Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 11:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 তাঁরা শৌল ও বারনাবাসের মারফৎ সমাজের প্রবীণদের হাতে সাহায্য পৌঁছে দিয়ে এ কাজ সম্পন্ন করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তারা সেই মত কাজ করলেন এবং বার্নাবাসের ও শৌলের হাত দিয়ে প্রাচীনদের কাছে অর্থ পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 সেই অনুযায়ী তাঁরা বার্ণবা ও শৌলের মারফত তাদের দান প্রাচীনদের কাছে পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 এবং সেই মত কার্য্যও করিলেন, বার্ণবার ও শৌলের হস্ত দ্বারা প্রাচীনবর্গের নিকটে অর্থ পাঠাইয়া দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 তাই তাঁরা বার্ণবা ও শৌলের মাধ্যমে তাঁদের সংগৃহীত অর্থ পাঠিয়ে এই কাজ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 এবং সেই মত কাজও করলেন, বার্ণবা ও শৌলের হাত দিয়ে প্রাচীনদের কাছে টাকা পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 11:30
21 ক্রস রেফারেন্স  

প্রত্যেকটি মণ্ডলীর পরিচালনার জন্য তাঁরা প্রবীণদের নিযুক্ত করলেন এবং যে প্রভুকে তাঁরা বিশ্বাসে গ্রহণ করেছিলেন, প্রার্থনা ও উপবাস সহকারে তাঁরই কাছে প্রেরিত শিষ্যেরা তাঁদের সমর্পণ করলেন।


বারনাবাস আর শৌল কাজ শেষ করে মার্ক ওরফে যোহনকে সঙ্গে নিয়ে জেরুশালেম থেকে ফিরে গেলেন।


তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সে মণ্ডলীর প্রবীণদের ডেকে পাঠাবে। তাঁরা তাকে প্রভুর নামে তৈলাভিষিক্ত করে তার জন্য প্রার্থনা করবেন।


আমি তোমাকে ক্রীটে রেখে এসেছিলাম যাতে বাকী কাজগুলি তুমি সম্পন্ন করতে পার এবং আমার নির্দেশ অনুযায়ী শহরে শহরে মণ্ডলীর পরিচালক নিয়োগ করতে পার।


মণ্ডলীর যেসব প্রাচীন সুষ্ঠুভাবে মণ্ডলীর কাজ করেন, বিশেষতঃ যাঁরা সুসমাচার প্রচার আর শিক্ষাদানের কাজে পরিশ্রম করেন, তাঁদের সম্মান দক্ষিণা দ্বিগুণ হওয়া উচিত।


তাই মিলিতাস থেকে তিনি লোক পাঠিয়ে ইফিসাসের মণ্ডলীর প্রবীণ নেতাদের ডেকে পাঠালেন।


জেরুশালেমে প্রেরিত শিষ্য ও প্রবীণ ব্যক্তিরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, বিভিন্ন শহরের মধ্যে দিয়ে যাত্রাকালে সেই সিদ্ধান্তের কথা তাঁরা খ্রীষ্টবিশ্বাসীদের জানিয়ে দিতে লাগলেন যাতে তারা সেগুলি পালন করে।


প্রেরিতশিষ্য ও প্রবীণেরা তখন এই বিষয়টি বিবেচনার জন্য সমবেত হলেন।


জেরুশালেমে পৌঁছে তাঁরা মণ্ডলীর সভ্য; প্রেরিত শিষ্য ও প্রবীণদের কাছে সাদর অভ্যর্থনা লাভ করলেন। ঈশ্বর তাঁদের কাজে কিভাবে সাহায্য করেছিলেন, সমস্ত কথা তাঁরা সেখানে তাঁদের কাছে বললেন।


তোমাদের মধ্যে যারা মণ্ডলীর প্রবীণ পদে রয়েছ তাদের বলছি। আমি তোমাদেরই একজন এবং খ্রীষ্টের দুঃখবরণের সাক্ষী ও ভবিষ্যতে তাঁর যে মহিমা প্রকাশিত হবে তারও অংশীদার। সেই হিসাবে আমি তোমাদের অনুরোধ করছি,


ঈশ্বরের মনোনীত ভদ্রমহিলা ও তাঁর সন্তানদের সমীপে নেতৃস্থানীয় প্রবীণের পত্র: এদের আমি সত্যই ভালবাসি, কেবল আমি নই, যারা সত্যের পরিচয় লাভ করেছে তারাও সকলে ভালবাসে।


দুই তিনজন সাক্ষীর সমর্থন ছাড়া মণ্ডলীর কোন প্রাচীনের বিরুদ্ধে কারও কোন অভিযোগ শুনবে না।


পরের দিন পৌল আমাদের সঙ্গে নিয়ে যাকোবের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে সমস্ত প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।


‘এণ্টিয়ক, সিরিয়া ও সাইলেসিয়ার অইহুদী খ্রীষ্টীয় ভাইদের আমরা; প্রেরিত শিষ্য ও প্রবীণ ভাইয়েরা অভিনন্দন জানাচ্ছি।


এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে পৌল ও বারনাবাসের প্রচণ্ড বিতর্ক ও মতভেদ দেখা দিল। পরে ঠিক হল যে এণ্টিয়ক থেকে পৌল ও বারনাবাস এবং আরও কয়েকজন জেরুশালেমে প্রেরিত শিষ্য ও প্রবীণদের কাছে এই প্রশ্নের সমাধানের জন্য যাবেন।


একদিন যোষেফ নামে সাইপ্রাস নিবাসী একজন লেবীয় তাঁর নিজের জমি বিক্রী করে সমস্ত অর্থ প্রেরিত শিষ্যদের চরণে নিবেদন করলেন। প্রেরিত শিষ্যরা এঁর নাম দিয়েছিলেন বারণাবাস (এই নামের অর্থ, উৎসাহদাতা)।


এই সময়েই রাজা হেরোদ মণ্ডলীর কয়েকজন সভ্যের উপর প্রচণ্ড নির্যাতন আরম্ভ করলেন।


দিব্যনির্দেশে মণ্ডলীর নেতৃবৃন্দ তোমার উপর হস্তার্পণ করার ফলে তুমি যে ঐশী শক্তি লাভ করেছ তা উপেক্ষা করো না।


প্রীতিভাজন গাইয়াস সমীপে, মণ্ডলীর নেতৃস্থানীয় প্রবীণ: তোমাকে আমি সত্যিই ভালবাসি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন