রত গ্রহণ করেছি তা যদি পালন ও উদ্‌যাপন করতে পারি তাহলেই আমার কর্তব্য সুসম্পন্ন হবে।


তাড়াতাড়ি নীচে যাও। কোন দ্বিধা না করে ওদের সঙ্গে চলে যাও কারণ আমিই ওদের পাঠিয়েছি।


বিক্ষুব্ধ হয়ো না। তর্কবিতর্ক করো না। তোমরা নিজেদের কর্তব্য করে যাও।


ফলে তাঁদের মধ্যে মতবিরোধ এত তীব্র হয়ে উঠল যে তাঁরার পৃথকভাবে যাত্রা করলেন।


তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপবাস পালন করছিলেন, সেই সময় পবিত্র আত্মা তাঁদের বললেন, বারনাবাস ও শৌলকে আমার উদ্দেশ্যে পৃথক কর। একটি বিশেষ কাজের জন্য আমি তাদের মনোনীত করেছি।


কিন্তু প্রভু তাঁকে বললেন, তুমি যাও, কারণ সে আমার মনোনীত পাত্র। সে অইহুদীদের কাছে, রাজন্যবর্গের কাছে ও ইসরায়েল জাতির কাছে আমার নাম প্রচার করবে।


আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তন্মধ্যস্থ যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা তুমি! তুমি তোমার দাস আমাদের পূর্বপুরুষ দাউদের মুখ দিয়ে পবিত্র আত্মার মাধ্যমে বলেছিলে: রাষ্ট্রসমূহে এ চক্রান্ত কিসের জন? কেনই বা জাতিবৃন্দের এ বৃথা ষড়যন্ত্র?


কিন্তু নবীদের মুখ দিয়ে ঈশ্বর তাঁর অভিষিক্ত পুরুষ খ্রীষ্টের দুঃখবরণের যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এইভাবেই তিনি তা সফল করেছেন।


তারপর তাঁরা প্রার্থনা নিবেদন করলেন। বললেন, হে প্রভু, তুমি সকলের অন্তর্যামী। যিহুদা তার কাজের উপযুক্ত প্রতিফল লাভ করায়, সেবাব্রতী ও প্রেরিত শিষ্যের যে পদটি শূন্য রয়েছে,


ভাইসব! যে যিহুদা যীশুকে বন্দী করার জন্য শত্রুপক্ষকে পথ দেখিয়ে এনেছিল, তার সম্পর্কে পবিত্র আত্মা দাউদের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, শাস্ত্রে উদ্ধৃত সেই বাণী পূর্ণ হয়েছে।


তোমাদের আমি বন্ধু বলেছি বলেই পিতার কাছে যা কিছু আমি শুনেছি সবই তোমাদের কাছে ব্যক্ত করেছি। তোমরা আমাকে মনোনীত করেছি তোমাদের এবং স্থায়ী ফল দান করার জন্যই তোমাদের নিযুক্ত করেছি। তাই আমার উদ্দেশ্য সাধনের জন্য আমার নামে পিতার কাছে যা কিছু তোমরা চাইবে তিনি সবই তোমাদের দেবেন।


যোহন বললেন, ঈশ্বর না দিলে কোন মানুষ কিছু পায় না।


তারপর প্রভু পরমেশ্বর নিজের হাতখানা বাড়িয়ে দিলেন, স্পর্শ করলেন আমার ওষ্ঠাধর। আমাকে তিনি বললেন, শোন, তোমাকে যা বলতে হবে, আমি তোমার মুখে সেই বাণী দিলাম।


সুতরাং তুমি এখন সেখানে যাও, আমিই তোমাকে কথা বলার ক্ষমতা দেব, আর কি বলতে হবে তাও তোমাকে জুগিয়ে দেব।


ওদিকে দিব্যদর্শনের চিন্তায় তন্ময় হয়ে গেছেন পিতর, পবিত্র আত্মা তংআকে বললেন, তিনজন লোক তোমাকে খুঁজছে।


বন্ধুগণ, আমার কথা শুনুন। শিমোন আপনাদের কাছে বলেছেন যে ঈশ্বর কিভাবে প্রথমে অইহুদী জাতিসমূহের প্রতি কৃপা করেছেন এবং তাদের মধ্যে থেকেও নিজ নামের গৌরবের জন্য নিজস্ব প্রজা সংগ্রহ করেছেন।


সীজারিয়া থেকে কয়েকজন শিষ্যা আমাদের সঙ্গে এসেছিলেন। তাঁরা সাইপ্রাস নিবাসী ম্নাসোন নামে একজন শিষ্যের বাড়ীতে আমাদের নিয়ে গেলেন। ইনি খ্রীষ্টধর্ম প্রচারের প্রথম দিকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাঁর বাড়ীতেই আমাদের থাকার ব্যবস্থা হযেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন