Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 12:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আর প্রভুর এক ফেরেশতা তখনই তাঁকে আঘাত করলেন, কেননা তিনি আল্লাহ্‌কে গৌরবান্বিত করলেন না; আর তিনি ক্রিমির উৎপাতে মারা গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 হেরোদ ঈশ্বরকে গৌরব প্রদান না করায়, সেই মুহূর্তেই, প্রভুর এক দূত তাঁকে আঘাত করলেন, ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। পোকায় তাঁকে খেয়ে ফেলল ও তাঁর মৃত্যু হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আর প্রভুর এক দূত তখনই তাঁহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না; আর তিনি কীটভক্ষিত হইয়া প্রাণত্যাগ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 হেরোদ এই প্রশংসা কুড়ালেন। ঈশ্বরকে তাঁর প্রাপ্য গৌরব দিলেন না। হঠাৎ‌ প্রভুর এক দূত এসে হেরোদকে আঘাত করলে তিনি অসুস্থ হলেন। তাঁর শরীর কীটে খেয়ে ফেলল, ফলে তিনি মারা গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 আর প্রভুর এক দূত সেই মুহূর্তে তাকে আঘাত করলেন, কারণ তিনি ঈশ্বরকে গৌরব দিলেন না; আর তার দেহ পোকা-মাকড় খেয়ে ফেলাতে মৃত্যু হল।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 12:23
30 ক্রস রেফারেন্স  

সে তথাকথিত ঈশ্বর বা উপাস্য সমস্ত কিছুকে নস্যাৎ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে, এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরের আসীন হয়ে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।


তোমারই নাম হে প্রভু পরমেশ্বর, শুধু তোমারই নাম কর গৌরবান্বিত, আমাদের নাম নয়, তোমার অবিচল প্রেম ও সত্যপরায়ণতার জন্য।


দশদিন পরে প্রভু পরমেশ্বর নাবলকে দণ্ড দিলেন, তিনি মারা গেলেন।


হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা টায়ারের রাজাকে গিয়ে বল, অহঙ্কারে মত্ত হয়ে তুমি নিজেকে দেবতা বলে দাবী করেছ। তুমি বলেছ, দেবতার মত তুমি সাগর পরিবৃত হয়ে সিংহাসনে সমাসীন। তুমি দেবতা হওয়ার ভাণ করতে পার কিন্তু তুমি দেবতা নও, তুমি মানবমাত্র।


উৎসব শেষে ফিরে যাবার সময় তারা দেখবে তাদের মৃতদেহ, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের দেহ কুরে কুরে খাচ্ছে যে কীটগুলি, সেগুলি কখনও মরবে না, যে আগুন দগ্ধ করছে তাদের, সে আগুন নিভবে না কখনও। তাদের বীভৎসরূপ দেখে ঘৃণা জাগবে মানুষের মনে।


পোকায় কাটা বস্ত্রের মত জীর্ণ হয়ে যাবে তারা, জীর্ণ হয়ে যাবে কীটদষ্ট পশমের মত! কিন্তু যে পরিত্রাণ আমি তোমাদের দেব, তা হবে অক্ষয়, আমার এ বিজয় চিরকালের।


সেই দিন মধ্যরাত্রে প্রভু পরমেশ্বর মিশররাজ ফারাও-এর সিংহাসনের উত্তরাধিকারী তাঁর জ্যেষ্ঠপুত্র থেকে আরম্ভ করে কারাগারের কয়েদীর জ্যেষ্ঠ সন্তান পর্যন্ত মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে সংহার করলেন। প্রথমজাত পশুগুলিও মারা গেল।


তারা যখন তোমাকে হত্যা করতে উদ্যত হবে, তখনও কি তুমি নিজেকে দেবতা বলে দাবী করবে? যখন তুমি হত্যাকারীদের মুখোমুখি দাঁড়াবে, তখন তাদের চোখে তুমি হবে নিতান্তই একটি মানুষ, দেবতা নয়।


কাকে তুমি অপমান ও উপহাস করছ? কার বিরুদ্ধে উচ্চগ্রামে তুলেছ কন্ঠস্বর। তুলেছ উদ্ধত দৃষ্টি? ইসরায়েলের আরাধ্য সেই পবিত্রতমের বিরুদ্ধে!


একদিন বীণার ঝঙ্কারে তোমাকে সসম্মানে অভ্যর্থনা করা হতো, কিন্তু আজ তুমি মৃত্যুলোকের অধিবাসী! তুমি শুয়ে আছ জঘন্য কীটের বিছানায়, অসংখ্য কীট আচ্ছাদন করেছে তোমার সর্বাঙ্গ!


রোগে আমার দেহ গলে ক্ষয় হলেও এই দেহেই আমি ঈশ্বরকে দর্শন করব।


আমার দেহ কীটে-পরিপূর্ণ, দুষ্টক্ষতে ভরে গেছে ক্ষত থেকে ঝরছে পুঁয।


প্রভু পরমেশ্বর একজন স্বর্গদূত পাঠালেন। তিনি আসিরিয়ার সৈন্যদের ও সেনাপতিদের বধ করলেন। ফলে আসিরিয়ার সম্রাট হতমান হয়ে আসিরিয়ায় ফিরে গেলেন। একদিন যখন তিনি তাঁর আরাধ্য দেবতার মন্দিরে ছিলেন, সেই সময় তাঁর পুত্রদের মধ্যে একজন তাঁকে হত্যা করে।


সেই রাত্রেই প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয় সৈন্য শিবিরে গিয়ে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য নিধন করলেন। পরদিন সকলে দেখা গেল, তাদের মৃতদেহ পড়ে রয়েছে।


প্রভু পরমেশ্বর মিশরীদের সংহার করার জন্য দেশের মধ্য দিয়ে যাবেন, তখন দরজার দুই বাজু ও উপরের অংশে রক্ত দেখলে তিনি সেই বাড়ি অতিক্রম করে যাবেন এবং তাঁর সংহারককে তোমাদের বাড়িতে ঢুকে আঘাত হানতে দেবেন না।


ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব।


মোশি ও হারোণ ফারাও-এর কাছে গিয়ে বললেন, ইসরায়েলীদের আরাধ্য প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আর কতকাল তুমি আমার অবাধ্য হয়ে চলবে? আমার প্রজাদের ছেড়ে দাও, তারা আমার উপাসনা করবে।


কিন্তু তুমি এখনও আমার প্রজাদের বাধা দিচ্ছ, তাদের মুক্তি দাও নি,


কিন্তু রাত্রিবেলায় প্রভুর এক দূত এসে কারাগারের কপাট খুলে তাঁদের বাইরে এনে বললেন,


সমবেত জনতা চীৎকার করে বলতে লাগল, আহা! এ তো মানুষের কণ্ঠস্বর নয়, স্বয়ং ঈশ্বরই কথা বলছেন।


জ্ঞানবুদ্ধি অনুসারে মানুষ প্রশংসা লাভ করে, কিন্তু যদি মন কুটিল সে পায় অবজ্ঞা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন