Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 11:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 দ্বিতীয়বার আমি দৈববাণী শুনতে পেলাম, ‘ঈশ্বর যা শুচি করেছেন, তাকে অশুচি বলার অধিকার তোমার নেই।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কিন্তু দ্বিতীয় বার আসমান থেকে বাণী হল, আল্লাহ্‌ যা পাক-পবিত্র করেছেন, তুমি তা নাপাক বলো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “দ্বিতীয়বার সেই কণ্ঠস্বর আকাশ থেকে বলে উঠলেন, ‘ঈশ্বর যা শুচিশুদ্ধ করেছেন, তুমি তাকে অশুদ্ধ বোলো না।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কিন্তু দ্বিতীয় বার আকাশ হইতে বাণী উত্তর করিল, ঈশ্বর যাহা শুচি করিয়াছেন, তুমি তাহা অপবিত্র বলিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “আকাশ থেকে সেই রব দ্বিতীয় বার ভেসে এল, ‘ঈশ্বর যা শুদ্ধ করেছেন তুমি তা অপবিত্র বলো না।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কিন্তু দ্বিতীয়বার আকাশ থেকে এই বাণী হলো, ঈশ্বর যা শুচি করেছেন, তুমি তাদের অশুচি বলও না।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 11:9
9 ক্রস রেফারেন্স  

আমাদের সঙ্গে তিনি তাদের কোন প্রভেদ রাখেননি। তারা তাঁর উপরে বিশ্বাসে নির্ভর করেছিল বলে তিনি তাদের পাপ ক্ষমা করেছেন।


কারণ ঈশ্বরের আশীর্বাদে এবং মানুষের প্রার্থনায় সবই শুচিশুদ্ধ হয়ে ওঠে।


তিনি তাঁদের বললেন, আপনারা সকলে ভালভাবেই জানেন যে, অন্য কোন জাতির লোকের সঙ্গে মেলামেশা বা দেখা-সাক্ষাৎ করা একজন ইহুদী পক্ষে আদৌ ধর্মসঙ্গত নয়। কিন্তু ঈশ্বর স্পষ্টই আমার কাছে প্রকাশ করেছেন যেন কোন মানুষকে আমি অশুচি বা অপবিত্র মনে না করি।


তখন সেই কণ্ঠস্বর তাঁকে আবার বললেন, ঈশ্বর যা শুচি করেছেন তাকে তুমি অপবিত্র বলো না।


কারণ সেটা তার মনের ভিতরে যায় না, যায় উদরে। তারপর সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই কথা দিয়ে তিনি ঘোষণা করলেন যে, সব খাদ্যই শুচি।


কিন্তু আমি বললাম, ‘তা হয় না প্রভু। কোনদিন কোন অশুচি জিনিস আমি খাইনি।’


এইভাবে তিনবার একই দৃশ্যের পুনরাবৃত্তি হল। তারপর সেগুলি সব আকাশে মিলিয়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন