Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 13:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 এবার পৌল তাঁর সঙ্গীদের নিয়ে পাফো থেকে জলপথে পামফিলিয়ায় অবস্থিত পর্গাতে গেলেন। মার্ক ওরফে যোহন তাঁদের কাছ থেকে ফিরে গেলেন জেরুশালেমে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 পরে পৌল ও তাঁর সঙ্গীরা পাফঃ থেকে জাহাজ ছেড়ে পাম্ফুলিয়ার পর্গা নগরে উপস্থিত হলেন। তখন ইউহোন্না-মার্ক তাঁদেরকে ছেড়ে জেরুশালেমে ফিরে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 পাফো থেকে পৌল ও তাঁর সঙ্গীরা জাহাজে করে পাম্ফুলিয়ার পর্গা নগরে গেলেন। সেখানে যোহন তাঁদের ছেড়ে দিয়ে জেরুশালেমে ফিরে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 পরে পৌল ও তাঁহার সঙ্গিগণ পাফঃ হইতে জাহাজ খুলিয়া পাম্ফুলিয়ার পর্গা নগরে উপস্থিত হইলেন। তখন যোহন তাঁহাদিগকে ছাড়িয়া যিরূশালেমে ফিরিয়া গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 পৌল ও তাঁর সঙ্গীরা পাফঃ থেকে জলপথে রওনা দিয়ে পাম্ফুলিয়ার পর্গাতে এলেন, কিন্তু যোহন তাঁদের ছেড়ে জেরুশালেমে ফিরে গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 পৌল ও তাঁর সঙ্গীরা পাফঃ শহর থেকে জাহাজে করে পাম্ফুলিয়া দেশের পর্গা শহরে উপস্থিত হলেন। তখন যোহন (মার্ক) তাদের ছেড়ে চলে গেলেন ও যিরূশালেমে ফিরে গেলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 13:13
10 ক্রস রেফারেন্স  

কিন্তু যিনি পাম্‌ফিলিয়াতেই তাঁদের কাজে অংশ গ্রহণ না করে চলে গিয়েছিলেন, তাঁকে পৌল সঙ্গে না নেওয়াই সমীচীন মনে করলেন।


এইভাবে সিলিসিয়া ও পামফিলিয়ার সমুদ্র পার হয়ে গিয়ে পৌঁছালাম লিসিয়ার মুরা নামে একটি জায়গায়।


এ কথা উপলব্ধি করার পর তিনি গেলেন মার্ক ওরফে যোহনের মা মরিয়মের বাড়িতে। সেখানে অনেকজন একত্র হয়ে প্রার্থনা করছিলেন।


ফ্রিজিয়া, পাম্ফিলিয়া, মিশর এবং লিবিয়ার অন্তর্গত কুরেন অঞ্চল থেকে আমরা সকলে এসেছি। আমাদের মধ্যে রোম থেকে আগত ইহুদী ও ইহুদী ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা আছেন,


কেবল লুকই রয়েছেন আমার সঙ্গে। মার্ককে সঙ্গে নিয়ে এস, সে আমাকে কাজে সাহায্য করতে পারেব।


আমার কারাসঙ্গী আরিষ্টার্খস্‌ তোমাদের অভিবাদন জানাচ্ছেন। বার্ণবার আত্মীয় মার্ক (এঁর সম্পর্কে আগেই বলা হয়েছে যে ইনি তোমাদের কাছে গেলে তোমরা তাঁকে গ্রহণ করবে।)


দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস বইতে শুরু হল, তখন সকলে ভাবল যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে। তাই তারা নোঙ্গর তুলে নিয়ে ক্রীট দ্বীপের তীর বেয়ে জাহাজ চালাতে লাগল।


কিছুদিন পরে পৌল বারনাবাসকে বললেন, চল, যে সমস্ত শহরে আমরা প্রভুর বাণী প্রচার করেছি, সেগুলি পরিদর্শন করে আসি। দেখে আসি, সেখানকার ভাইরা কিভাবে চলছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন