Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 12:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তিনি হাতের ইশারায় তাঁদের নিরস্ত করে, কারাগার থেকে প্রভু কিভাবে তাঁকে বার করে এনেছেন, সেই ঘটনা বর্ণনা করলেন। তারপর বললেন, যাকোব আর সমস্ত ভাইদের কাছে তোমরা এই খবরটা পৌঁছে দাও। তারপর তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তাতে তিনি হাত দিয়ে নীরব হবার জন্য ইশারা করে, প্রভু কিভাবে তাঁকে কারাগার থেকে উদ্ধার করে এনেছেন, তা তাদের কাছে বর্ণনা করলেন, আর বললেন, তোমরা ইয়াকুবকে ও ভাইদেরকে এই সংবাদ দিও; পরে তিনি বের হয়ে অন্য স্থানে চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 পিতর হাতের ইশারায় তাদের শান্ত হতে বললেন। তারপর বর্ণনা করলেন, প্রভু কীভাবে তাঁকে কারাগার থেকে বাইরে এনেছেন। তিনি বললেন, “তোমরা এই ঘটনার কথা যাকোবকে ও সেই ভাইদের বলো,” একথা বলে তিনি অন্য স্থানের উদ্দেশে চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তাহাতে তিনি হস্ত দ্বারা নীরব হইবার জন্য ইঙ্গিত করিয়া, প্রভু কিরূপে তাঁহাকে কারাগার হইতে উদ্ধার করিয়া আনিয়াছেন, তাহা তাহাদের কাছে বর্ণনা করিলেন, আর কহিলেন, তোমরা যাকোবকে ও ভ্রাতৃগণকে এই সমাচার দিও; পরে তিনি বাহির হইয়া অন্য স্থানে চলিয়া গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তিনি হাত দিয়ে ইঙ্গিতে তাদের চুপ করতে বললেন এবং প্রভু কিভাবে সেই কারাগার থেকে তাঁকে উদ্ধার করে এনেছেন সে কথা জানালেন। তিনি বললেন, “তোমরা যাকোবকে ও অন্যান্য ভাইদের এই ঘটনার কথা জানাও।” পরে তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তাতে তিনি হাত দিয়ে সবাইকে চুপ থাকার ইশারা করলেন এবং প্রভু কীভাবে তাঁকে জেল থেকে মুক্ত করে এনেছেন, তা তাদের কাছে খুলে বললেন, আর এও বললেন, তোমরা যাকোবকে ও ভাইদের এই সংবাদ দাও; পরে তিনি বের হয়ে অন্য জায়গায় চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 12:17
28 ক্রস রেফারেন্স  

সেনানায়ক তাঁকে অনুমতি দিলে তিনি সিঁড়ির ধাপের উপরে দাঁড়িয়ে জনতার দিকে হাত তুলে ইসারা করলেন। স্তব্ধতা নেমে এলে তিনি হিব্রু ভাষায় বলতে আরম্ভ করলেনঃ


আলেকজাণ্ডার নামে একটি লোককে ইহুদীরা তখন জনতার সামনে এগিয়ে দিল। তাদের কয়েকজন তার কাছে বিক্ষোভের কারণ খুলে বলল। সে তখন হাতের ইঙ্গিতে জনতাকে শান্ত হতে বলে জনসমাবেশের কাছে কিছু বলতে চেষ্টা করল।


পৌল তখন উঠে দাঁড়ালেন এবং হাত তুলে ইশারা করে বলতে আরম্ভ করলেন, হে ইসরায়েলী ভাইসব! তোমরা যারা ঈশ্বরের উপাসনা কর, আমার কথা শোন।


পরের দিন পৌল আমাদের সঙ্গে নিয়ে যাকোবের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে সমস্ত প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।


তাঁদের ভাষণ সেষ হলে যাকোব বললেন,


যাকোবের কাছ থেকে কিছু লোক আসার আগে পর্যন্ত পিতর অইহুদীদের সঙ্গে আহার করতেন। কিন্তু তারা আসার পর, সুন্নতপন্থীদের ভয়ে তিনি পিছিয়ে গেলেন। তাদের সঙ্গে খাওয়া-দাওয়া বন্ধ করলেন।


ঈশ্বরই যে আমাকে বরদান করেছেন, একথা উপলব্ধি করে যাকোব , যোহন ও পিতর, যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে স্বীকৃত —তাঁরা আমাকে ও বার্নাবাসকে করমর্দন করে সহকর্মী বলে গ্রহণ করলেন। স্থির হল, আমরা যাব অইহুদীদের মধ্যে, আর তাঁরা যাবেন ইহুদীদের কাছে।


কিন্তু প্রভুর ভ্রাতা যাকোব ছাড়া প্রেরিতপুরুষদের আর কারও দেখা পেলাম না।


এর পরে তিনি যাকোবকে এবং তারও পরে সকল প্রেরিত শিষ্যকে দর্শন দিয়েছেন।


তাই যীশু ইহুদীদের মধ্যে প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দিলেন এবং সেখান থেকে মরুভূমির শেষ প্রান্তে একটি শহরে চলে গেলেন। শহরটির মান ইফ্রয়িম। সেখানেই তিনি তাঁর শিষ্যদের সঙ্গে থাকলেন।


তারা তখন তাঁকে মারধর জন্য পাথর কুড়াতে লাগল কিন্তু যীশু তাদের অগোচরে মন্দির থেকে চলে গেলেন।


যদি কোন নগরে লোকে তোমাদের নির্যাতন করে তখন অন্য নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরায়েলীদের সমস্ত নগর পরিক্রমার আগেই মানবপুত্রের আগমন হবে।


ইসরায়েলীদের দ্বাদশ গোষ্ঠীর প্রবাসীজন সমীপে —ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টেরর দাস যাকোবেরর প্রীতি সম্ভাষণ।


পৌল ও সীল কারাগার থেকে বেরিয়ে লিডিয়ার বাড়িতে গেলেন। সেখানে অন্যান্য সব ভাইদের সঙ্গেও দেখা হল তাঁদের। তাঁর তাঁদের উৎসাহ দান করে সেখান থেকে প্রস্থান করলেন।


শিমোন পিতর তাঁকে ইসারায় বললেন, জিজ্ঞাসা কর কার কথা উনি বলছেন?


যীশু ফিরে গেলেন যর্দন নদীর ওপারে। বাপ্তিষ্মদাতা যোহন যেখানে আগে লোকদের বাপ্তিষ্ম দিতেন, সেইখানে তিনি থাকলেন।


এরপর যীশু গালীল প্রদেশে পরিভ্রমণ করতে লাগলেন। ইহুদীরা যীশুকে হত্যা করার সুযোগ খুঁজছিল, তাই তিনি যিহুদীয়ায় যেতে চান নি।


বাইরে বেরিয়ে এসে সখরিয় কোন কথা উচ্চারণ করতে পারলেন না। তিনি ইসারায় সকলকে তাঁর বক্তব্য বোঝাতে লাগলেন। জনতা তখন বুঝতে পারল যে, মন্দিরের মধ্যে তিনি কোন দিব্যদর্শন লাভ করেছেন।


তিনি নিপীড়িতদের পক্ষে করেন ন্যায়বিচার, আহার তুলে দেন বুভুক্ষুদের মুখে, বন্দীদের দেন মুক্তি।


ঈশ্বরের প্রতি অন্তর যাদের সম্ভ্রমে পরিপূর্ণ, তোমরা সকলে এস, শোন আমার কথা, আমার জন্য তিনি যা করেছেন সম্পাদন, সেই কথা আমি শোনাব তোমাদের।


একি সেই ছুতোর মিস্ত্রী নয়? এ তো মরিয়মের ছেলে, যাকোব , যোশি, শিমোন আর যিহুদার ভাই, তাই না? ওর বোনরাও তো আমাদের এখানেই থাকে। যীশুকে তারা গ্রাহ্যই করল না।


এই ঘটনার কয়েকদিন পরে প্রায় একশো কুড়িজন খ্রীষ্টবিশ্বাসী এক সভায় মিলিত হলেন। পিতর তখন উঠে দাঁড়িয়ে বললেন,


পিতর তখনও সমানে দরজায ঘা দিয়ে চলেছেন। তাঁরা দরজা খুলে পিতরকে দেখে খুব অবাক হযে গেলন।


সকাল হতেই রক্ষীদলের মধ্যে পিতরের খোঁজে হুলুস্থূল পড়ে গেল।


সেখানকার খ্রীষ্টানরা আমাদের কথা শুনতে পেয়ে আপ্পিয়ের হাট ও তিনটে পান্থশালা পর্যন্ত এগিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে। পৌল তাঁদের দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ও মনে সাহস পেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন