Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 13:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 অন্য একটি গীতে তিনি বলেছেনঃ তুমি তোমার ভক্ত দাসকে অবক্ষয়ের কবলিত হতে দেবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 কেননা তিনি অন্য জবুরেও বলেন, “তুমি নিজের বিশ্বস্ত গোলামের ক্ষয় দেখতে দেবে না।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 অন্যত্রও এই কথার এভাবে বর্ণনা করা হয়েছে: “ ‘তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 কেননা তিনি অন্য গীতেও বলেন, “তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 আবার আর এক জায়গায় ঈশ্বর বলেছেন: ‘তুমি তোমার পবিত্রতমকে ক্ষয় দেখতে দেবে না।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 এই জন্য তিনি অন্য গীতেও বলেছেন, “তুমি তোমার সাধু কে ক্ষয় দেখতে দেবে না।”

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 13:35
9 ক্রস রেফারেন্স  

জানি, তুমি আমায় মৃত্যুলোকে দেবে না বিসর্জন, যেখানে তুমি নেই সেখানে ভক্তকে তোমার দেবে না যেতে কোনদিন।


বিশ্বাসে, হনোক দ্যুলোকে নীত হলেন, তাঁকে মৃত্যুদর্শন করতে হয়নি। ঈশ্বর তাঁকে গ্রহণ করেছিলেন, তাঁর আর সন্ধান পাওয়া যায়নি। লোকান্তরিত হওয়ার আগে তাঁর সম্পর্কে শাস্ত্রে এই সাক্ষ্য দেওয়া হয়েছে যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন।


সত্যই আমি তোমাদের বলছি, যদি কেউ আমার উপদেশ পালন করে, সে কখনও মৃত্যু দর্শন করবে না।


যে সেই পুত্রে বিশ্বাস অর্পণ করেছে, শাশ্বত জীবনে তারই অধিকার কিন্তু পুত্রের আনুগত্য যে স্বীকার করে নি, সেই জীবন লাভে সে হবে বঞ্চিত, ঈশ্বরের ক্রোধ নেমে আসায় তার উপর।


পবিত্র আত্মা তাঁকে জানিয়েছিলেন যে, প্রভুর অভিষিক্তকে না দেখা পর্যন্ত তাঁর মৃত্যু হবে না।


কে আছে এমন জন মৃত্যুদর্শন না করে যে জীবিত থাকতে পারে? কে পারের মৃত্যুলোক থেকে নিজেকে উদ্ধার করতে? সেলা


সাধ্যের অতীত তার চিরকাল বেঁচে থাকার অধিকার ক্রয় করা, সাধ্যের অতীত মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন